Ajker Patrika

ঢাকায় মালয়েশিয়া হাইকমিশনে প্রশাসনিক সহকারী পদে নিয়োগ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকাস্থ মালয়েশিয়া হাইকমিশন ‘প্রশাসনিক সহকারী’ পদে দক্ষ ও যোগ্য প্রার্থী নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। এই পদে নির্বাচিত প্রার্থীকে হাইকমিশনের প্রশাসনিক, কনস্যুলার ও প্রোটোকল-সম্পর্কিত কাজে সহায়তা করতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা

নিয়োগপ্রাপ্ত কর্মীকে মাসিক ২৫,০০০ টাকা (আনুমানিক) বেতন দেওয়া হবে, যা মালয়েশিয়া থেকে বাংলাদেশি মুদ্রায় রূপান্তরের ভিত্তিতে নির্ধারিত হবে। নিয়ম অনুযায়ী বাৎসরিক ছুটি এবং অন্যান্য সুবিধাও প্রযোজ্য হবে।

আবেদনের যোগ্যতা ও দক্ষতা

প্রার্থীদের ক্ষেত্রে যেসব যোগ্যতা ও দক্ষতা চাওয়া হয়েছে তা হলো—

  • বয়স কমপক্ষে ১৮ বছর
  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হাই স্কুল ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি
  • ইংরেজি ভাষায় দক্ষতা
  • মাইক্রোসফট ও অফিস সফটওয়্যারে অভিজ্ঞতা
  • প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও সংগঠনতাত্ত্বিক সক্ষমতা
  • যোগাযোগ, দলীয় কাজ, মাল্টিটাস্কিং ও শৃঙ্খলা বজায় রাখার সামর্থ্য
  • কাস্টমার সার্ভিস ও মানবসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা
  • যেকোনো পরিস্থিতিতে নমনীয়ভাবে কাজ করার মানসিকতা
  • এছাড়া আন্তর্জাতিক ও স্থানীয় আইন, প্রটোকল এবং কূটনৈতিক শিষ্টাচার সম্পর্কে সচেতনতা থাকলে প্রার্থীর মূল্যায়নে তা বাড়তি সুবিধা দিতে পারে।

অভিজ্ঞতা

বাংলাদেশ সরকারের যেকোনো দপ্তরে কাজ বা প্রশিক্ষণের অভিজ্ঞতা এই পদের জন্য অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।

কর্মস্থল ও অন্যান্য দিক

কর্মস্থল হবে মালয়েশিয়া হাইকমিশন, বারিধারা, ঢাকা। চুক্তিভিত্তিকভাবে দুই বছর মেয়াদের জন্য নিয়োগ দেওয়া হবে, যা নবায়নের সুযোগসহ প্রযোজ্য হবে। কর্মঘণ্টা অনুসারে বাৎসরিক ছুটি ও অন্যান্য সুবিধা হাইকমিশনের নীতিমালা অনুযায়ী প্রয়োগ হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের ২২ জুন ২০২৫-এর মধ্যে ‘প্রশাসনিক অ্যাসিস্ট্যান্ট’ পদে আবেদন পাঠাতে হবে। আবেদন পাঠাতে হবে ইমেইলে: [email protected]

আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ সিভি, প্রাসঙ্গিক শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্র, এবং জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরই সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

বড়াইগ্রামের একটি গুদামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

মায়ের সঙ্গে ঝগড়ার জেরে বাবার হাতে খুন হলো নিষ্পাপ দুই শিশু

আবারও পুরান ঢাকায় প্রেমিকার বাসার সিঁড়িতে প্রেমিকের লাশ

ফুটবলে নব্বইয়ের দশকের উন্মাদনা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি: আসিফ মাহমুদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