ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পদত্যাগ করেছেন পেরুর প্রধানমন্ত্রী আলবার্তো ওটারোলা। তাঁর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে এক নারীকে লাভজনক সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
গত সপ্তাহে পেরুর এক টিভি চ্যানেল দুজনের কথোপকথনের অডিও ক্লিপ প্রচার করার পর এ ঘটনা প্রকাশ্যে আসে। ৫৭ বছর বয়সী ওটারোলা অবশ্য কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন। অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক তদন্তও শুরু হয়েছে।
বিবিসিতে সম্প্রচারিত প্যানোরামা প্রোগ্রাম বলছে, ওটারোলা যে নারীর সঙ্গে কথা বলছেন, তিনি ২৫ বছর বয়সী ইয়াজিরে পিনেডো। এ প্রোগ্রামটিতেই প্রথম তাঁদের কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ হয়।
পিনেডোকে ২০২৩ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করার জন্য দুটি চুক্তি দেওয়া হয়। এ চুক্তি থেকে তাঁর মোট ১৪ হাজার ডলার উপার্জন হয় বলে জানা গেছে।
ওটারোলা ২০২২ সালের শেষ পর্যন্ত পেরুর প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে দায়িত্ব গ্রহণ করার পর তাঁকে পদোন্নতি দেওয়া হয়।
অডিও ক্লিপে ওটারোলাকে ওই নারীর প্রতি তাঁর ভালোবাসার কথা বলতে শোনা যায় এবং পিনেডোকে সিভি পাঠাতে বলতে শোনা যায়। এ ক্লিপ ফাঁস হওয়ার আগে অবশ্য ওটারোলা সম্পূর্ণ বিপরীত এক বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, একবার কেবল এক বৈঠকে পিনেডোর সঙ্গে তাঁর দেখা হয়েছিল।
গতকাল মঙ্গলবার পেরুর সম্প্রচারমাধ্যম ক্যানাল এনকে পিনেডো বলেন, এর আগে কিছুদিন তাঁর ওটারোলার সঙ্গে সম্পর্ক ছিল। তাঁরা দুজনই বলছেন, ফাঁস হওয়া এই অডিও ক্লিপ ২০২১ সালের অর্থাৎ ওটারোলা মন্ত্রী হওয়ার আগের আলাপের অংশ।
প্রেসিডেন্ট বলুয়ার্তে তাঁকে শিগগিরই কানাডায় সরকারি সফর থেকে ফিরে আসতে নির্দেশ দেন। এরপরই পদত্যাগ করেন ওটারোলা।
পদত্যাগের ভাষণে ওটারোলা বলেন, ‘যারা সব সময় আমাকে সরকার থেকে সরাতে চেয়েছেন... তারা আমার ভাবমূর্তি নষ্ট করার হীন উদ্দেশ্য নিয়ে একটি অডিও সম্পাদনা করতেও দ্বিধা করেনি।’ তিনি সাবেক প্রধানমন্ত্রী মার্টিন ভিজকারার বিরুদ্ধে তাঁর ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করার অভিযোগ তোলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিজকারা বলেন, তিনি বিভ্রান্তিকর অভিযোগগুলো জোরালোভাবে প্রত্যাখ্যান করছেন।
পেরুর আইন অনুসারে, ওটারোলার সঙ্গে মন্ত্রিপরিষদের ১৮ জন সদস্যকেই তাঁদের পদত্যাগ করতে হবে। তবে প্রেসিডেন্ট চাইলে তাঁদের আবার বেছে নিতে পারবেন।
ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পদত্যাগ করেছেন পেরুর প্রধানমন্ত্রী আলবার্তো ওটারোলা। তাঁর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে এক নারীকে লাভজনক সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
গত সপ্তাহে পেরুর এক টিভি চ্যানেল দুজনের কথোপকথনের অডিও ক্লিপ প্রচার করার পর এ ঘটনা প্রকাশ্যে আসে। ৫৭ বছর বয়সী ওটারোলা অবশ্য কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন। অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক তদন্তও শুরু হয়েছে।
