Ajker Patrika

ইসরায়েল-ফিলিস্তিনকে ‘সহিংসতার চক্র’ বন্ধ করার আহ্বান যুক্তরাষ্ট্রের 

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১১: ৩৭
ইসরায়েল-ফিলিস্তিনকে ‘সহিংসতার চক্র’ বন্ধ করার আহ্বান যুক্তরাষ্ট্রের 

সম্প্রতি ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এই সংঘর্ষ থামাতে ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই আহ্বান জানান।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জাইর লাপিদের সঙ্গে ফোনালাপ করেছেন ব্লিংকেন। 

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীর ও গাজায় সহিংসতা চক্রের অবসান ঘটাতে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সংযম অনুশীলন করতে এবং উত্তেজনা বাড়ায় এমন পদক্ষেপ থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেছেন ব্লিংকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত