Ajker Patrika

ইস্টার্ন রিফাইনারিতে ১০ জনের চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৪: ৪৩
ইস্টার্ন রিফাইনারিতে ১০ জনের চাকরির সুযোগ

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ৪ পদে ১০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর জন্য আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। যে সব প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিয়ে করেছেন অথবা বিয়ে করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন সেসব প্রার্থী সরকারের লিখিত অনুমতি ব্যতীত আবেদন করতে পারবেন না।

পদের নাম: প্রবেশনারি ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
পদ সংখ্যা: ৩ 

পদের নাম: প্রবেশনারি ইঞ্জিনিয়ার (কেমিক্যাল) 
পদ সংখ্যা: ৩ 

পদের নাম: প্রবেশনারি ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) 
পদ সংখ্যা: ৩ 

পদের নাম: ম্যানেজমেন্ট প্রফেশনাল (কোয়ালিটি কন্ট্রোল) 
পদ সংখ্যা: ১ 
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২২ 

বেতন: ‘প্রবেশনারি ইঞ্জিনিয়ার’ এবং ‘ম্যানেজমেন্ট প্রফেশনাল’ হিসেবে নির্বাচিত প্রার্থীরা দুই বছর মেয়াদি বাস্তব কাজের প্রশিক্ষণে নিয়োজিত থাকবেন। প্রথম বছরের জন্য মাসিক বেতন ৫০,০০০ হাজার টাকা এবং দ্বিতীয় বছরের জন্য মাসিক ৫২,৫০০ টাকা হারে প্রশিক্ষণ ভাতা পাবেন। প্রশিক্ষণ শেষে ওই দুই পদের প্রার্থীদের কোম্পানির অনুমোদিত সাংগঠনিক কাঠামোতে ‘সহকারী ম্যানেজার’ (এম-৫ গ্রেড ও বেতন: ৩৫,৫০০-৬০, ৭৭০ টাকা) পদে স্থায়ী নিয়োগ দেওয়া হবে। 

বয়সসীমা: ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছর তাঁরা আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর পর্যন্ত আবেদন করা যাবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেটে লিপিবদ্ধ জন্ম তারিখ প্রকৃত বয়স হিসেবে গণ্য হবে। বয়স সংক্রান্ত কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন। তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে এ নিয়োগ সম্পন্ন করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে এসএমএসের মাধ্যমে ও ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ওয়েবসাইটে জানানো হবে। 

বি. দ্র. নিচের বিজ্ঞপ্তিতে পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও শর্তাবলি জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত