অনলাইন ডেস্ক
বিজ্ঞাপনের পাশে বিভিন্ন ইহুদিবিদ্বেষী পোস্ট উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশ্লেষণের অভিযোগে একটি বামপন্থী অলাভজনক সংস্থার বিরুদ্ধে মামলা করেছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)। মামলার অভিযোগ, ‘মিডিয়া ম্যাটার্স ফর আমেরিকা’ নামের সংস্থাটি এক্সকে ‘ধ্বংস’ করার উদ্দেশ্যে ডেটা ‘হেরফের’ করেছে। খবর বিবিসির।
বিবিসি বলছে, সংস্থাটির একটি বিশ্লেষণ প্রকাশ পাওয়ার পর থেকে এক্সে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেছে অ্যাপল, ডিজনি, আইবিএম ও কমকাস্টের মতো কোম্পানি।
গত সপ্তাহে সংগঠনটি একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, এক্সে বিভিন্ন পোস্টের পাশে বিজ্ঞাপন দেখা গেছে, যেখানে নাৎসিবাদকে সমর্থন জানানো হয়েছে। উদাহরণ হিসেবে ধরা যায়, হিটলারের বিভিন্ন উদ্ধৃতি ও হলোকাস্টের মতো ঘটনা অস্বীকার করা। এ ছাড়া, গত সপ্তাহে স্বয়ং মাস্কের বিরুদ্ধেও প্ল্যাটফর্মে ইহুদিবিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে।
গতকাল সোমবার টেক্সাসের আদালতে জমা দেওয়া মামলার নথিতে বলা হয়েছে, মিডিয়া ম্যাটার্স জেনে বুঝে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এক্সের বিজ্ঞাপনদাতাদের বিভিন্ন ছবি দেখিয়েছে—যেখানে নব্য নাৎসি ও শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ সমর্থিত কনটেন্ট রয়েছে। আর সেসব বানোয়াট ছবিকে এক্স ব্যবহারকারীদের নিত্যনৈমিত্তিক চর্চা হিসেবে চিত্রায়িত করেছে সংগঠনটি। ছবিগুলো তৈরি করেছে মিডিয়া ম্যাটার্স নিজেই, যার মাধ্যমে তাঁরা প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞাপনদাতা সরানো ও এক্সকে ধ্বংস করার পরিকল্পনা করেছে।
মামলার নথিতে এক্স আরও বলেছে, কেবল মিডিয়া ম্যাটার্সের বেলাতেই কমকাস্ট, ওরাকল ও আইবিএমের বিজ্ঞাপনের পাশে ঘৃণামূলক কনটেন্ট দেখা গেছে। তবে, অন্য কোনো ব্যবহারকারীর ক্ষেত্রে এমন ঘটেনি।
সোমবার এক্সের সিইও লিন্ডা ইয়াকারিনো এক পোস্টে বলেন, ‘আমি এখানে সত্য জানাতে এসেছি। ব্যবহারকারীদের কেউই মিডিয়া ম্যাটার্সের কনটেন্টের পাশে আইবিএম, কমকাস্ট বা ওরাকলের বিজ্ঞাপন দেখেননি।’
মিডিয়া ম্যাটার্স অভিযোগ তোলার পর এক্স থেকে বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে ইউরোপীয় কমিশন, ওয়ার্নার ব্রাদার্স, ডিসকভারি, প্যারামাউন্ট ও লায়নসগেইটের মতো কোম্পানি।
মিডিয়া ম্যাটার্স ও যেসব কোম্পানি এক্সের বিরুদ্ধে জালিয়াতিমূলক কর্মকাণ্ড পরিচালনাকারীদের বিরুদ্ধে গত শনিবার ‘থার্মোনিউক্লিয়ার’ মামলার করার হুমকি দেন মাস্ক। এরপর মাস্ককে ‘বিরক্তির’ বলে আখ্যা দিয়েছিল মিডিয়া ম্যাটার্স।
ব্যবসা, ভোক্তা এবং আইনের শাসনের জন্য ক্ষতিকর বিষয়সহ নানা বিষয়ে থার্মোনিউক্লিয়ার মামলা করা হয়ে থাকে। এই আইন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে এর বিচারিক কার্যক্রম হয়। এই ধরনের মামলায় বিবাদীকে প্রায় ১০ মিলিয়ন বা ১ কোটি ডলার ক্ষতিপূরণ বা জরিমানা করা হয়ে থাকে।
মাস্কের হুমকির জবাবে মিডিয়া ম্যাটার্সের প্রেসিডেন্ট অ্যাঞ্জেলো কারুসোন বলেন, যেকোনো ধরনের মামলাতেই তাঁরা জিতবেন।
এক বিবৃতিতে কারুসোন বলেন, ‘নিজেকে বাক্-স্বাধীনতার ধারক হিসেবে দাবি করলেও মাস্ক এমন এক ‘বিরক্তিকর ব্যক্তি’, যিনি বিভিন্ন অভিযোগ দমানোর উদ্দেশ্যে ভিত্তিহীন মামলার হুমকি দেন।’
বিভিন্ন রক্ষণশীল বক্তা ও মিডিয়া আউটলেটের সমালোচনা করে পরিচিতি পায় ২০০৪ সালে প্রতিষ্ঠিত সংগঠন মিডিয়া ম্যাটার্স। সংস্থাটি নিজেকে এমন এক অলাভজনক ‘গবেষণা ও তথ্য কেন্দ্র’ হিসেবে পরিচয় দেয়, যারা মার্কিন গণমাধ্যমে রক্ষণশীলদের কাছ থেকে উঠে আসা ভুল তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে নজরদারি, বিশ্লেষণ ও সংশোধন করে থাকে।
গত বুধবার ইহুদি সম্প্রদায় শ্বেতাঙ্গ ব্যক্তিদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে—এমন এক পোস্টের জবাবে মাস্ক ‘প্রকৃত সত্য’ বলেন। এরপর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।
পরে নিজের ইহুদিবিরোধী হওয়ার অভিযোগটি নাকচ করে মাস্ক বলেন, তাঁর মন্তব্য ইহুদি ব্যক্তিদের জন্য নয়, বরং ‘এডিএল’-এর মতো ইহুদি সমর্থক সংগঠনগুলোর জন্য ছিল।
এদিকে সোমবার টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন বলেন, তিনি এক্সের বিরুদ্ধে মিডিয়া ম্যাটার্সের ‘সম্ভাব্য জাল অভিযোগ’ নিয়ে তদন্ত শুরু করেছেন। টেক্সাস অঙ্গরাজ্যটি রিপাবলিকান প্রধান।
অন্যদিকে একইদিন হোয়াইট হাউজ ঘোষণা দিয়েছে, এক্সের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিতি পাওয়া মেটার থ্রেড অ্যাপে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সেকেন্ড জেনটেলম্যান ডগলাস এমহফের জন্যেও থ্রেডস অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে।
বিজ্ঞাপনের পাশে বিভিন্ন ইহুদিবিদ্বেষী পোস্ট উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশ্লেষণের অভিযোগে একটি বামপন্থী অলাভজনক সংস্থার বিরুদ্ধে মামলা করেছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)। মামলার অভিযোগ, ‘মিডিয়া ম্যাটার্স ফর আমেরিকা’ নামের সংস্থাটি এক্সকে ‘ধ্বংস’ করার উদ্দেশ্যে ডেটা ‘হেরফের’ করেছে। খবর বিবিসির।
বিবিসি বলছে, সংস্থাটির একটি বিশ্লেষণ প্রকাশ পাওয়ার পর থেকে এক্সে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেছে অ্যাপল, ডিজনি, আইবিএম ও কমকাস্টের মতো কোম্পানি।
গত সপ্তাহে সংগঠনটি একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, এক্সে বিভিন্ন পোস্টের পাশে বিজ্ঞাপন দেখা গেছে, যেখানে নাৎসিবাদকে সমর্থন জানানো হয়েছে। উদাহরণ হিসেবে ধরা যায়, হিটলারের বিভিন্ন উদ্ধৃতি ও হলোকাস্টের মতো ঘটনা অস্বীকার করা। এ ছাড়া, গত সপ্তাহে স্বয়ং মাস্কের বিরুদ্ধেও প্ল্যাটফর্মে ইহুদিবিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে।
গতকাল সোমবার টেক্সাসের আদালতে জমা দেওয়া মামলার নথিতে বলা হয়েছে, মিডিয়া ম্যাটার্স জেনে বুঝে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এক্সের বিজ্ঞাপনদাতাদের বিভিন্ন ছবি দেখিয়েছে—যেখানে নব্য নাৎসি ও শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ সমর্থিত কনটেন্ট রয়েছে। আর সেসব বানোয়াট ছবিকে এক্স ব্যবহারকারীদের নিত্যনৈমিত্তিক চর্চা হিসেবে চিত্রায়িত করেছে সংগঠনটি। ছবিগুলো তৈরি করেছে মিডিয়া ম্যাটার্স নিজেই, যার মাধ্যমে তাঁরা প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞাপনদাতা সরানো ও এক্সকে ধ্বংস করার পরিকল্পনা করেছে।
