Ajker Patrika

ক্রিসমাস প্যারেডে গাড়িচাপার ঘটনা সন্ত্রাসবাদী কাজ নয়: পুলিশ

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১২: ৪৪
ক্রিসমাস প্যারেডে গাড়িচাপার ঘটনা সন্ত্রাসবাদী কাজ নয়: পুলিশ

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের উয়াওকেশা শহরে জনাকীর্ণ ক্রিসমাস প্যারেডে স্থানীয় সময় রোববার রাতে গাড়িচাপার ঘটনা ঘটে। এতে কমপক্ষে পাঁচজন নিহত ও ৪৮ জন আহত হন। গাড়িচাপার ঘটনাকে সন্ত্রাসবাদী কাজ নয় বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ড্যারেল ই ব্রুকস নামে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি এ হামলা চালান। 

গতকাল সোমবার সংবাদ সম্মেলনে উয়াওকেশার পুলিশপ্রধান ড্যানিয়েল টমসন বলেছেন, ‘ইচ্ছাকৃতভাবে’ ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দিয়ে পাঁচজনকে ‘হত্যার’ অভিযোগ আনা হবে ড্যারেল ব্রুকসের বিরুদ্ধে। তবে এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্রুকস আগে থেকেই অপরাধমূলক কাজকর্মে জড়িত ছিলেন। এর আগেও তিনি কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি কারাগার থেকে বেরিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত