মিডিয়া মোগল খ্যাত রুপার্ট মারডক ও অভিনেত্রী-মডেল জেরি হলের বিবাহবিচ্ছেদ হতে চলেছে। বিয়ের মাত্র ছয় বছরের মাথায় এ দম্পতির বিচ্ছেদ হচ্ছে। মার্কিন একাধিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
৯১ বছর বয়সী রুপার্ট মারডকের এটি চতুর্থ বিচ্ছেদ। আর ৬৫ বছরের জেরি হলের দ্বিতীয়। এর আগে প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী মিক জ্যাগারকে বিয়ে করেছিলেন জেরি।
২০১৬ সালে লন্ডনে বিয়ে হয় রুপার্ট মারডক আর জেরি হলের। এই দম্পতির বিচ্ছেদ নিয়ে মারডকের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। জেরির মুখপাত্রও বিচ্ছেদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রুপার্ট মারডক ও জেরি হলের বিচ্ছেদের খবরে তাঁদের কাছের মানুষেরা বিস্মিত হয়েছেন। এমনকি বিয়ের পর মারডক টুইটারে লেখেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ও সুখী মানুষ।’
রুপার্ট মারডক এর আগে উড়োজাহাজের কর্মী প্যাট্রিসিয়া বুকার (১৯৫৬-১৯৬৭ সাল পর্যন্ত), সাংবাদিক আন্না মান (১৯৬৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত) ও উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে (১৯৯৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত) বিয়ে করেছিলেন। তবে জেরি হল সংগীতশিল্পী মিক জ্যাগারের সঙ্গে ২২ বছর একসঙ্গে ছিলেন। ১৯৯৯ সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। জেরি হলের চার সন্তান আর রুপার্ট মারডকের রয়েছে ছয় সন্তান।
অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত মার্কিন ধনকুবের রুপার্ট মারডক যুক্তরাষ্ট্রে ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডে দ্য সান ও দ্য টাইমসের মতো সংবাদমাধ্যমের মালিক। মারডকের বর্তমান সম্পদ ১৭ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার।
মিডিয়া মোগল খ্যাত রুপার্ট মারডক ও অভিনেত্রী-মডেল জেরি হলের বিবাহবিচ্ছেদ হতে চলেছে। বিয়ের মাত্র ছয় বছরের মাথায় এ দম্পতির বিচ্ছেদ হচ্ছে। মার্কিন একাধিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
৯১ বছর বয়সী রুপার্ট মারডকের এটি চতুর্থ বিচ্ছেদ। আর ৬৫ বছরের জেরি হলের দ্বিতীয়। এর আগে প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী মিক জ্যাগারকে বিয়ে করেছিলেন জেরি।
২০১৬ সালে লন্ডনে বিয়ে হয় রুপার্ট মারডক আর জেরি হলের। এই দম্পতির বিচ্ছেদ নিয়ে মারডকের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। জেরির মুখপাত্রও বিচ্ছেদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রুপার্ট মারডক ও জেরি হলের বিচ্ছেদের খবরে তাঁদের কাছের মানুষেরা বিস্মিত হয়েছেন। এমনকি বিয়ের পর মারডক টুইটারে লেখেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ও সুখী মানুষ।’
রুপার্ট মারডক এর আগে উড়োজাহাজের কর্মী প্যাট্রিসিয়া বুকার (১৯৫৬-১৯৬৭ সাল পর্যন্ত), সাংবাদিক আন্না মান (১৯৬৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত) ও উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে (১৯৯৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত) বিয়ে করেছিলেন। তবে জেরি হল সংগীতশিল্পী মিক জ্যাগারের সঙ্গে ২২ বছর একসঙ্গে ছিলেন। ১৯৯৯ সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। জেরি হলের চার সন্তান আর রুপার্ট মারডকের রয়েছে ছয় সন্তান।
অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত মার্কিন ধনকুবের রুপার্ট মারডক যুক্তরাষ্ট্রে ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডে দ্য সান ও দ্য টাইমসের মতো সংবাদমাধ্যমের মালিক। মারডকের বর্তমান সম্পদ ১৭ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার।
গাজায় দীর্ঘ কয়েক মাসের ইসরায়েলি অবরোধের পর যখন দুর্ভিক্ষে মানুষ প্রাণ হারানো শুরু করেছে ঠিক তখনই আন্তর্জাতিক চাপের মুখে অঞ্চলটিতে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি, আবারও আকাশপথে উড়োজাহাজ থেকেও ত্রাণ ফেলা শুরু হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসা দেবীর মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন। মন্দিরে ওঠার সিঁড়িতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগেসব কাগজপত্র ছিল তাঁর কাছে—আধার, ভোটার কার্ড, এমনকি আত্মীয়দের পরিচয়পত্রও। তবু রাজস্থান পুলিশ বিশ্বাস করল না যে সে ভারতীয়। এরপর, এক সকালে চোখ খুলে দেখল, সে আছে অন্য এক দেশে, বাংলাদেশে। আর এখন পশ্চিমবঙ্গ সরকার আমির শেখ নামক ওই তরুণকে দেশে ফিরিয়ে নিতে চেষ্টা করে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে‘আমার বাবা ডায়বেটিস ও উচ্চ রক্তচাপের রোগী। পর্যাপ্ত খাবারের অভাবে প্রায়শই তিনি অজ্ঞান হয়ে পড়েন। একবার তো পড়ে গিয়ে হাত ভেঙেছেন। দুধ-ডিমের মতো পুষ্টিকর খাবার ছাড়া তার সুস্থ হয়ে ওঠার কোনো উপায় নেই। কিন্তু পুষ্টিকর খাবার তো দূর কোনোমতে পেট ভরার মতো খাবারও নেই। বেশির ভাগ দিনই আমরা না খেয়ে থাকছি। মাঝে মাঝ
৪ ঘণ্টা আগে