Ajker Patrika

মৌখিক পরীক্ষায় ৪০৯ চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৮ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৬: ২৪
মৌখিক পরীক্ষায় ৪০৯ চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৮ জুলাই

বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ৪০৯ জন চিকিৎসককে জুনিয়র কনসালট্যান্ট (অবেদন) পদে নিয়োগ দেওয়া হবে। শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে হবে এই নিয়োগ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

জুনিয়র কনসালট্যান্ট (অবেদন) সিনিয়র স্কেলের ক্যাডার পদ। বিধি অনুযায়ী কেবল পদোন্নতির মাধ্যমেই এই পদে যাওয়া যায়। কিন্তু সারা দেশে অ্যানেসথেটিস্ট (অবেদনবিদ) তীব্র সংকট রয়েছে। শুধু পদোন্নতির মাধ্যমে এই সংকট কাটানো যাচ্ছে না। এ জন্য বিসিএস নিয়োগ বিধিমালা-১৯৮১ সংশোধন করে অ্যানেসথেটিস্ট–সংকট কাটাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুয়ায়ী, জুনিয়র কনসালট্যান্ট পদে আবেদনের জন্য এমবিবিএস কিংবা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের স্বীকৃতিপ্রাপ্ত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বিএমডিসির নিবন্ধন থাকতে হবে। বয়স ৩১ জুলাই পর্যন্ত ৫০ বছরের বেশি হওয়া যাবে না।

আগ্রহী ব্যক্তিরা ১৮ থেকে ২৭ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ৭০০ টাকা। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ফি ১০০ টাকা। যথাযথভাবে আবেদনকারীদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার পাস নম্বর ৫০ নির্ধারণ করা হয়েছে।

অনেক গণমাধ্যমেই এই নিয়োগকে ৪৪তম বিশেষ বিসিএস বলে উল্লেখ করা হচ্ছে। কিন্তু এটা সঠিক নয় বলে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন। আজকের পত্রিকাকে তিনি বলেন, বিজ্ঞপ্তির কোথাও ৪৪তম বিসিএসের কথা উল্লেখ নেই। এরপরও যাঁরা এটাকে ৪৪তম বিসিএস বলছেন, তাঁরা ভুল করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত