ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের প্রধান শহর ব্যাটন রগে। সম্প্রতি সেখানকার মিলিয়নিয়ার বাসিন্দা ম্যাট বিউবিস জরুরি ‘ফায়ার অ্যালার্ম’ শুনে তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু কোথাও কোনো অগ্নিকাণ্ড না দেখে ৪২ বছর বয়সী এই ধনী নাগরিক কাছাকাছি একটি কফিশপের দিকে এগিয়ে যান। সেখানেই ঘটে ব্যতিক্রম এক ঘটনা!
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই কফিশপের সামনেই স্থানীয় ৯ বছরের এক বালক ম্যাটকে একজন গৃহহীন মানুষ ভেবে বসে। ঘটনাটি ছিল এমন—একটি কফির অর্ডার দিয়ে শপের সামনেই দাঁড়িয়েছিলেন ম্যাট। আর এই ফাঁকে তিনি চোখ বন্ধ করে সকালের প্রার্থনাটুকু সেরে নিচ্ছিলেন।
এদিকে মধ্যবয়স্ক একজন মানুষকে এভাবে চোখ বুজে প্রার্থনারত অবস্থায় দেখে ক্যালভিন অ্যালিস জুনিয়র নামের সেই বালকটি তাঁর দিয়ে এগিয়ে যায়। শুধু তা-ই নয়, পকেট থেকে এক ডলারের একটি নোট বের করে এটি ম্যাটকে দিতে চায় সে।
ম্যাটের কাছে গিয়ে ক্যালভিন বলে, ‘এক্সকিউজ মি স্যার, আপনি কি একজন গৃহহীন? যদি তা হয়ে থাকেন, তবে এই নিন ডলার।’
এ বিষয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যমকে ক্যালভিন বলে, ‘আমার কাছে এর বেশি অর্থ ছিল না। ভেবেছিলাম, এক ডলার দিয়েই হয়তো ওই ব্যক্তি কিছু কিনে খেতে পারবেন।’
ক্যালভিন জানায়, স্কুলের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য ওই এক ডলার তার বাবা তাকে দিয়েছিলেন।
তবে এই ঘটনাটি ম্যাট নামের সেই ভদ্রলোককে চমকে দিয়েছে। ছোট্ট এক বালকের এমন মহানুভবতায় তিনি মুগ্ধ হয়েছেন। পরে তিনি ক্যালভিনকে নাশতা কিনে খাওয়ান। আর তার বাবাকে একটি কফি পান করান এবং দুজনকেই ধন্যবাদ দেন। শুধু তাই নয়, ক্যালভিনকে তিনি শহরের একটি খেলার সরঞ্জামের দোকানে নিয়ে যান। আর বলেন, ‘তোমাকে ৪০ সেকেন্ড সময় দেওয়া হলো—এর মধ্যে তুমি যা যা নিতে চাও, পছন্দ করো।’
এ বিষয়ে সিবিএস নিউজকে ম্যাট বিউবিস বলেন, ‘আপনি যদি কিছু দেন, তবে আপনি আসলে এর থেকে আরও বেশি কিছু ফিরে পাবেন। ছোটবেলায় আমি এটা বুঝতে পারিনি। যদি আমরা এটাকে চারপাশে ছড়িয়ে দিতে পারি, সবকিছু বদলে যাবে।’
স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে ক্যালভিন জানায়, ঘটনাটি দারুণ ছিল। তবে ডলার দেওয়ার বিপরীতে কোনো কিছু পাওয়ার আশা ছিল না তার। কাউকে সাহায্য করলে আনন্দ অনুভব হয় বলেও জানায় সে।
উল্লেখ্য, গত কয়েক বছরে লুইজিয়ানা অঙ্গরাজ্যে গৃহহীন মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। ধারণা করা হচ্ছে, ২০২১ সালে হারিকেন ইডার বিধ্বংসী প্রভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের প্রধান শহর ব্যাটন রগে। সম্প্রতি সেখানকার মিলিয়নিয়ার বাসিন্দা ম্যাট বিউবিস জরুরি ‘ফায়ার অ্যালার্ম’ শুনে তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু কোথাও কোনো অগ্নিকাণ্ড না দেখে ৪২ বছর বয়সী এই ধনী নাগরিক কাছাকাছি একটি কফিশপের দিকে এগিয়ে যান। সেখানেই ঘটে ব্যতিক্রম এক ঘটনা!
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই কফিশপের সামনেই স্থানীয় ৯ বছরের এক বালক ম্যাটকে একজন গৃহহীন মানুষ ভেবে বসে। ঘটনাটি ছিল এমন—একটি কফির অর্ডার দিয়ে শপের সামনেই দাঁড়িয়েছিলেন ম্যাট। আর এই ফাঁকে তিনি চোখ বন্ধ করে সকালের প্রার্থনাটুকু সেরে নিচ্ছিলেন।
এদিকে মধ্যবয়স্ক একজন মানুষকে এভাবে চোখ বুজে প্রার্থনারত অবস্থায় দেখে ক্যালভিন অ্যালিস জুনিয়র নামের সেই বালকটি তাঁর দিয়ে এগিয়ে যায়। শুধু তা-ই নয়, পকেট থেকে এক ডলারের একটি নোট বের করে এটি ম্যাটকে দিতে চায় সে।
ম্যাটের কাছে গিয়ে ক্যালভিন বলে, ‘এক্সকিউজ মি স্যার, আপনি কি একজন গৃহহীন? যদি তা হয়ে থাকেন, তবে এই নিন ডলার।’
এ বিষয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যমকে ক্যালভিন বলে, ‘আমার কাছে এর বেশি অর্থ ছিল না। ভেবেছিলাম, এক ডলার দিয়েই হয়তো ওই ব্যক্তি কিছু কিনে খেতে পারবেন।’
ক্যালভিন জানায়, স্কুলের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য ওই এক ডলার তার বাবা তাকে দিয়েছিলেন।
তবে এই ঘটনাটি ম্যাট নামের সেই ভদ্রলোককে চমকে দিয়েছে। ছোট্ট এক বালকের এমন মহানুভবতায় তিনি মুগ্ধ হয়েছেন। পরে তিনি ক্যালভিনকে নাশতা কিনে খাওয়ান। আর তার বাবাকে একটি কফি পান করান এবং দুজনকেই ধন্যবাদ দেন। শুধু তাই নয়, ক্যালভিনকে তিনি শহরের একটি খেলার সরঞ্জামের দোকানে নিয়ে যান। আর বলেন, ‘তোমাকে ৪০ সেকেন্ড সময় দেওয়া হলো—এর মধ্যে তুমি যা যা নিতে চাও, পছন্দ করো।’
এ বিষয়ে সিবিএস নিউজকে ম্যাট বিউবিস বলেন, ‘আপনি যদি কিছু দেন, তবে আপনি আসলে এর থেকে আরও বেশি কিছু ফিরে পাবেন। ছোটবেলায় আমি এটা বুঝতে পারিনি। যদি আমরা এটাকে চারপাশে ছড়িয়ে দিতে পারি, সবকিছু বদলে যাবে।’
স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে ক্যালভিন জানায়, ঘটনাটি দারুণ ছিল। তবে ডলার দেওয়ার বিপরীতে কোনো কিছু পাওয়ার আশা ছিল না তার। কাউকে সাহায্য করলে আনন্দ অনুভব হয় বলেও জানায় সে।
উল্লেখ্য, গত কয়েক বছরে লুইজিয়ানা অঙ্গরাজ্যে গৃহহীন মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। ধারণা করা হচ্ছে, ২০২১ সালে হারিকেন ইডার বিধ্বংসী প্রভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
৩ ঘণ্টা আগেসৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২-২৩ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয় মেয়াদে এটিই প্রথম সৌদি আরব সফর।
৩ ঘণ্টা আগেইসরায়েলি হামলায় যখন গাজায় প্রতিদিন পাখির মতো মানুষ মরছে, তখন এমন দাবি করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, শনিবার ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের হামলায় কমপক্ষে ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় দ্বিগুণ। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা কর
৪ ঘণ্টা আগে