বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় অনুযায়ী আজ রোববারই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হোয়াইট হাউস ছেড়ে সাউথ ক্যারোলিনায় চলে যাবেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে শেষ দিনটি কাটাবেন তিনি। ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দায়িত্ব নেওয়ার ঠিক চার বছর পূর্ণ করবেন তিনি।
বিবিসি জানিয়েছে, রোববার সকালে বাইডেন নিয়মিত দৈনিক ব্রিফিং গ্রহণ করবেন। গোপন এই বৈঠকে তিনি মার্কিন গোয়েন্দাদের সর্বশেষ প্রতিবেদন পাবেন।
এরপরই নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে স্বাগত জানাবেন বাইডেন। এরপর হোয়াইট হাউসের ব্লু রুমে ট্রাম্প-মেলানিয়ার জন্য একটি চা-কফি সংবর্ধনার আয়োজন করবেন। তবে এই ইভেন্টটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে না।
পরবর্তী ইভেন্টে বাইডেন এবং ট্রাম্প পরিবার একসঙ্গে ইউএস ক্যাপিটলের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে বাইডেন নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে কমলা হ্যারিস এবং তার স্বামী ডগ এমহফ, পাশাপাশি নতুন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং উষা ভ্যান্সও উপস্থিত থাকবেন।
দুপুরের দিকে বাইডেন আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। এরপর তিনি ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং জয়েন্ট বেস অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে কর্মচারীদের জন্য একটি বিদায়ী অনুষ্ঠানে তাঁর চূড়ান্ত বক্তব্য প্রদান করবেন।
ওই বিমান ঘাঁটি থেকেই ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেসে উড়াল দেবেন বাইডেন। পরে তিনি সান্তা বারবারা কাউন্টির ছোট একটি এলাকা সান্তা ইনেজে পৌঁছাবেন।
৮২ বছর বয়সী বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর তাঁর পরিকল্পনা সম্পর্কে এখনো নির্দিষ্ট করে কিছু বলেননি।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় অনুযায়ী আজ রোববারই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হোয়াইট হাউস ছেড়ে সাউথ ক্যারোলিনায় চলে যাবেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে শেষ দিনটি কাটাবেন তিনি। ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দায়িত্ব নেওয়ার ঠিক চার বছর পূর্ণ করবেন তিনি।
বিবিসি জানিয়েছে, রোববার সকালে বাইডেন নিয়মিত দৈনিক ব্রিফিং গ্রহণ করবেন। গোপন এই বৈঠকে তিনি মার্কিন গোয়েন্দাদের সর্বশেষ প্রতিবেদন পাবেন।
এরপরই নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে স্বাগত জানাবেন বাইডেন। এরপর হোয়াইট হাউসের ব্লু রুমে ট্রাম্প-মেলানিয়ার জন্য একটি চা-কফি সংবর্ধনার আয়োজন করবেন। তবে এই ইভেন্টটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে না।
পরবর্তী ইভেন্টে বাইডেন এবং ট্রাম্প পরিবার একসঙ্গে ইউএস ক্যাপিটলের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে বাইডেন নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে কমলা হ্যারিস এবং তার স্বামী ডগ এমহফ, পাশাপাশি নতুন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং উষা ভ্যান্সও উপস্থিত থাকবেন।
দুপুরের দিকে বাইডেন আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। এরপর তিনি ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং জয়েন্ট বেস অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে কর্মচারীদের জন্য একটি বিদায়ী অনুষ্ঠানে তাঁর চূড়ান্ত বক্তব্য প্রদান করবেন।
ওই বিমান ঘাঁটি থেকেই ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেসে উড়াল দেবেন বাইডেন। পরে তিনি সান্তা বারবারা কাউন্টির ছোট একটি এলাকা সান্তা ইনেজে পৌঁছাবেন।
৮২ বছর বয়সী বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর তাঁর পরিকল্পনা সম্পর্কে এখনো নির্দিষ্ট করে কিছু বলেননি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ১০-১২ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে রাশিয়া শান্তিচুক্তিতে না এলে তাদের বিরুদ্ধে কঠোর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। স্থানীয় সময় গতকাল সোমবার স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী
১৪ মিনিট আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দমনমূলক নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে বলেছে...
২৯ মিনিট আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি অবরোধের কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ব্যাপক সংকট দেখা দিয়েছে। সংকট এতটাই তীব্র যে, এরই মধ্যে অঞ্চলটিতে আর কোনো খাবারই পাওয়া যাচ্ছে। ফলে, স্থানীয়রা এক দুর্ভিক্ষময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে অঞ্চলটি না খেতে পেয়ে মারা গেছে আরও অন্তত ১৪ জন। আর
১ ঘণ্টা আগেচীনের রাজধানী বেইজিং ও এর পার্শ্ববর্তী অঞ্চলে টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৮০ হাজার বাসিন্দাকে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে