Ajker Patrika

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট সুপারশপে গুলি, নিহত ১০

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৬: ৪৫
যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট সুপারশপে গুলি, নিহত ১০

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট সুপারশপে গুলি, নিহত ১০। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিক শহরে ওয়ালমার্টের একটি স্টোরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী নিজেও নিহত হয়েছেন। হামলার উদ্দেশ্য জানা যায়নি। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। 

পুলিশের মুখপাত্র লিও কোসিনস্কি বলেন, ‘দোকানের ভেতরে গোলাগুলি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারী একাই অংশ নেন।’ 

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্রের কলোরাডো স্প্রিংস এলাকায় সমকামীদের নৈশক্লাব ‘ক্লাব কিউয়ে’ হামলার ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত ও ১৮ জন আহত হন। 

উল্লেখ্য, ২০১৯ সালে টেক্সাসের এল পাসো শহরের একটি ওয়ালমার্টে গুলিতে ২৩ জন নিহত হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশে যা আছে

বিএনপি নেতার ব্যানার টানানো নিয়ে গোলাগুলি, যুবদল কর্মী নিহত

ইতিহাসের ‘সবচেয়ে শক্তিশালী’ ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে জ্যামাইকায়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সন্ধ্যা থেকে বন্ধ থাকবে নির্বাচন ভবনের আশপাশের ব্যবসা কার্যক্রম

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের জরুরি অবতরণও করা যাবে না

এলাকার খবর
Loading...