Ajker Patrika

দক্ষিণ চীন সাগরে দুর্ঘটনার কবলে মার্কিন সাবমেরিন, আহত ১৫ 

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১২: ২১
দক্ষিণ চীন সাগরে দুর্ঘটনার কবলে মার্কিন সাবমেরিন, আহত ১৫ 

দক্ষিণ চীন সাগরে দুর্ঘটনার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন। অজ্ঞাত এক বস্তুর সঙ্গে সাবমেরিনটির আঘাতে কমপক্ষে ১৫ জন নাবিক আহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। 

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ইউএসএস কানেকটিকাট নামের পারমাণবিক সাবমেরিনটির সঙ্গে একটি অজ্ঞাত বস্তুর সংঘর্ষ হয়। এতে ১৫ নাবিক আহত হয়েছেন। 

কী কারণে এই সংঘর্ষ তার কারণ এখনো জানা যায়নি।

মার্কিন সাবমেরিন এমন সময় দক্ষিণ চীন সাগরে দুর্ঘটনার কবলে পড়ল, যখন তাইওয়ান ও চীনের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে। 

মার্কিন নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার কবলে পড়ে সাবমেরিনটি গুয়ামে নিয়ে যাওয়া হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত