Ajker Patrika

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট -২৯

গাজী মিজানুর রহমান
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১২: ০৭
প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট -২৯

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ সাধারণ জ্ঞান বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট তুলে ধরা হলো:

১. মধুপুরের বনাঞ্চলের প্রধান বৃক্ষ কী?

ক) সুন্দরী

খ) গেওয়া

গ) শাল

ঘ) কেওড়া

২. কোন গাছকে সূর্যকন্যা বলা হয়?

ক) জারুল

খ) তুলা

গ) চাপালিস

ঘ) গামার

৩. বাংলাদেশের কোন নদীকে ‘চিরযৌবনা নদী’ বলা হয়?

ক) হালদা

খ) যমুনা

গ) পদ্মা

ঘ) মেঘনা

৪. বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদীর নাম কী?

ক) বরাক নদী

খ) গঙ্গা

গ) হাড়িয়াভাঙ্গা

ঘ) যমুনা

৫. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?

ক) কুতুবদিয়া দ্বীপ

খ) মহেশখালী দ্বীপ

গ) ভোলা দ্বীপ

ঘ) হাতিয়া দ্বীপ

৬. উত্তরা গণভবন কোথায়?

ক) ঢাকা

খ) রাজশাহী

গ) দিনাজপুর

ঘ) নাটোর

৭. হলুদ বিহার কোথায় অবস্থিত?

ক) কুমিল্লা

খ) বগুড়া

গ) নওগাঁ

ঘ) ঢাকা

৮. বিখ্যাত বড়কাটরা মসজিদ কে নির্মাণ করেন?

ক) শাহ সুজা

খ) শায়েস্তা খান

গ) নুসরত শাহ

ঘ) আলাউদ্দিন হোসেন শাহ

৯. বাংলাদেশ শিল্পকলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৭৩ সালে

খ) ১৯৭৪ সালে

গ) ১৯৭৭ সালে

ঘ) ১৯৭৮ সালে

১০. ‘ঢাকা গেইট’ কে নির্মাণ করেন?

ক) তানজিম হাসান

খ) তানভীর কবির

গ) মীর জুমলা

ঘ) প্রমোদ রায়

১১. বারো আউলিয়ার দেশ বলা হয় কাকে?

ক) সিলেট

খ) রাজশাহী

গ) চট্টগ্রাম

ঘ) চাঁপাইনবাবগঞ্জ

১২. বাংলাদেশের প্রথম রামসার সাইট কোনটি?

ক) চট্টগ্রাম

খ) কক্সবাজার

গ) সিলেট

ঘ) সুন্দরবন

১৩. ‘চটকা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?

ক) রংপুর

খ) ময়মনসিংহ

গ) রাঙামাটি

ঘ) বান্দরবান

১৪. ‘মাটির নিচের শহর’ নামে খ্যাত কোনটি?

ক) ভারতের মালদহ

খ) উয়ারী-বটেশ্বর

গ) সিলেট

ঘ) ময়মনসিংহ

১৫. ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?

ক) সত্যজিৎ রায়

খ) তারেক মাসুদ

গ) আবদুল জব্বার খান

ঘ) হীরালাল সেন

১৬. জাতীয় আয় গণনায় বাংলাদেশের অর্থনীতিকে কতটি খাতে ভাগ করা হয়েছে?

ক) ৫টি

খ) ১০টি

গ) ১৫টি

ঘ) ২০টি

১৭. বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কোনটি?

ক) WTC

খ) FBCCI

গ) DSE

ঘ) EPB

১৮. বাংলাদেশের প্রথম প্রাইভেট ব্যাংক কোনটি?

ক) পূবালী ব্যাংক

খ) আরব-বাংলাদেশ ব্যাংক

গ) বাংলাদেশ ব্যাংক

ঘ) ডাচ্-বাংলা ব্যাংক

১৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন কবে?

ক) ১৯৫২ সালে

খ) ১৯৫৪ সালে

গ) ১৯৫৩ সালে

ঘ) ১৯৫৮ সালে

২০. ‘আমার দেখা নয়াচীন’ বইটির ইংরেজি ভাষার অনুবাদক কে?

ক) অধ্যাপক শামসুজ্জামান খান

খ) অধ্যাপক ড. ফকরুল আলম

গ) আবদুল গাফফার চৌধুরী

ঘ) ফিদেল কাস্ট্রো

উত্তর: ১. গ ২. খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. খ ১০. গ ১১. গ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. খ

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত