Ajker Patrika

আড়াই হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের পরীক্ষা ১১ জুন

নিজস্ব প্রতিবেদক
আড়াই হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের পরীক্ষা ১১ জুন

ঢাকা: সিনিয়র স্টাফ নার্স নিয়োগের স্থগিত হওয়া লিখিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ জুন রাজধানীর ১৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ ১৫ হাজার ২২৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেবেন। এর আগে, দুইবার এই পরীক্ষা স্থগিত হয়।

লিখিত পরীক্ষা হবে দুই ঘণ্টার। ১১ জুন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত হলে একজন সিনিয়র স্টাফ নার্স জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী দশম গ্রেডে ১৬ হাজার টাকা মূল বেতন ও বিধি অনুযায়ী অন্যান্য ভাতা বা সুবিধা পাবেন।

গত বছরের ১ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ২ হাজার ৫০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ২৮ জানুয়ারি এই পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৮ ফেব্রুয়ারি এমসিকিউয়ের ফল প্রকাশ করে পিএসসি। এরপর গত ১০ এপ্রিল লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা হয়। তবে করোনোভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এ লিখিত পরীক্ষা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ৯ মে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। লকডাউনের কারণে সেটাও স্থগিত হয়ে যায়। এরপর তৃতীয় দফায় এ পরীক্ষার সূচি ঘোষিত হলো।

তিনটি ধাপে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের পরীক্ষা হয়। প্রার্থীদের প্রথমে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হয়। এক ঘণ্টার এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পান প্রার্থীরা। ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত