Ajker Patrika

৫৩০ পদে যানবাহন অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

চাকরি ডেস্ক 
৫৩০ পদে যানবাহন অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

সরকারি যানবাহন অধিদপ্তরে ৫৩০ পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার (১৬ ফেব্রুয়ারি) অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রতিষ্ঠানটির ১৭ ধরনের শূন্য পদে মোট ৫৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, মেকানিক গ্রেড-বি, হিসাব সহকারী, ইনডেন্ট সহকারী ও লেজার সহকারী পদে মোট পরীক্ষার্থী ৫ হাজার ৮৪৮ জন। সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টাইম কিপার ও জব সহকারী পদে মোট পরীক্ষার্থী ২ হাজার ৯৯৩ জন। একই দিন ও একই সময়ে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্টোরম্যান ও অফিস সহায়ক পদে মোট পরীক্ষার্থী ২ হাজার ৪০২ জন। একই দিন ও একই সময়ে সেগুনবাগিচা হাইস্কুল কেন্দ্রে এ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ক্লিনার/হেলপার ও নিরাপত্তাপ্রহরী পদে মোট পরীক্ষার্থী ২ হাজার ৪৯২ জন। একই দিন বেলা ২টা ৩০ মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর স্পিডবোটচালক ও মেকানিক গ্রেড-ডি পদের মোট পরীক্ষার্থী ৬৬১ জন। এই পদের পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি বেলা ২টা ৩০ মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

অধিদপ্তরে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সংশ্লিষ্ট পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ ছাড়া নিয়োগ লাভের জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন ফৌজদারি অপরাধ এবং ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ বা যোগাযোগের চেষ্টা বা তদবির নিয়োগ লাভের অযোগ্যতা হিসেবেই শুধু বিবেচিত হবে বলে এতে সতর্ক করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ১৭ নভেম্বর ৫৩০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি যানবাহন অধিদপ্তর। এরপর ২০ নভেম্বর থেকে এ নিয়োগের আবেদন গ্রহণ শুরু হয়। শেষ হয়েছে ১৫ ডিসেম্বর। এ নিয়োগে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে যোগ্য প্রার্থীরা আবেদনের সুযোগ পেয়েছেন। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত