আজকের পত্রিকা ডেস্ক
ইরানে ব্যাপক ইসরায়েলি হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক চুক্তির সম্ভাবনা বেড়েছে বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান নিয়ে কৌশলগত বৈঠকের জন্য ‘সিচুয়েশন রুমে’ যাওয়ার কয়েক মিনিট আগে তিনি মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এ কথা বলেন।
ইসরায়েল ইরানের সামরিক নেতৃত্বের বেশ কয়েকজনকে হত্যা করেছে। দেশটির শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদেরও হত্যার লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া, ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক স্থাপনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাইটগুলোতে সক্রিয়ভাবে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।
ইরানের কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, তারা এই হামলার জন্য ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও দায়ী করেন। যুক্তরাষ্ট্র সম্ভাব্য ইরানি প্রতিশোধমূলক হামলার বিরুদ্ধে নিজেদের রক্ষার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ আগামীকাল রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে পরিকল্পিত ষষ্ঠ দফার পারমাণবিক আলোচনায় বসতে চান। তবে ইরান জানিয়েছে, তারা অংশ নেবে না।
ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে, ট্রাম্প তা ব্যবহার করে ইরানকে আলোচনা টেবিলে ফিরিয়ে আনতে চান। তাঁর মতে, এখন ইরান দুর্বল অবস্থানে আছে। তবে সামগ্রিকভাবে পারমাণবিক কূটনীতির জন্য পরিস্থিতি অনুকূল দেখাচ্ছে না।
ইসরায়েলের হামলা পারমাণবিক কূটনীতিকে ঝুঁকির মুখে ফেলেছে কিনা জানতে চাইলে ট্রাম্প অ্যাক্সিওসকে বলেন, ‘আমি তা মনে করি না। হয়তো উল্টোটা। হয়তো এখন তারা গুরুত্ব সহকারে আলোচনা করবে।’ ট্রাম্প আরও বলেন, ‘আমি ইরানকে ৬০ দিন সময় দিয়েছিলাম, আজ ৬১ তম দিন। তাদের একটি চুক্তি করা উচিত ছিল।’
ট্রাম্প যুক্তি দেন, ইসরায়েলের পঙ্গুকারী হামলার পর ইরানের এখন চুক্তি করার জন্য আরও জোরালো উৎসাহ আছে। তিনি বলেন, ‘আমি তাদের ৬০ দিনের মধ্যে একটি চুক্তিতে আনতে পারিনি। তারা কাছাকাছি ছিল, তাদের করা উচিত ছিল। হয়তো এখন তা হবে।’ ট্রাম্প বলেন, ‘গতকাল একটি বড় দিন ছিল’ এবং ইসরায়েল হামলায় ‘দুর্দান্ত সব আমেরিকান সরঞ্জাম।’
এদিকে, হামলা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ইসরায়েলকে সতর্ক করেছিলেন যেন চুক্তির সম্ভাবনা ‘ভেঙে’ যায়, এমন কিছু ইসরায়েল না করে। গত রাত থেকে ইসরায়েলি কর্মকর্তারা এই খবর ছড়িয়ে দিচ্ছেন যে, ট্রাম্প পুরোপুরি রাজি ছিলেন। আর কেবল ‘ধোঁয়াশা’ হিসেবে জনসমক্ষে হামলার বিরোধিতা করেছিলেন, যাতে সাফল্যের সম্ভাবনা বাড়ে।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার অ্যাক্সিওসের সঙ্গে ফোনালাপে বিষয়টি অস্বীকার করেন। তিনি জোর দিয়ে বলেন, পারমাণবিক আলোচনা চলমান থাকাকালে ট্রাম্প চাননি ইসরায়েল ইরান আক্রমণ করুক।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা হামলার আগে প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে ইসরায়েলিদের এটি বলেছিলাম।’ তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ করার বা ইসরায়েলি অভিযানে যোগ দেওয়ার পরিকল্পনা করছে না।’
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করতে ইসরায়েলকে ফোরদোতে একটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে হবে, যা একটি পাহাড়ের ভেতরে তৈরি করা হয়েছে। এই স্থাপনা ধ্বংস করার জন্য ইসরায়েলের কাছে বড় বাঙ্কার বাস্টার নেই। তাই ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, তারা আশা করছেন—যুক্তরাষ্ট্র ফোরদো ধ্বংসের অভিযানে যোগ দেবে।
ইরানে ব্যাপক ইসরায়েলি হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক চুক্তির সম্ভাবনা বেড়েছে বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান নিয়ে কৌশলগত বৈঠকের জন্য ‘সিচুয়েশন রুমে’ যাওয়ার কয়েক মিনিট আগে তিনি মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এ কথা বলেন।
ইসরায়েল ইরানের সামরিক নেতৃত্বের বেশ কয়েকজনকে হত্যা করেছে। দেশটির শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদেরও হত্যার লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া, ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক স্থাপনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাইটগুলোতে সক্রিয়ভাবে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।
ইরানের কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, তারা এই হামলার জন্য ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও দায়ী করেন। যুক্তরাষ্ট্র সম্ভাব্য ইরানি প্রতিশোধমূলক হামলার বিরুদ্ধে নিজেদের রক্ষার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ আগামীকাল রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে পরিকল্পিত ষষ্ঠ দফার পারমাণবিক আলোচনায় বসতে চান। তবে ইরান জানিয়েছে, তারা অংশ নেবে না।
ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে, ট্রাম্প তা ব্যবহার করে ইরানকে আলোচনা টেবিলে ফিরিয়ে আনতে চান। তাঁর মতে, এখন ইরান দুর্বল অবস্থানে আছে। তবে সামগ্রিকভাবে পারমাণবিক কূটনীতির জন্য পরিস্থিতি অনুকূল দেখাচ্ছে না।
ইসরায়েলের হামলা পারমাণবিক কূটনীতিকে ঝুঁকির মুখে ফেলেছে কিনা জানতে চাইলে ট্রাম্প অ্যাক্সিওসকে বলেন, ‘আমি তা মনে করি না। হয়তো উল্টোটা। হয়তো এখন তারা গুরুত্ব সহকারে আলোচনা করবে।’ ট্রাম্প আরও বলেন, ‘আমি ইরানকে ৬০ দিন সময় দিয়েছিলাম, আজ ৬১ তম দিন। তাদের একটি চুক্তি করা উচিত ছিল।’
ট্রাম্প যুক্তি দেন, ইসরায়েলের পঙ্গুকারী হামলার পর ইরানের এখন চুক্তি করার জন্য আরও জোরালো উৎসাহ আছে। তিনি বলেন, ‘আমি তাদের ৬০ দিনের মধ্যে একটি চুক্তিতে আনতে পারিনি। তারা কাছাকাছি ছিল, তাদের করা উচিত ছিল। হয়তো এখন তা হবে।’ ট্রাম্প বলেন, ‘গতকাল একটি বড় দিন ছিল’ এবং ইসরায়েল হামলায় ‘দুর্দান্ত সব আমেরিকান সরঞ্জাম।’
এদিকে, হামলা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ইসরায়েলকে সতর্ক করেছিলেন যেন চুক্তির সম্ভাবনা ‘ভেঙে’ যায়, এমন কিছু ইসরায়েল না করে। গত রাত থেকে ইসরায়েলি কর্মকর্তারা এই খবর ছড়িয়ে দিচ্ছেন যে, ট্রাম্প পুরোপুরি রাজি ছিলেন। আর কেবল ‘ধোঁয়াশা’ হিসেবে জনসমক্ষে হামলার বিরোধিতা করেছিলেন, যাতে সাফল্যের সম্ভাবনা বাড়ে।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার অ্যাক্সিওসের সঙ্গে ফোনালাপে বিষয়টি অস্বীকার করেন। তিনি জোর দিয়ে বলেন, পারমাণবিক আলোচনা চলমান থাকাকালে ট্রাম্প চাননি ইসরায়েল ইরান আক্রমণ করুক।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা হামলার আগে প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে ইসরায়েলিদের এটি বলেছিলাম।’ তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ করার বা ইসরায়েলি অভিযানে যোগ দেওয়ার পরিকল্পনা করছে না।’
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করতে ইসরায়েলকে ফোরদোতে একটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে হবে, যা একটি পাহাড়ের ভেতরে তৈরি করা হয়েছে। এই স্থাপনা ধ্বংস করার জন্য ইসরায়েলের কাছে বড় বাঙ্কার বাস্টার নেই। তাই ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, তারা আশা করছেন—যুক্তরাষ্ট্র ফোরদো ধ্বংসের অভিযানে যোগ দেবে।
ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। জেলেনস্কি হোয়াইট হাউসের উত্তর প্রবেশপথে পৌঁছালে ট্রাম্প তাঁকে করমর্দন করে ও হাসি দিয়ে স্বাগত জানান।
৫ ঘণ্টা আগেএক অদ্ভুত পদক্ষেপের কারণে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রুশ বাহিনী। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের মালা টকমাচকা এলাকায় হামলা চালানোর সময় দখল করা একটি মার্কিন সাঁজোয়া যানে তারা রাশিয়ার পতাকার পাশে আমেরিকার পতাকাও উড়িয়েছে।
৬ ঘণ্টা আগেস্থানীয় সময় বেলা ১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিট) এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কিসহ প্রায় সব ইউরোপীয় নেতা হোয়াইট হাউসে এসে পৌঁছেছেন।
৬ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের মাত্র তিন দিন পরে পুতিন ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জানালেন, বৈঠকের আগে তাঁর দেওয়া পরামর্শ কতটা কাজে লেগেছে। মোদির উত্তরও ছিল কূটনৈতিক—ভারত এখনো বিশ্বাস করে আলোচনার পথেই শান্তি সম্ভব। কিন্তু এর বাইরেও রয়েছে শক্ত বার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যত স্বীকার
৭ ঘণ্টা আগে