যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের টেস্কারকানা শহরে বৃষ্টির সময় আকাশ থেকে মাছ পড়তে দেখা গেছে। গত বুধবারের ওই বৃষ্টিতে শহরটির মানুষ চমকে গিয়েছেন তো বটেই, অনেকে ভয়ও পেয়েছেন প্রকৃতির আজব খেয়াল দেখে। শুধু মাছই নয়, ওই বৃষ্টিতে ছিল ব্যাঙ, কাঁকড়াও। তবে মাছের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
টেস্কারকানা শহরের বহু বাসিন্দা মাছ ও ব্যাঙের বৃষ্টির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। টেস্কারকানা শহরের অফিশিয়াল ফেসবুক পেজেও আজব বৃষ্টির ছবি দিয়ে পোস্ট করা হয়। সঙ্গে লেখা হয়, ২০২১-এ এটাই বাকি ছিল। টেস্কারকানায় আজ মাছবৃষ্টি হল। ভাববেন না যে এটা কোনো কৌতুক।
ওই পোস্টে আরও লেখা হয়, তখনই এমন প্রাণিবৃষ্টি হয়ে থাকে, ঝড়ের সময় জলস্তম্ভ তৈরি হওয়ায় কোনোভাবে ব্যাঙ, কাঁকড়া ও ছোট মাছ ভূপৃষ্ঠের ওপরে উঠে যায়। তারপর বৃষ্টির মতো করেই মাটিতে পড়তে শুরু করে।
টেস্কারকানার অফিশিয়াল ফেসবুক পেজে আরও লেখা হয়, বিষয়টি কম ঘটলেও আজ তা-ই হয়েছে। টেস্কারকানার বিভিন্ন জায়গায় এদিন প্রাণিবৃষ্টিপাত দেখা গিয়েছে। অতএব, সবার ভালোর জন্য বলা হচ্ছে, বিষটিকে নিয়ে হল্লা না করে চুপচাপ ২০২২-এর দিকে এগিয়ে যান আপনারা।
টেস্কারকানার মাছবৃষ্টি নিয়ে মার্কিন পরিবেশবিদেরা চিন্তিত হলেও অনেকে আবার মজা পেয়েছেন। তাঁরা টেস্কারকানার অফিশিয়াল পেজের পোস্টের তলায় মজা করে নানা রকম কমেন্টও করেছেন। একজন লিখেছেন, আমার ইচ্ছে মাঝে মাঝে টাকার বৃষ্টি হোক। এমনটা হতে পারে না?
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের টেস্কারকানা শহরে বৃষ্টির সময় আকাশ থেকে মাছ পড়তে দেখা গেছে। গত বুধবারের ওই বৃষ্টিতে শহরটির মানুষ চমকে গিয়েছেন তো বটেই, অনেকে ভয়ও পেয়েছেন প্রকৃতির আজব খেয়াল দেখে। শুধু মাছই নয়, ওই বৃষ্টিতে ছিল ব্যাঙ, কাঁকড়াও। তবে মাছের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
টেস্কারকানা শহরের বহু বাসিন্দা মাছ ও ব্যাঙের বৃষ্টির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। টেস্কারকানা শহরের অফিশিয়াল ফেসবুক পেজেও আজব বৃষ্টির ছবি দিয়ে পোস্ট করা হয়। সঙ্গে লেখা হয়, ২০২১-এ এটাই বাকি ছিল। টেস্কারকানায় আজ মাছবৃষ্টি হল। ভাববেন না যে এটা কোনো কৌতুক।
ওই পোস্টে আরও লেখা হয়, তখনই এমন প্রাণিবৃষ্টি হয়ে থাকে, ঝড়ের সময় জলস্তম্ভ তৈরি হওয়ায় কোনোভাবে ব্যাঙ, কাঁকড়া ও ছোট মাছ ভূপৃষ্ঠের ওপরে উঠে যায়। তারপর বৃষ্টির মতো করেই মাটিতে পড়তে শুরু করে।
টেস্কারকানার অফিশিয়াল ফেসবুক পেজে আরও লেখা হয়, বিষয়টি কম ঘটলেও আজ তা-ই হয়েছে। টেস্কারকানার বিভিন্ন জায়গায় এদিন প্রাণিবৃষ্টিপাত দেখা গিয়েছে। অতএব, সবার ভালোর জন্য বলা হচ্ছে, বিষটিকে নিয়ে হল্লা না করে চুপচাপ ২০২২-এর দিকে এগিয়ে যান আপনারা।
টেস্কারকানার মাছবৃষ্টি নিয়ে মার্কিন পরিবেশবিদেরা চিন্তিত হলেও অনেকে আবার মজা পেয়েছেন। তাঁরা টেস্কারকানার অফিশিয়াল পেজের পোস্টের তলায় মজা করে নানা রকম কমেন্টও করেছেন। একজন লিখেছেন, আমার ইচ্ছে মাঝে মাঝে টাকার বৃষ্টি হোক। এমনটা হতে পারে না?
রাজনাথ সিং বলেন, ‘অপারেশন সিঁদুরের সময় যা ঘটেছিল, তা ছিল ট্রেলার। পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি এখন ভারতের ব্রহ্মসের আওতায়।’ প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের মধ্যে ছিল একটি কঠোর বার্তা—ভারতের সামরিক প্রতিক্রিয়া কেবল সীমান্তে প্রতিরক্ষামূলক নয়, বরং প্রয়োজনে আক্রমণাত্মক এবং সুনির্দিষ্টও হতে পারে।
২১ মিনিট আগেভারতের পার্লামেন্ট ভবন থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দিল্লির বিডি মার্গে অবস্থিত ব্রহ্মপুত্র নামের এই অ্যাপার্টমেন্টটি সংসদ সদস্যদের জন্য বরাদ্দ সরকারি বাসভবনগুলোর মধ্যে অন্যতম।
১ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে ধনী শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ২০২৫ অর্থবছরে বিশ্ববিদ্যালয়টির তহবিল প্রায় ৪০০ কোটি ডলার বেড়ে ৫৬ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের গবেষণা তহবিল কমানোর চাপের মধ্যেও বিপুল পরিমাণ বিনিয়োগ রিটার্ন এই
১ ঘণ্টা আগেসুইসাইড নোটে তিনি লেখেন, ‘২০১৬ সাল থেকে পানি সরবরাহ কর্মী হিসেবে কাজ করছি। পঞ্চায়েত উন্নয়ন কর্মকর্তা (পিডিও) ও গ্রাম পঞ্চায়েত সভাপতি—দুজনকেই আমার ২৭ মাসের বকেয়া বেতন পরিশোধের অনুরোধ জানিয়েছি। কিন্তু তাঁরা কোনো গুরুত্ব দেননি। এমনকি জেলা পঞ্চায়েতের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছেও গিয়েছিলাম।
৪ ঘণ্টা আগে