বিবিসিতে সম্প্রচারিত প্যানোরামা প্রোগ্রাম বলছে, ওটারোলা যে নারীর সঙ্গে কথা বলছেন, তিনি ২৫ বছর বয়সী ইয়াজিরে পিনেডো। এ প্রোগ্রামটিতেই প্রথম তাঁদের কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ হয়।
পিনেডোকে ২০২৩ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করার জন্য দুটি চুক্তি দেওয়া হয়। এ চুক্তি থেকে তাঁর মোট ১৪ হাজার ডলার উপার্জন হয় বলে জানা গেছে।
ওটারোলা ২০২২ সালের শেষ পর্যন্ত পেরুর প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে দায়িত্ব গ্রহণ করার পর তাঁকে পদোন্নতি দেওয়া হয়।
অডিও ক্লিপে ওটারোলাকে ওই নারীর প্রতি তাঁর ভালোবাসার কথা বলতে শোনা যায় এবং পিনেডোকে সিভি পাঠাতে বলতে শোনা যায়। এ ক্লিপ ফাঁস হওয়ার আগে অবশ্য ওটারোলা সম্পূর্ণ বিপরীত এক বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, একবার কেবল এক বৈঠকে পিনেডোর সঙ্গে তাঁর দেখা হয়েছিল।
গতকাল মঙ্গলবার পেরুর সম্প্রচারমাধ্যম ক্যানাল এনকে পিনেডো বলেন, এর আগে কিছুদিন তাঁর ওটারোলার সঙ্গে সম্পর্ক ছিল। তাঁরা দুজনই বলছেন, ফাঁস হওয়া এই অডিও ক্লিপ ২০২১ সালের অর্থাৎ ওটারোলা মন্ত্রী হওয়ার আগের আলাপের অংশ।
প্রেসিডেন্ট বলুয়ার্তে তাঁকে শিগগিরই কানাডায় সরকারি সফর থেকে ফিরে আসতে নির্দেশ দেন। এরপরই পদত্যাগ করেন ওটারোলা।
পদত্যাগের ভাষণে ওটারোলা বলেন, ‘যারা সব সময় আমাকে সরকার থেকে সরাতে চেয়েছেন... তারা আমার ভাবমূর্তি নষ্ট করার হীন উদ্দেশ্য নিয়ে একটি অডিও সম্পাদনা করতেও দ্বিধা করেনি।’ তিনি সাবেক প্রধানমন্ত্রী মার্টিন ভিজকারার বিরুদ্ধে তাঁর ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করার অভিযোগ তোলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিজকারা বলেন, তিনি বিভ্রান্তিকর অভিযোগগুলো জোরালোভাবে প্রত্যাখ্যান করছেন।
পেরুর আইন অনুসারে, ওটারোলার সঙ্গে মন্ত্রিপরিষদের ১৮ জন সদস্যকেই তাঁদের পদত্যাগ করতে হবে। তবে প্রেসিডেন্ট চাইলে তাঁদের আবার বেছে নিতে পারবেন।
৫২ বছর বয়সী আবু মনসুর আলী আহমেদ এই লটারিতে জিতেছেন। ফুজাইরাহতে গাড়ির ওয়ার্কশপ রয়েছে তাঁর। ১৯৯২ সাল থেকে দুবাইয়ে যান তিনি। সে বছরই বিগ টিকিট লটারির আয়োজন শুরু হয়েছিল। বন্ধুদের মাধ্যমে প্রথম বিগ টিকিট সম্পর্কে জানেন। তখন থেকেই প্রতি মাসে ২০ বন্ধুর এক দলের সঙ্গে বিগ টিকিট কিনে আসছিলেন তিনি।
১ ঘণ্টা আগেহামাস–ইসরায়েল যুদ্ধ বন্ধে নতুন একটি প্রস্তাব তৈরি করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসর। আলোচনার সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাবার কোলে হাসছে ছোট্ট মোহাম্মদ। প্রায় ১৬ মাস আগে, ইসরায়েলি বোমা হামলায় নিহত মায়ের নিথর দেহের পাশে বসে কাঁদছিল ১৩ মাস বয়সী এই শিশু। আশ্রয় নেওয়া স্কুলের ধ্বংসস্তূপের মধ্যে সেদিন আরও কত মানুষ যে প্রাণ হারিয়েছিল, আহত হয়েছিল তার ইয়ত্তা নেই। সেই ভয়াবহ দিনের বিশৃঙ্খলার মধ্যে, মানুষ দিগ্বিদিক পালাচ্ছিল,
২ ঘণ্টা আগেপোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
১৩ ঘণ্টা আগে