আজকের পত্রিকা ডেস্ক
ইরানের বিভিন্ন শহরে আজ শুক্রবার কয়েক ধাপে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি আরও ‘নৃশংস হামলা’ অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
ট্রাম্প বলেন, ‘আমি ইরানকে বারবার সুযোগ দিয়েছি। কিন্তু তারা তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।’
বিবিসি জানিয়েছে, আগামী রোববার (১৫ জুন) ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর ঠিক আগে ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমি তাদের বলেছি—চুক্তি করো, কিন্তু তারা যতই চেষ্টা করুক, যতই কাছাকাছি আসুক—শেষ পর্যন্ত কিছুই করতে পারেনি।’
ট্রাম্প আরও বলেন, ‘ইতিমধ্যে ব্যাপক মৃত্যু ও ধ্বংস হয়েছে। কিন্তু এখনো সময় আছে এই হত্যাযজ্ঞ বন্ধ করার। কারণ, পরবর্তী হামলা আরও ভয়ংকর হতে চলেছে।’
ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, ‘চুক্তি করো, নয়তো কিছুই অবশিষ্ট থাকবে না। সেই প্রাচীন ইরানি সাম্রাজ্যের ধ্বংসাবশেষ রক্ষা করো। আর মৃত্যু নয়, আর ধ্বংস নয়, চুক্তি করো, এখনই করো, না হলে দেরি হয়ে যাবে।’
ট্রাম্প দাবি করেছেন, ইরানে হামলার বিষয়ে ইসরায়েল তার পরিকল্পনা সম্পর্কে আগেই যুক্তরাষ্ট্রকে অবহিত করেছিল। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই অভিযানে অংশ নেয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের বিভিন্ন শহরে আজ শুক্রবার কয়েক ধাপে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি আরও ‘নৃশংস হামলা’ অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
ট্রাম্প বলেন, ‘আমি ইরানকে বারবার সুযোগ দিয়েছি। কিন্তু তারা তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।’
বিবিসি জানিয়েছে, আগামী রোববার (১৫ জুন) ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর ঠিক আগে ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমি তাদের বলেছি—চুক্তি করো, কিন্তু তারা যতই চেষ্টা করুক, যতই কাছাকাছি আসুক—শেষ পর্যন্ত কিছুই করতে পারেনি।’
ট্রাম্প আরও বলেন, ‘ইতিমধ্যে ব্যাপক মৃত্যু ও ধ্বংস হয়েছে। কিন্তু এখনো সময় আছে এই হত্যাযজ্ঞ বন্ধ করার। কারণ, পরবর্তী হামলা আরও ভয়ংকর হতে চলেছে।’
ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, ‘চুক্তি করো, নয়তো কিছুই অবশিষ্ট থাকবে না। সেই প্রাচীন ইরানি সাম্রাজ্যের ধ্বংসাবশেষ রক্ষা করো। আর মৃত্যু নয়, আর ধ্বংস নয়, চুক্তি করো, এখনই করো, না হলে দেরি হয়ে যাবে।’
ট্রাম্প দাবি করেছেন, ইরানে হামলার বিষয়ে ইসরায়েল তার পরিকল্পনা সম্পর্কে আগেই যুক্তরাষ্ট্রকে অবহিত করেছিল। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই অভিযানে অংশ নেয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। জেলেনস্কি হোয়াইট হাউসের উত্তর প্রবেশপথে পৌঁছালে ট্রাম্প তাঁকে করমর্দন করে ও হাসি দিয়ে স্বাগত জানান।
৫ ঘণ্টা আগেএক অদ্ভুত পদক্ষেপের কারণে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রুশ বাহিনী। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের মালা টকমাচকা এলাকায় হামলা চালানোর সময় দখল করা একটি মার্কিন সাঁজোয়া যানে তারা রাশিয়ার পতাকার পাশে আমেরিকার পতাকাও উড়িয়েছে।
৬ ঘণ্টা আগেস্থানীয় সময় বেলা ১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিট) এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কিসহ প্রায় সব ইউরোপীয় নেতা হোয়াইট হাউসে এসে পৌঁছেছেন।
৬ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের মাত্র তিন দিন পরে পুতিন ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জানালেন, বৈঠকের আগে তাঁর দেওয়া পরামর্শ কতটা কাজে লেগেছে। মোদির উত্তরও ছিল কূটনৈতিক—ভারত এখনো বিশ্বাস করে আলোচনার পথেই শান্তি সম্ভব। কিন্তু এর বাইরেও রয়েছে শক্ত বার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যত স্বীকার
৭ ঘণ্টা আগে