Ajker Patrika

যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল সেতু, কয়েকজন নিখোঁজ 

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৫: ৩৬
যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল সেতু, কয়েকজন নিখোঁজ 

পণ্যবাহী একটি জাহাজের ধাক্কায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের প্রধান এক সেতু ভেঙে গেছে। আজ মঙ্গলবার ভোরে শ্রীলঙ্কায় যাওয়ার পথে সিঙ্গাপুরের মালিকানাধীন ৩০০ মিটার দীর্ঘ এই জাহাজ সেতুতে ধাক্কা দেয়। সেতু ভেঙে বেশ কয়েকটি গাড়ি নদীতে পড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে, পণ্যবাহী জাহাজ ডালি স্থানীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটের দিকে পোর্ট ব্রিজ বন্দর থেকে ছেড়ে আসে। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুসারে, এটি ফ্রান্সিস স্কট কী ব্রিজের দিকে যাচ্ছিল তবে ৪৫ মিনিট পরে সেতুর জায়গায় স্থির হয়ে যায়।

বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র বলেছেন, এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হতে পারে।

ফায়ার ডিপার্টমেন্ট বলছে, বেশ কয়েকটি গাড়ি এবং অন্তত সাতজন পানিতে পড়ে গেছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। এয়ার ট্রাফিক রাডারে পুলিশের হেলিকপ্টার বারবার ওই এলাকা টহল দিতে দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত