Ajker Patrika

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট-৬১

গাজী মিজানুর রহমান
প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট-৬১

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত আজকের পত্রিকার সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ আইসিটি বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট তুলে ধরা হলো।

১. কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট উভয় ডিভাইস হিসেবে কাজ করে?
    ক) স্ক্যানার    খ) স্পিকার
    গ) ক্যামেরা    ঘ) মনিটর

২. কম্পিউটারের অস্থায়ী মেমরি কোনটি?
    ক) র‍্যাম মেমরি
    খ) ড্রাম মেমরি
    গ) Volatile মেমরি
    ঘ) ক+গ উভয়ই

৩. কম্পিউটারের স্থায়ী মেমরি কোনটি?
    ক) ROM    খ) RAM
    গ) CPO    ঘ) CPU

৪. কম্পিউটারের স্মৃতি ধারণক্ষমতা প্রকাশের একক—
    ক) বিট    খ) বাইট
    গ) কিলোবাইট
    ঘ) মেগাবাইট

৫. নিচের কোনটি বাংলা লেখা সফটওয়্যার?
    ক) বিজয়    খ) সুলেখা
    গ) রূপসা    ঘ) চশমা

৬. বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় কত সালে?
    ক) ১৯৬৯ সালে
    খ) ১৯৯০ সালে
    গ) ১৯৯৬ সালে
    ঘ) ১৯৯৮ সালে

৭. ওয়াই-ফাইয়ের (Wi-Fi) পূর্ণরূপ কোনটি?
    ক) Wireless Field
    খ) WiMAX Fidelity
    গ) Wireless Fidelity
    ঘ) WiMAX Field

৮. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
    ক) অভ্যন্তরীণ প্রতিফলন
    খ) প্রতিসরণ            গ) বিচ্ছুরণ
    ঘ) পোলারায়ন

৯. নিচের কোনটি ভিন্ন?
    ক) ফেসবুক            খ) টুইটার
    গ) ইনস্টাগ্রাম            ঘ) উইকিপিডিয়া

১০. ই-মেইল ঠিকানায় @ বা (at sign)-টি প্রথম ব্যবহার করা হয় কত সালে?
    ক) ১৯৭১ সালে
    খ) ১৯৭০ সালে
    গ) ১৯৭২ সালে
    ঘ) ১৯৭৪ সালে

১১. বিশ্বের প্রথম কম্পিউটারের নাম—
    ক) ENIAC    খ) IBM
    গ) MICROSOFT
    ঘ) MACINTOSH

১২. কোনটি কম্পিউটারের গ্রহণ মুখ নয়?
    ক) কি বোর্ড    খ) মনিটর
    গ) বারকোড    ঘ) ওএমআর

১৩. ‘কম্পিউটার বাগ’ হলো—
    ক) হার্ডওয়্যার ও হার্ডওয়্যারের বহির্বিভাগের ভুল
    খ) সফটওয়্যার অন্তর্নিহিত ভুল
    গ) হার্ডওয়্যারের অন্তর্নিহিত ভুল
    ঘ) ওপরের কোনোটিই নয়

১৪. ‘স্ক্যানার’ হলো একটি—
    ক) আউটপুট
    খ) ইনপুট ডিভাইস
    গ) কো-অর্ডিনেটিং ডিভাইস
    ঘ) মিক্সড ডিভাইস

১৫. কম্পিউটারের পেরিফেরালস যুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলে—
    ক) হিটাসিংক
    খ) পাওয়ার সাপ্লাই
    গ) ইন্টারফেস            ঘ) স্টোরেজ

১৬. ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত?
    ক. IEEE ৮০২.১৫
    খ. IEEE ৮০২.১৪
    গ. IEEE ৮০২. ১৬
    ঘ. IEEE ৮০২. ১১

১৭. ‘Cc’ মানে কী?
    ক. Carom core
    খ. Core copy
    গ. Carbon copy
    ঘ. Copy crome

১৮. ই-মেইল পাঠানোর প্রটোকল কোনটি?
    ক. POP    খ. STMP
    গ. IMAP    ঘ. POP3

১৯. অপটিক্যাল ফাইবারের কয়টি অংশ থাকে?
    ক. ৩টি    খ. ৪টি
    গ. ৫টি    ঘ. ২টি

২০. অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কোনটি প্রবাহিত হয়?
    ক. বিদ্যুৎ শক্তি    খ. শব্দ শক্তি
    গ. আলোক শক্তি
    ঘ. কোনোটিই নয়

