Ajker Patrika

পানির নিচে ৯৩ দিন থেকে বয়স কমেছে ১০ বছরের সমান

আপডেট : ২১ মে ২০২৪, ০০: ০৫
পানির নিচে ৯৩ দিন থেকে বয়স কমেছে ১০ বছরের সমান

একবার ভাবুন তো—পানির অনেক গভীরে আপনি তিন মাসেরও বেশি সময় একটি সাবমার্সিবলের মধ্যে অবস্থান করেছেন, আর ডাঙায় ফিরে আসার পর আবিষ্কার করলেন, জৈবিকভাবে আপনার বয়স অন্তত ১০ বছর কমে গেছে! 

অবিশ্বাস্য এমন ঘটনা ঘটেছে ৫৬ বছর বয়সী অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা জোসেফ দিতুরির ক্ষেত্রে। অবসরে গেলেও পানির সঙ্গে সম্পর্ক এখনো ধরে রেখেছেন তিনি। কয়েক মাস আগে তিনি আটলান্টিক মহাসাগরের তলদেশে একটি সাবমেরিনের সাহায্যে পানির নিচে টানা ৯৩ দিন অবস্থান করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। 

আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো—অভিযান শেষ করার পর দিতুরির শারীরিক অনুভূতি এমন হয়েছে যে, মনে হচ্ছে বয়স অনেক কমে গেছে। স্থলে ফিরে আসার পর চিকিৎসকেরাও তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে আশ্চর্যরকম উন্নতির কথা জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন, মানুষের শরীরে প্রতিরক্ষামূলক ডিএনএ ক্যাপ হিসেবে পরিচিত যে টেলোমেরেস থাকে, সেটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সংকুচিত হতে থাকে। কিন্তু দিতুরির ক্ষেত্রে হয়েছে উল্টো। পানির নিচে যাওয়ার আগে দিতুরির টেলোমেরেস যে অবস্থায় ছিল, অভিযান শেষ করার পর সেটি এখন ২০ শতাংশ দীর্ঘ হয়ে গেছে। টেলোমেরেসের এই উল্টোযাত্রা তুলনা করে দেখা যায়—দিতুরির বয়সও উল্টো পথে ১০ বছরের সমান এগিয়ে এসেছে। 

এ বিষয়ে মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, টেলোমেরেস দীর্ঘ হওয়া ছাড়াও দিতুরির স্টেম সেলের সংখ্যাও বেড়ে গিয়েছিল। আগের তুলনায় ভালো ঘুমও হচ্ছিল তাঁর। আর কোলেস্টেরলের মাত্রা ৭২ পয়েন্ট কমে তাঁর শরীরে প্রদাহ সৃষ্টিকারী পদার্থের পরিমাণও অর্ধেক হয়ে গিয়েছিল। 

চিকিৎসকেরা ধারণা করছেন, পানির নিচে চাপের প্রভাবেই দিতুরির শরীরে ইতিবাচক ওই পরিবর্তনগুলো দেখা গেছে। মানবদেহ দীর্ঘ সময় ধরে চাপের পরিস্থিতিতে থাকলে সাড়া দিতে শুরু করে বলেও জানান চিকিৎসকেরা। 
অভিযানের বিষয়ে ডেইলি মেইলের সঙ্গে একটি সাক্ষাৎকারে দিতুরি জানিয়েছিলেন, পানির নিচে থাকার সময় তিনি সপ্তাহে পাঁচ দিন এক ঘণ্টার বেশি ব্যায়াম করতেন। ৯৩ দিনের অভিযান শেষে তিনি আরও একটি বড় সুবিধা অনুভব করেছিলেন। তিনি দেখতে পেয়েছিলেন, আগের তুলনায় তাঁর বিপাকক্রিয়ারও উন্নতি হয়েছে। 

মজার বিষয় হলো—সবকিছুর উন্নতি হলেও একটি বিষয়ে অবনতি হয়েছিল জোসেফ দিতুরির। অভিযান শেষে দেখা যায়, তাঁর উচ্চতা কমে গেছে প্রায় আধা ইঞ্চির মতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত