Ajker Patrika

প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করার ১০ পরামর্শ

শাহ বিলিয়া জুলফিকার
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৯: ৪২
প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করার ১০ পরামর্শ

দরজায় কড়া নাড়ছে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এ বছরের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৬০৮। শেষ মুহূর্তে একজন পরীক্ষার্থীর জন্য প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করার ১০টি কৌশল নিয়ে পরামর্শ দিয়েছেন ৪১তম বিসিএসে ‘ট্যাক্স’ ও ৪৩তম বিসিএসে ‘প্রশাসন’ ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত নাফিস সাদিক

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ প্রশ্ন সিলেবাসের অর্ধভাগ থেকেই কমন পড়ে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ ও পিএসসি নির্ধারিত সাহিত্যিকদের তথ্যগুলো ভালোভাবে পড়লেই ২০-এর মধ্যে ১৫ থেকে ১৬ নম্বর কমন পাওয়া সম্ভব। তাই সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো বারবার রিভিশন দিতে হবে। তবে বাকি অংশও পড়তে হবে।

১. বিগত বছরে আসা প্রশ্নগুলো বিশ্লেষণ করে বিষয়ভিত্তিকভাবে গুরুত্ব দিয়ে পড়া উচিত। আর মুখস্থনির্ভর বিষয় পরীক্ষার কিছুদিন আগে ভালোভাবে রিভিশন দিয়ে রাখুন যেন পরীক্ষার আগের দিন চোখ বোলালেই মনে পড়ে যায়। 

২. সাধারণ জ্ঞান তথা বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে কোন কোন বিষয় থেকে কেমনসংখ্যক প্রশ্ন আসে তা বিশ্লেষণ করে পড়া উচিত। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, সংবিধান, ভূরাজনীতি, জলবায়ুবিষয়ক কূটনীতি–এ বিষয়গুলো নখদর্পণে রাখতে হবে। 

৩. সাম্প্রতিক ঘটনাবলি থেকে বিসিএসে সরাসরি প্রশ্ন আসে না। সাম্প্রতিক আলোচ্য দেশ, সংস্থা ও ঘটনা থেকে মূলত পরীক্ষায় প্রশ্ন আসে। কাজেই চলতি সময়ের বিবেচনায় ফিলিস্তিন-ইসরায়েল ইস্যু, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য খুব গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক ঘটনাবলির জন্য ‘Recent View’ বই অনুসরণ করতে পারেন।

৪. অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো রিপোর্ট, আদমশুমারি, কৃষিশুমারি, বিভিন্ন রেটিংয়ে বাংলাদেশের অবস্থান–এই সব তথ্যভিত্তিক বিষয় থেকে অনেক প্রশ্ন থাকে। তাই এ বিষয়গুলো নোট করে পড়া উচিত এবং বারবার রিভিশন দিলে তথ্যগুলো সহজেই মনে থাকবে।

৫. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে অনেকেই প্রস্তুতি নিতে চায় না। তবে এ বিষয়ে ৫ থেকে ৬ নম্বরের প্রশ্ন সরাসরি বই থেকেই আসে। এ বিষয়ে ভালো করার জন্য আগে থেকেই একটু গুছিয়ে নোট করে রাখতে পারেন। পরে পরীক্ষার আগের রাতে সেই নোটে চোখ বুলিয়ে নিলেই নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন অংশে ৮ থেকে ৯ নম্বর তোলা সম্ভব।

নাফিস সাদিক৬. ইংরেজি সাহিত্য একবার ভালোভাবে পড়ে শেষ করে নেওয়া উচিত। পরে পরীক্ষার আগের দিন ও হলে প্রবেশ করার আগে আরও একবার দেখে নিলে সহজেই মনে থাকবে। লিটারারি টার্মস, রোমান্টিক পিরিয়ড, রেনেসাঁস পিরিয়ড, উইলিয়াম শেক্‌সপিয়ার ইত্যাদি অংশ গুরুত্বসহকারে দেখে যাওয়ার চেষ্টা করবেন। ইংরেজি গ্রামারের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলো অনুশীলন করা আবশ্যক। গ্রামারের নিয়মগুলো আত্মস্থ ও অনুশীলন করাও খুব জরুরি। গুরুত্বপূর্ণ ভোকাবুলারি, ফ্রেজ-ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ইত্যাদি বিষয় ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করুন।

৭. মানসিক দক্ষতায় বিগত সব প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্ন ভালো করে বুঝে সমাধান করতে হবে। তা ছাড়া গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা নিয়মিত অনুশীলন করুন। জ্যামিতি ও বীজগণিতের সূত্রগুলো বারবার দেখে রিভিশন দেওয়া গেলে ভালো। অল্প জায়গার মধ্যে ম্যাথ রাফ করার অভ্যাস গড়ে তুলুন।

৮. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অংশের প্রশ্ন এখন কিছুটা কঠিন হয়। তাই বিগত বছরের সব প্রশ্ন সমাধানের পাশাপাশি এ বিষয় দুটো বিস্তারিত দেখে যেতে হবে। সাধারণ বিজ্ঞান (পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান), কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (মৌলিক ধারণা, নম্বর কনভারশন, বাইনারি যোগ-বিয়োগ, বুলিয়ান অ্যালজেব্রা), ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রযুক্তির (মৌলিক ধারণা, ইলেকট্রনিক যন্ত্রপাতি) গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে পড়ুন।

৯. কেবল বিসিএস নয়, প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মডেল টেস্ট দেওয়া খুব গুরুত্বপূর্ণ। চলতি সময়ে অফলাইন মডেল টেস্টের পাশাপাশি অনেক অনলাইন অ্যাপেও মডেল টেস্ট দেওয়ার সুযোগ রয়েছে। শিক্ষার্থীর উচিত বেশি বেশি সেসব মডেল টেস্টে অংশ নেওয়ার চেষ্টা করা। পাশাপাশি ওএমআর শিটে বৃত্ত ভরাট ও নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার অনুশীলন করা। কেননা প্রিলিমিনারি পরীক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সময় ব্যবস্থাপনা। মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে নিজের জন্য তৈরি সময় ব্যবস্থাপনার দিকটি মূল পরীক্ষায় যথেষ্ট কাজে আসবে। আর অবশ্যই অনুমাননির্ভর উত্তর না দেওয়ার চেষ্টা করা উচিত, যেন নেগেটিভ মার্কিং না হয়।

অনুলিখন: শাহ বিলিয়া জুলফিকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ঢামেকের নিয়োগ পরীক্ষর সূচি প্রকাশ, প্রার্থী ১২৯৭৩

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) বিভিন্ন পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হবে।

বুধবার (২২ অক্টোবর) ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সর্বমোট ১২ হাজার ৯৭৩ জন প্রার্থী অংশ নেবেন।

পদগুলো হলো: কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার এবং ইলেকট্রিশিয়ান।

এসব পদের পরীক্ষা ৩১ অক্টোবর বেলা ৩টায় ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এরপর ৭ নভেম্বর সকাল ১০টায় একই কেন্দ্রে ফিজিওথেরাপিস্ট, ওয়ার্ড মাস্টার, ক্যাশিয়ার, টেলিফোন অপারেটর, পরিসংখ্যানবিদ, স্টোরকিপার, লিনেন কিপার, কার্পেন্টার, টেইলর এবং অফিস সহায়ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের রাজস্ব খাতভুক্ত ২ ধরনের পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব (প্রশাসন) শোভা শাহনাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো: কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি নিয়োগের লক্ষ্যে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। প্রকাশিত ফলাফলে উল্লেখযোগ্য কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

বিদ্যমান সব বিধিবিধান অনুসরণ এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চূড়ান্তভাবে সুপারিশ করা প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করা হবে এবং তাঁদের স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র ডাকযোগে পাঠানো হবে। নিয়োগপত্র জারি এবং যোগদান-সংক্রান্ত তথ্যাদি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রজেক্টের আওতাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাব-প্রজেক্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে (প্রজেক্ট মেয়াদকালীন) ৪টি শূন্য পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৩ অক্টোবর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদ: হিসাবরক্ষক, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

বেতন: ৩০,০০০ টাকা।

পদ: অফিস ম্যানেজার, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

বেতন: ৩০,০০০ টাকা।

পদ: ডেটা এন্ট্রি বা কম্পিউটার অপারেটর, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

বেতন: ৩০,০০০ টাকা।

পদ: অফিস সহায়ক, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ২০,০০০ টাকা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র ‘সাব-প্রজেক্ট ম্যানেজার, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) ও অধ্যাপক, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের ড. অলোকেশ কুমার ঘোষ’ বরাবর সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চাকরি, বেতন নবম গ্রেডে

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১টি শূন্য পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৯ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

পদের নাম: সহকারী প্রোগ্রামার।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংক্রান্ত বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি।

বয়সসীমা: ৩২ বছর।

আবেদন ফি: ২২৩ টাকা।

বেতন: ২২,০০০–৫৩, ০৬০ টাকা (গ্রেড-৯)।

আবেদন পদ্ধতি: আগ্রহী যোগ্য প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত