Ajker Patrika

৪০তম বিসিএস: জটিলতা কেটেছে, নন-ক্যাডার নিয়োগ শিগগির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জুন ২০২৩, ২০: ১৭
৪০তম বিসিএস: জটিলতা কেটেছে, নন-ক্যাডার নিয়োগ শিগগির

বিসিএসের নন-ক্যাডারের নিয়োগ-সংক্রান্ত বিধি চূড়ান্ত অনুমোদন হয়েছে। এখন কিছু প্রশাসনিক প্রক্রিয়া শেষে গেজেট জারি করা হবে। এর ফলে আটকে থাকা ৪০তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগের জটিলতা কেটেছে। শিগগির এই বিসিএসের নন-ক্যাডার নিয়োগের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

আজ শুক্রবার নন-ক্যাডার নিয়োগ-সংক্রান্ত বিধি অনুমোদনের বিষয়টি জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ্উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নন-ক্যাডার নিয়োগ-সংক্রান্ত বিধি অনুমোদন দিয়েছেন। ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসেছে। আমরা দ্রুতই গেজেট প্রকাশ করব।’ 

কবে নাগাদ ৪০তম বিসিএসের নন-ক্যাডারের তালিকা প্রকাশ করা হবে—এমন প্রশ্নে নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘নন-ক্যাডারের তালিকা প্রকাশের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত গেজেট হাতে পেলেই তালিকা প্রকাশ করা হবে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহে নন-ক্যাডারের তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’

কতজনকে নন-ক্যাডারে সুপারিশ করা হবে—এমন প্রশ্নে তিনি বলেন, চার হাজারের বেশি পদের চাহিদা পাওয়া গেছে। তবে এ সংখ্যা কিছুটা বাড়তে পারে। 

পিএসসি থেকে জানা যায়, ৪০তম বিসিএসের নন-ক্যাডারের তালিকায় আছেন উত্তীর্ণ ৮ হাজার ১৬৬ জন চাকরিপ্রার্থী। কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বিধিসংক্রান্ত জটিলতায় নন-ক্যাডারদের নিয়োগের সুপারিশের তালিকা প্রকাশ করা হয়নি।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে গত বছরের ৩০ মার্চ এই বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। এরপর নেওয়া হয় নন-ক্যাডার পদে নিয়োগের আবেদন। কিন্তু বিধিসংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে আছে এ নিয়োগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত