ক্রমেই বাড়ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মামলার ব্যয়। চলতি বছরের প্রথম সাত মাসেই মামলার ব্যয় মেটাতে গিয়ে ট্রাম্পকে ব্যয় করতে হয়েছে প্রায় ৪০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৩৫ কোটি টাকারও বেশি। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্পের আইনি কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাসংক্রান্ত কমিটি সেভ আমেরিকা বাংলাদেশি মুদ্রায় ৪৩৫ কোটি টাকা খরচ করেছে কেবল আইনজীবীদের ফি দিতে।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলার পুরো অর্থ ট্রাম্পের নিজের পকেট থেকে যায়নি। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা এবং তহবিল সংগ্রহের জন্য গঠিত মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ইনকরপোরেশন ট্রাম্পকে মামলা চালানোর জন্য প্রায় ১ কোটি ২২ লাখ ডলার ফেরত দিয়েছে। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, রাজনৈতিক প্রচারণা এবং তহবিল সংগ্রহের জন্য এমন সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা পিএসি গঠন বৈধ।
এদিকে, ক্রমবর্ধমান হারে মামলার ব্যয় মেটাতে গিয়ে ট্রাম্পকে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে, তার ভার লাঘব করতে নতুন আইনি সহায়তা তহবিল খোলার পরিকল্পনা করেছেন ট্রাম্পের সহযোগীরা। এর মাধ্যমে তাঁরা ট্রাম্পের মামলায় ব্যয় মেটানোর জন্য সমর্থকদের কাছ থেকে চাঁদা তুলতে পারবেন। এই গ্রুপ পরিচালনা করবেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা সুসি ওয়াইলস ও মাইকেল গ্লাসনার।
এদিকে সাবেক এই প্রেসিডেন্ট নিউইয়র্ক ও ফ্লোরিডায় একাধিক মামলায় অভিযুক্ত হয়েছেন। এর মধ্যে যেমন ফৌজদারি মামলা রয়েছে, তেমনি রয়েছে ফেডারেল মামলাও। আগামী মার্কিন নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন লাভের ক্ষেত্রে সবার আগে রয়েছেন। তবে বিশ্লেষকদের আশঙ্কা, ট্রাম্পের বিরুদ্ধে থাকা ফেডারেল অভিযোগ এবং ফৌজদারি মামলাগুলোর রায় হয়ে গেলে হয়তো ট্রাম্প নির্বাচনের ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়বেন।
ক্রমেই বাড়ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মামলার ব্যয়। চলতি বছরের প্রথম সাত মাসেই মামলার ব্যয় মেটাতে গিয়ে ট্রাম্পকে ব্যয় করতে হয়েছে প্রায় ৪০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৩৫ কোটি টাকারও বেশি। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্পের আইনি কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাসংক্রান্ত কমিটি সেভ আমেরিকা বাংলাদেশি মুদ্রায় ৪৩৫ কোটি টাকা খরচ করেছে কেবল আইনজীবীদের ফি দিতে।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলার পুরো অর্থ ট্রাম্পের নিজের পকেট থেকে যায়নি। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা এবং তহবিল সংগ্রহের জন্য গঠিত মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ইনকরপোরেশন ট্রাম্পকে মামলা চালানোর জন্য প্রায় ১ কোটি ২২ লাখ ডলার ফেরত দিয়েছে। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, রাজনৈতিক প্রচারণা এবং তহবিল সংগ্রহের জন্য এমন সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা পিএসি গঠন বৈধ।
এদিকে, ক্রমবর্ধমান হারে মামলার ব্যয় মেটাতে গিয়ে ট্রাম্পকে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে, তার ভার লাঘব করতে নতুন আইনি সহায়তা তহবিল খোলার পরিকল্পনা করেছেন ট্রাম্পের সহযোগীরা। এর মাধ্যমে তাঁরা ট্রাম্পের মামলায় ব্যয় মেটানোর জন্য সমর্থকদের কাছ থেকে চাঁদা তুলতে পারবেন। এই গ্রুপ পরিচালনা করবেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা সুসি ওয়াইলস ও মাইকেল গ্লাসনার।
এদিকে সাবেক এই প্রেসিডেন্ট নিউইয়র্ক ও ফ্লোরিডায় একাধিক মামলায় অভিযুক্ত হয়েছেন। এর মধ্যে যেমন ফৌজদারি মামলা রয়েছে, তেমনি রয়েছে ফেডারেল মামলাও। আগামী মার্কিন নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন লাভের ক্ষেত্রে সবার আগে রয়েছেন। তবে বিশ্লেষকদের আশঙ্কা, ট্রাম্পের বিরুদ্ধে থাকা ফেডারেল অভিযোগ এবং ফৌজদারি মামলাগুলোর রায় হয়ে গেলে হয়তো ট্রাম্প নির্বাচনের ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়বেন।
চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০ এখন পাকিস্তান সেনাবাহিনীর হাতে। এক সপ্তাহ ধরে পাকিস্তানি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, পাকিস্তান আর্মি এভিয়েশন কর্পস এই হেলিকপ্টারগুলো মাঠপর্যায়ে ব্যবহার শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন...
৫ ঘণ্টা আগেপাকিস্তান সেনাবাহিনীর বিমান ইউনিটে চীনের তৈরি আধুনিক জেট-১০ অ্যাটাক হেলিকপ্টার আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। আজ শনিবার মুলতান গ্যারিসনে সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সাইয়েদ আসিম মুনির এই হেলিকপ্টারগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৬ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে ভারত। এই বিষয়ে ভারত সরকারের সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন। একজন কর্মকর্তা বলেছেন, ‘এগুলো দীর্ঘমেয়াদি তেল চুক্তি। রাশিয়া থেকে রাতারাতি তেল কেনা বন্ধ করা এত সহজ নয়।’
৮ ঘণ্টা আগে১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ব্রিটিশ পণ্য বর্জন করে স্বদেশি পণ্য ব্যবহারের ডাক দিয়েছিল ভারতীয়রা। এই ঘটনার প্রায় ১২০ বছর পর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেন আবার এক স্বদেশি আন্দোলনের ডাক দিলেন! তবে এবার বিদেশি পণ্য বর্জন নয়, স্বদেশি পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
৯ ঘণ্টা আগে