মামলার নথিতে এক্স আরও বলেছে, কেবল মিডিয়া ম্যাটার্সের বেলাতেই কমকাস্ট, ওরাকল ও আইবিএমের বিজ্ঞাপনের পাশে ঘৃণামূলক কনটেন্ট দেখা গেছে। তবে, অন্য কোনো ব্যবহারকারীর ক্ষেত্রে এমন ঘটেনি।
সোমবার এক্সের সিইও লিন্ডা ইয়াকারিনো এক পোস্টে বলেন, ‘আমি এখানে সত্য জানাতে এসেছি। ব্যবহারকারীদের কেউই মিডিয়া ম্যাটার্সের কনটেন্টের পাশে আইবিএম, কমকাস্ট বা ওরাকলের বিজ্ঞাপন দেখেননি।’
মিডিয়া ম্যাটার্স অভিযোগ তোলার পর এক্স থেকে বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে ইউরোপীয় কমিশন, ওয়ার্নার ব্রাদার্স, ডিসকভারি, প্যারামাউন্ট ও লায়নসগেইটের মতো কোম্পানি।
মিডিয়া ম্যাটার্স ও যেসব কোম্পানি এক্সের বিরুদ্ধে জালিয়াতিমূলক কর্মকাণ্ড পরিচালনাকারীদের বিরুদ্ধে গত শনিবার ‘থার্মোনিউক্লিয়ার’ মামলার করার হুমকি দেন মাস্ক। এরপর মাস্ককে ‘বিরক্তির’ বলে আখ্যা দিয়েছিল মিডিয়া ম্যাটার্স।
ব্যবসা, ভোক্তা এবং আইনের শাসনের জন্য ক্ষতিকর বিষয়সহ নানা বিষয়ে থার্মোনিউক্লিয়ার মামলা করা হয়ে থাকে। এই আইন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে এর বিচারিক কার্যক্রম হয়। এই ধরনের মামলায় বিবাদীকে প্রায় ১০ মিলিয়ন বা ১ কোটি ডলার ক্ষতিপূরণ বা জরিমানা করা হয়ে থাকে।
মাস্কের হুমকির জবাবে মিডিয়া ম্যাটার্সের প্রেসিডেন্ট অ্যাঞ্জেলো কারুসোন বলেন, যেকোনো ধরনের মামলাতেই তাঁরা জিতবেন।
এক বিবৃতিতে কারুসোন বলেন, ‘নিজেকে বাক্-স্বাধীনতার ধারক হিসেবে দাবি করলেও মাস্ক এমন এক ‘বিরক্তিকর ব্যক্তি’, যিনি বিভিন্ন অভিযোগ দমানোর উদ্দেশ্যে ভিত্তিহীন মামলার হুমকি দেন।’
বিভিন্ন রক্ষণশীল বক্তা ও মিডিয়া আউটলেটের সমালোচনা করে পরিচিতি পায় ২০০৪ সালে প্রতিষ্ঠিত সংগঠন মিডিয়া ম্যাটার্স। সংস্থাটি নিজেকে এমন এক অলাভজনক ‘গবেষণা ও তথ্য কেন্দ্র’ হিসেবে পরিচয় দেয়, যারা মার্কিন গণমাধ্যমে রক্ষণশীলদের কাছ থেকে উঠে আসা ভুল তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে নজরদারি, বিশ্লেষণ ও সংশোধন করে থাকে।
গত বুধবার ইহুদি সম্প্রদায় শ্বেতাঙ্গ ব্যক্তিদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে—এমন এক পোস্টের জবাবে মাস্ক ‘প্রকৃত সত্য’ বলেন। এরপর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।
পরে নিজের ইহুদিবিরোধী হওয়ার অভিযোগটি নাকচ করে মাস্ক বলেন, তাঁর মন্তব্য ইহুদি ব্যক্তিদের জন্য নয়, বরং ‘এডিএল’-এর মতো ইহুদি সমর্থক সংগঠনগুলোর জন্য ছিল।
এদিকে সোমবার টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন বলেন, তিনি এক্সের বিরুদ্ধে মিডিয়া ম্যাটার্সের ‘সম্ভাব্য জাল অভিযোগ’ নিয়ে তদন্ত শুরু করেছেন। টেক্সাস অঙ্গরাজ্যটি রিপাবলিকান প্রধান।
অন্যদিকে একইদিন হোয়াইট হাউজ ঘোষণা দিয়েছে, এক্সের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিতি পাওয়া মেটার থ্রেড অ্যাপে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সেকেন্ড জেনটেলম্যান ডগলাস এমহফের জন্যেও থ্রেডস অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৮ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৮ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৯ ঘণ্টা আগে