Ajker Patrika

জনবল নিয়োগ দেবে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি

চাকরি ডেস্ক
Thumbnail image

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি। বিজ্ঞপ্তি অনুসারে টাঙ্গাইল জেলা ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন না। এ ছাড়া অন্যান্য জেলার আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

পদের নাম: মিটার রিডার কাম মেসেঞ্জার

পদসংখ্যা: ৪৯টি

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: ১ বছর

যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রার্থীকে চারটি মৌলিক প্রক্রিয়া যেমন গাণিতিক যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে। হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে। প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র, ভালো ব্যক্তিত্ব সম্পন্ন, সুন্দর ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং পবিসের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। গ্রাহকের সঙ্গে কাজ করার মানসিকতা থাকা জরুরি প্রার্থীর জন্য। বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং নিজের বাইসাইকেল থাকতে হবে। নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় ১০ হাজার টাকা জমা দিতে হবে।

বেতন: পবিস বেতনকাঠামো-২০১৬ অনুযায়ী মাসিক মূল বেতন ১৪,৭০০ টাকা দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য ভাতা প্রদেয় হবে।

বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর। বয়সের প্রমাণ হিসেবে এসএসসি বা সমমানের সনদ বিবেচিত হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট প্রযোজ্য নয়।

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা (অফেরতযোগ্য)।

আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদনের সময় প্রার্থী নিজের রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ পিক্সেল) ও স্বাক্ষর ((দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের ছবি সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে। আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত