Ajker Patrika

বিভিন্ন পদে লোকবল নেবে আরটিভি

আপডেট : ০৭ মে ২০২২, ১৩: ৫৭
বিভিন্ন পদে লোকবল নেবে আরটিভি

সম্প্রতি বিভিন্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। আগ্রহীরা অনলাইনের পাশাপাশি ডাকযোগেও আবেদন করতে পারবেন।

পদের নাম: বিজনেস রিপোর্টার। 

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস।

অভিজ্ঞতা: ইলেকট্রনিক মিডিয়ায় দুই বছর অথবা প্রিন্ট মিডিয়ায় তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য: বাংলা ও ইংরেজি ভাষা শুদ্ধ উচ্চারণের দক্ষতা এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি লেখায় দ্রুত পারদর্শী হতে হবে।

পদের নাম: ট্রেইনি রিপোর্টার।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক পাস হলে অগ্রাধিকার।

অন্যান্য: কম্পিউটারে বাংলা ও ইংরেজি লেখায় দ্রুত পারদর্শী হতে হবে। দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, ক্রীড়া ও সাংস্কৃতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে আগ্রহ ও জ্ঞান থাকতে হবে।

পদের নাম: প্রোডাকশন এক্সিকিউটিভ, বার্তা।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অন্যান্য: বাংলা ও ইংরেজি বিষয়ে জ্ঞান থাকতে হবে। দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, ক্রীড়া ও সাংস্কৃতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে আগ্রহসহ সাধারণ জ্ঞান থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট ওয়ার্ড (বাংলা-ইংরেজি), এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: নিউজ প্রেজেন্টার।

বেতন: আলোচনা সাপেক্ষে।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস অথবা অধ্যয়নরত।

দক্ষতা: বাংলা ও ইংরেজি ভাষা শুদ্ধ উচ্চারণের দক্ষতা এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে। দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, ক্রীড়া ও সাংস্কৃতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে আগ্রহসহ সাধারণ জ্ঞান থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে জ্ঞান থাকেতে হবে। স্মার্ট ও গুড লুকিং হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: ডাকযোগে আবেদন পাঠানোর ঠিকানা—আরটিভি, বিএসইসি ভবন, লেভেল-৬, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ অথবা  ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়।

আবেদনের শেষ সময়: ১৫ মে, ২০২২

সূত্র: আরটিভি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

রাশিয়ার তেল চীনও কেনে, তবে ট্রাম্পের শুল্ক শুধু ভারতের ওপর কেন

ভারতের ওপর শুল্ক আরও ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করলেন ট্রাম্প

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত