Ajker Patrika

পরমাণু অস্ত্রের সংখ্যা জানাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১০: ৫৬
Thumbnail image

ট্রাম্প প্রশাসনের নীতি থেকে সরে এসে মার্কিন পররাষ্ট্র দপ্তর চার বছরের মধ্যে প্রথমবারের মতো নিজেদের মজুদে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে বুধবার সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের মজুদে বর্তমানে ৩ হাজার ৭৫০টি পারমাণবিক অস্ত্র রয়েছে এবং এর মধ্যে ২ হাজার অস্ত্র ধ্বংস করার প্রক্রিয়া চলছে। 

 ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাওয়া পরমাণু শক্তিধর দেশগুলোর অস্ত্রবিষয়ক সম্মেলন সামনে রেখেই বাইডেন প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যেখানে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ পরমাণু নিরস্ত্রীকরণে নিজেদের দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যবেক্ষণ করবে। 

সবশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে পরমাণু অস্ত্রের তথ্য জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর থেকে এসব তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত