Ajker Patrika

ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরির সুযোগ

অনির্ধারিতসংখ্যক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রার্থীকে অধূমপায়ী, নন–অ্যালকোহলিক ও সব ধরনের প্রতিকূল আসক্তি মুক্ত হতে হবে। অবিবাহিত হওয়া আবশ্যক। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিসহ অন্য দেশের নাগরিকের আবেদন গ্রহণযোগ্য নয়। আগ্রহী ইংরেজিতে দক্ষ বাংলাদেশি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদ: ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার 

যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই এসএসসি ও এইচএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে। পাশাপাশি ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়ন বিষয়ে জিপিএ ৪ সহ উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫ থাকতে হবে। অথবা ‘ও’ লেভেলে পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়নসহ ন্যূনতম পাঁচ বিষয়ে গ্রেড-এ এবং ‘এ’ লেভেলে রসায়ন/পদার্থবিজ্ঞান ও গণিতসহ দুই বিষয়ে গ্রেড-বি থাকতে হবে। 

শারীরিক যোগ্যতা: প্রার্থীর উচ্চতা ১৬০ সেন্টিমিটার বা ৫ ফুট ৩ ইঞ্চি হতে হবে। ওজন হতে হবে বিএমআইয়ের উচ্চতার আনুপাতিক হারে। দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ সহ সঠিক রং চেনা বা বোঝার ক্ষমতা থাকতে হবে। 

বয়স: সর্বোচ্চ ২৪ বছর।

বেতন: নিয়োগপ্রাপ্তকে প্রাথমিক পর্যায়ে মাসিক ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে বেসিক লাইসেন্স পাওয়ার পর ১ লাখ ১০ হাজার এবং টাইপ রেটেড ইঞ্জিনিয়ার হওয়ার পর ২ লাখ টাকা মাসিক বেতন হিসেবে দেওয়া হবে।  

অন্যান্য সুযোগ–সুবিধা: নিয়োগপ্রাপ্তকে বেতনের পাশাপাশি বছরে দুটি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সম্পূর্ণ বিনা খরচে খাবারের ব্যবস্থা ও বিমানের টিকিটসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সব সুযোগ–সুবিধা দেওয়া হবে। 

আবেদনের প্রক্রিয়া: আইকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষা (ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে), অ্যাপ্টিটিউড পরীক্ষা, সাইকোমেট্রিক, স্বাস্থ্য পরীক্ষা, পার্সোনাল প্রোফাইলিং ও ম্যানেজমেন্ট ভাইভায় উত্তীর্ণ প্রার্থীদের ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে নির্বাচন করা হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৫ মে ২০২৪।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত