চীন থেকে আসা পর্যটকদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে যুক্তরাষ্ট্র। চীনে নতুন করে করোনা সংক্রমণ ভয়াবহভাবে বেড়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে ইতালি, জাপান, মালয়েশিয়া, তাইওয়ান এবং ভারতও কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তবে যুক্তরাজ্য সরকার বলেছে, ভ্রমণকারীদের জন্য করোনা পরীক্ষা বা সীমান্ত অতিক্রমের সময় কোনো বিধিনিষেধ পুনরায় চালু করার কোনো পরিকল্পনা নেই। অস্ট্রেলিয়াও বলেছে, তারা ভ্রমণকারীদের জন্য আপাতত কোনো বিধিনিষেধ আরোপ করবে না।
এদিকে প্রায় তিন বছর কঠোর নিষেধাজ্ঞার পর চীন জানিয়েছে, আগামী বছরের ৪ জানুয়ারি থেকে দেশটি পর্যটকদের জন্য ভ্রমণ আরও সহজ করবে। গত মঙ্গলবার চীন ঘোষণা করেছে, দেশটিতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হবে। যদিও চীনে প্রতিদিনই করোনার সংক্রমণ বাড়ছে। তবে বেইজিং অভিযোগ করে বলেছে, কিছু দেশ ও গণমাধ্যম বিষয়টিকে অতিরঞ্জিত করে প্রকাশ করছে।
যুক্তরাষ্ট্র বলেছে, আগামী ৫ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চীন, হংকং ও ম্যাকাওয়ের ভ্রমণকারীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, উড়োজাহাজে ওঠার সর্বোচ্চ দুই দিন আগে যাত্রীদের করোনা পরীক্ষা করতে হবে। যাঁরা ১০ দিনের বেশি আগে করোনা পরীক্ষায় ইতিবাচক ফল পেয়েছেন, তাঁদের পুনরায় করোনা পরীক্ষা করে নেতিবাচক ফল না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, দেশটি করোনার তথ্য সরবরাহে স্বচ্ছতা দেখাতে ব্যর্থ হয়েছে। করোনা সংক্রমণের বৃদ্ধি ঠেকাতে কার্যকরভাবে পরীক্ষা করা গুরুত্বপূর্ণ, কিন্তু চীন সেই কাজ করেনি।
চীন সম্প্রতি করোনা সংক্রমণের তথ্য প্রকাশ করা বন্ধ করে দিয়েছে। ফলে দেশটিতে প্রতিদিন কতজন আক্রান্ত হচ্ছে এবং কতজন মারা যাচ্ছে, তা সঠিকভাবে জানা সম্ভব হচ্ছে না।
এদিকে যুক্তরাষ্ট্র ছাড়া আরও কয়েকটি দেশ চীনা ভ্রমণকারীদের ওপর করোনা পরীক্ষার বিধিনিষেধ আরোপ করেছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ‘আগামীকাল শুক্রবার থেকে জাপানে আসা চীনা ভ্রমণকারীদের করোনা পরীক্ষা করা হবে। এ ছাড়া গত সাত দিনের মধ্যে যাঁরা চীন ভ্রমণ করেছেন, তাঁদেরও করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় যাঁদের ফল পজিটিভ আসবে, তাঁদের সাত দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। আর যাঁদের উপসর্গ থাকবে, তাঁদের পাঁচ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। চীন থেকে যাওয়া-আসা ফ্লাইটও সীমিত করবে বলে জানিয়েছে জাপান।
ভারত বলেছে, চীন থেকে যেসব ভ্রমণকারী ভারতে আসবেন, তাঁদের অবশ্যই করোনা পরীক্ষার নেগেটিভ ফল নিয়ে আসতে হবে। ভ্রমণকারীদের পরীক্ষার ফল পজিটিভ হলে বা করোনার উপসর্গ থাকলে তাঁদের কোয়ারেন্টিনে থাকতে হবে।
তাইওয়ান জানিয়েছে, ১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত যাঁরা চীন থেকে তাইওয়ানে আসবেন, তাঁদের করোনা পরীক্ষা করতে হবে। এ ছাড়া বেলজিয়ামে ভ্রমণের ক্ষেত্রেও করোনা পরীক্ষা করতে হবে বলে জানিয়েছেন দেশটির পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত ব্রুজের মেয়র।
চীন থেকে আসা পর্যটকদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে যুক্তরাষ্ট্র। চীনে নতুন করে করোনা সংক্রমণ ভয়াবহভাবে বেড়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে ইতালি, জাপান, মালয়েশিয়া, তাইওয়ান এবং ভারতও কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তবে যুক্তরাজ্য সরকার বলেছে, ভ্রমণকারীদের জন্য করোনা পরীক্ষা বা সীমান্ত অতিক্রমের সময় কোনো বিধিনিষেধ পুনরায় চালু করার কোনো পরিকল্পনা নেই। অস্ট্রেলিয়াও বলেছে, তারা ভ্রমণকারীদের জন্য আপাতত কোনো বিধিনিষেধ আরোপ করবে না।
এদিকে প্রায় তিন বছর কঠোর নিষেধাজ্ঞার পর চীন জানিয়েছে, আগামী বছরের ৪ জানুয়ারি থেকে দেশটি পর্যটকদের জন্য ভ্রমণ আরও সহজ করবে। গত মঙ্গলবার চীন ঘোষণা করেছে, দেশটিতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হবে। যদিও চীনে প্রতিদিনই করোনার সংক্রমণ বাড়ছে। তবে বেইজিং অভিযোগ করে বলেছে, কিছু দেশ ও গণমাধ্যম বিষয়টিকে অতিরঞ্জিত করে প্রকাশ করছে।
যুক্তরাষ্ট্র বলেছে, আগামী ৫ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চীন, হংকং ও ম্যাকাওয়ের ভ্রমণকারীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, উড়োজাহাজে ওঠার সর্বোচ্চ দুই দিন আগে যাত্রীদের করোনা পরীক্ষা করতে হবে। যাঁরা ১০ দিনের বেশি আগে করোনা পরীক্ষায় ইতিবাচক ফল পেয়েছেন, তাঁদের পুনরায় করোনা পরীক্ষা করে নেতিবাচক ফল না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, দেশটি করোনার তথ্য সরবরাহে স্বচ্ছতা দেখাতে ব্যর্থ হয়েছে। করোনা সংক্রমণের বৃদ্ধি ঠেকাতে কার্যকরভাবে পরীক্ষা করা গুরুত্বপূর্ণ, কিন্তু চীন সেই কাজ করেনি।
চীন সম্প্রতি করোনা সংক্রমণের তথ্য প্রকাশ করা বন্ধ করে দিয়েছে। ফলে দেশটিতে প্রতিদিন কতজন আক্রান্ত হচ্ছে এবং কতজন মারা যাচ্ছে, তা সঠিকভাবে জানা সম্ভব হচ্ছে না।
এদিকে যুক্তরাষ্ট্র ছাড়া আরও কয়েকটি দেশ চীনা ভ্রমণকারীদের ওপর করোনা পরীক্ষার বিধিনিষেধ আরোপ করেছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ‘আগামীকাল শুক্রবার থেকে জাপানে আসা চীনা ভ্রমণকারীদের করোনা পরীক্ষা করা হবে। এ ছাড়া গত সাত দিনের মধ্যে যাঁরা চীন ভ্রমণ করেছেন, তাঁদেরও করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় যাঁদের ফল পজিটিভ আসবে, তাঁদের সাত দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। আর যাঁদের উপসর্গ থাকবে, তাঁদের পাঁচ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। চীন থেকে যাওয়া-আসা ফ্লাইটও সীমিত করবে বলে জানিয়েছে জাপান।
ভারত বলেছে, চীন থেকে যেসব ভ্রমণকারী ভারতে আসবেন, তাঁদের অবশ্যই করোনা পরীক্ষার নেগেটিভ ফল নিয়ে আসতে হবে। ভ্রমণকারীদের পরীক্ষার ফল পজিটিভ হলে বা করোনার উপসর্গ থাকলে তাঁদের কোয়ারেন্টিনে থাকতে হবে।
তাইওয়ান জানিয়েছে, ১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত যাঁরা চীন থেকে তাইওয়ানে আসবেন, তাঁদের করোনা পরীক্ষা করতে হবে। এ ছাড়া বেলজিয়ামে ভ্রমণের ক্ষেত্রেও করোনা পরীক্ষা করতে হবে বলে জানিয়েছেন দেশটির পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত ব্রুজের মেয়র।
ভারত আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গভীর রাতে সংবাদ সম্মেলন আয়োজন করে এই দাবি করেন তারার। তবে তিনি তাঁর দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি। কেবল গোয়েন্দা তথ্যের কথা বলেছেন।
১৮ মিনিট আগেভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪৩ মিনিট আগেকাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
১০ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
১১ ঘণ্টা আগে