উত্তরমালা: ১. গ ২. ঘ ৩. ক ৪. খ ৫. ক ৬. গ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. গ ১১. ক ১২. খ ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. গ

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

  • প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট ০১-৬০ পর্যন্ত - এখানে ক্লিক করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কর্মী নেবে টেলিটক বাংলাদেশ লিমিটেড, আবেদন শেষ আজই

চাকরি ডেস্ক 
কর্মী নেবে টেলিটক বাংলাদেশ লিমিটেড, আবেদন শেষ আজই

টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৩ ক্যাটাগরির পদে চুক্তিভিত্তিক অসংখ্য জনবল নিয়োগ দেওয়া হবে। ২৬ অক্টোবর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২৮ অক্টোবর থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবদেন করতে পারবেন।

পদের নাম: সুপারভাইজার।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান পরীক্ষায় পাস। মোবাইল অপারেটর কল সেন্টারে সুপারভাইজার ক্যাটাগরির কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।

বয়সসীমা: ৩৫ বছর।

পারিশ্রমিক: ঘণ্টাপ্রতি ১৫০ টাকা। (সপ্তাহে সর্বোচ্চ ৪০ ঘণ্টার অধিক নয়)।

পদের নাম: আইটি এক্সিকিউটিভ।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস। কম্পিউটার ট্রাবল-শুটিং এবং নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও মেরামতসংশ্লিষ্ট ক্যাটাগরির কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।

পারিশ্রমিক: ঘণ্টাপ্রতি ১২৫ টাকা। (সপ্তাহে সর্বোচ্চ ৪০ ঘণ্টার অধিক নয়)।

পদের নাম: এজেন্ট।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস। মোবাইল অপারেটর কল সেন্টারে এজেন্ট হিসেবে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।

পারিশ্রমিক: ঘণ্টাপ্রতি ৭০ টাকা। (সপ্তাহে সর্বোচ্চ ৪০ ঘণ্টার অধিক নয়)।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সহকারী জজ নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৫০

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের সহকারী জজ পদে অনুষ্ঠিত প্রাথমিক পরীক্ষার (প্রিলিমিনারি) ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১ হাজার ৫০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

রোববার (২ নভেম্বর) রাতে কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) আশিকুল খবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে নিয়োগ বিষয়ক আদেশ অনুসারে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ন্যূনতম যোগ্যতা ৫০% নম্বর হওয়ায় প্রাথমিক পরীক্ষায় অংশগ্রহণকারীগণের মধ্যে ১ হাজার ৫০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ নম্বর পেয়েছেন।

একইসঙ্গে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ১৪৩তম সভার সিদ্ধান্তক্রমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য মর্মে এসব প্রার্থীরা বিবেচিত হয়েছেন। প্রাথমিক পরীক্ষার ফলাফলে কোনোরূপ ত্রুটি পরিলক্ষিত হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কমিশনের অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর উল্লেখ রয়েছে।

গত ১ নভেম্বর সহকারী জজ পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে, গত ১৮ আগস্ট সহকারী জজ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। এতে মোট ১০০টি শূন্য পদ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

অভিজ্ঞতা ছাড়াই প্ৰাণ গ্রুপে চাকরি, নিয়োগ ২ জেলায়

চাকরি ডেস্ক 
অভিজ্ঞতা ছাড়াই প্ৰাণ গ্রুপে চাকরি, নিয়োগ ২ জেলায়

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটির ইএইচএস বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, (ইএইচএস)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: ২২–৩০ বছর।

কর্মস্থল: হবিগঞ্জ ও নাটোর।

বেতন: আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ম্যানেজার পদে কর্মী নেবে ব্র্যাক ব্যাংক, কর্মস্থল ঢাকা

চাকরি ডেস্ক 
ম্যানেজার পদে কর্মী নেবে ব্র্যাক ব্যাংক, কর্মস্থল ঢাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে এসএমই লিয়াবিলিটি অ্যান্ড ক্যাম ম্যানেজমেন্ট ডিভিশন বিভাগে শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৩০ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, (এসএমই লিয়াবিলিটি অ্যান্ড ক্যাম ম্যানেজমেন্ট ডিভিশন)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমানের ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ০৪ থেকে ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: সর্বনিম্ন ২৫ বছর। উল্লেখ করা হয়নি।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত