সম্প্রতি শেষ হলো জনপ্রিয় মার্কিন পপ তারকা টেইলর সুইফটের বিশ্বব্যাপী কনসার্ট ইরাস ট্যুর। বিশ্ব সংগীতের ইতিহাসের বৃহত্তম এই কনসার্ট ট্যুরে ১৪৯টি কনসার্টে ১ কোটি ১৬ লাখ ৮ হাজার দর্শক সুইফটের গানের সুরে ভেসেছেন। তবে তাঁর এক ভক্ত এই গানের উন্মাদনায় মাততে জড়িয়েছেন মারাত্মক অপরাধে। ইরাস ট্যুরের টিকিট কিনতে প্রায় ১২ কোটি টাকা আত্মসাৎ করেছিলেন এই নারী সুইফটি (টেইলর সুইফটের ভক্তদের সুইফটি বলা হয়)।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাসিন্দা ৪১ বছর বয়সী জেনিফার টিঙ্কার। একটি রিয়েল এস্টেট সংস্থায় কর্মরত এই নারী টেইলর সুইফটের গান ভীষণ পছন্দ করেন। ইরাস ট্যুরে অংশ নেবেন না—এ কথা তিনি ভাবতেও পারেননি। অর্থ জোগাতে নিজ কর্মস্থলের ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯০ লাখ টাকা) আত্মসাৎ করেন তিনি।
জানা যায়, চুরি করা অর্থের একটি অংশ দিয়ে তিনি ইরাস ট্যুরের টিকিট কেনেন। এই ট্যুরের টিকিটমূল্য ৬০০ ডলার থেকে ৫ হাজার ডলার পর্যন্ত ছিল। ইরাস ট্যুরের টিকিট কেনার পাশাপাশি বিলাসবহুল অবসর কাটানো এবং ৫টি গাড়ি কেনাসহ আরও ব্যয়বহুল পরিকল্পনা করে এ অর্থ আত্মসাৎ করেন জেনিফার।
মার্কিন অ্যাটর্নি অফিস ডিস্ট্রিক্ট অব মেরিল্যান্ড জানায়, জেনিফার ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে এই অর্থ আত্মসাৎ করেন। নিয়োগকর্তার অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে অর্থ সরিয়ে নিতেন তিনি।
অ্যাটর্নি অফিস এক বিবৃতিতে জানায়, জেনিফার রিয়েল এস্টেট সংস্থাটি থেকে প্রতারণার মাধ্যমে ১০ লাখ ডলারেরও বেশি অর্থ আত্মসাৎ করেছেন। অর্থ স্থানান্তর, চেক, মানি ট্রান্সফার মোবাইল অ্যাপসহ বেশ কিছু মাধ্যম ব্যবহার করে নিজের অ্যাকাউন্টে টাকা সরিয়ে নেন তিনি। নথিপত্রে ভুয়া নাম ব্যবহার করে লেনদেনগুলো বৈধ দেখাতেন জেনিফার।
তিন বছরে (ফেব্রুয়ারি ২০২১ থেকে নভেম্বর ২০২৩ পর্যন্ত) তিনি ৯০ বারেরও বেশি লেনদেনে এসব অর্থ সরিয়ে নেন। জালিয়াতি ঢাকতে জেনিফার তাঁর নিয়োগকর্তার আর্থিক রেকর্ডও এর মধ্যে যুক্ত করেছিলেন বলে তদন্তে বেরিয়ে আসে।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এ অপরাধে সর্বোচ্চ ২০ বছরের জেল হতে পারে জেনিফারের। আগামী ১০ এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিন জানা যাবে অবৈধ বিলাসিতার প্রায়শ্চিত্ত হিসেবে জেনিফারকে কি সাজা ভোগ করতে হয়।
সম্প্রতি শেষ হলো জনপ্রিয় মার্কিন পপ তারকা টেইলর সুইফটের বিশ্বব্যাপী কনসার্ট ইরাস ট্যুর। বিশ্ব সংগীতের ইতিহাসের বৃহত্তম এই কনসার্ট ট্যুরে ১৪৯টি কনসার্টে ১ কোটি ১৬ লাখ ৮ হাজার দর্শক সুইফটের গানের সুরে ভেসেছেন। তবে তাঁর এক ভক্ত এই গানের উন্মাদনায় মাততে জড়িয়েছেন মারাত্মক অপরাধে। ইরাস ট্যুরের টিকিট কিনতে প্রায় ১২ কোটি টাকা আত্মসাৎ করেছিলেন এই নারী সুইফটি (টেইলর সুইফটের ভক্তদের সুইফটি বলা হয়)।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাসিন্দা ৪১ বছর বয়সী জেনিফার টিঙ্কার। একটি রিয়েল এস্টেট সংস্থায় কর্মরত এই নারী টেইলর সুইফটের গান ভীষণ পছন্দ করেন। ইরাস ট্যুরে অংশ নেবেন না—এ কথা তিনি ভাবতেও পারেননি। অর্থ জোগাতে নিজ কর্মস্থলের ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯০ লাখ টাকা) আত্মসাৎ করেন তিনি।
জানা যায়, চুরি করা অর্থের একটি অংশ দিয়ে তিনি ইরাস ট্যুরের টিকিট কেনেন। এই ট্যুরের টিকিটমূল্য ৬০০ ডলার থেকে ৫ হাজার ডলার পর্যন্ত ছিল। ইরাস ট্যুরের টিকিট কেনার পাশাপাশি বিলাসবহুল অবসর কাটানো এবং ৫টি গাড়ি কেনাসহ আরও ব্যয়বহুল পরিকল্পনা করে এ অর্থ আত্মসাৎ করেন জেনিফার।
মার্কিন অ্যাটর্নি অফিস ডিস্ট্রিক্ট অব মেরিল্যান্ড জানায়, জেনিফার ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে এই অর্থ আত্মসাৎ করেন। নিয়োগকর্তার অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে অর্থ সরিয়ে নিতেন তিনি।
অ্যাটর্নি অফিস এক বিবৃতিতে জানায়, জেনিফার রিয়েল এস্টেট সংস্থাটি থেকে প্রতারণার মাধ্যমে ১০ লাখ ডলারেরও বেশি অর্থ আত্মসাৎ করেছেন। অর্থ স্থানান্তর, চেক, মানি ট্রান্সফার মোবাইল অ্যাপসহ বেশ কিছু মাধ্যম ব্যবহার করে নিজের অ্যাকাউন্টে টাকা সরিয়ে নেন তিনি। নথিপত্রে ভুয়া নাম ব্যবহার করে লেনদেনগুলো বৈধ দেখাতেন জেনিফার।
তিন বছরে (ফেব্রুয়ারি ২০২১ থেকে নভেম্বর ২০২৩ পর্যন্ত) তিনি ৯০ বারেরও বেশি লেনদেনে এসব অর্থ সরিয়ে নেন। জালিয়াতি ঢাকতে জেনিফার তাঁর নিয়োগকর্তার আর্থিক রেকর্ডও এর মধ্যে যুক্ত করেছিলেন বলে তদন্তে বেরিয়ে আসে।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এ অপরাধে সর্বোচ্চ ২০ বছরের জেল হতে পারে জেনিফারের। আগামী ১০ এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিন জানা যাবে অবৈধ বিলাসিতার প্রায়শ্চিত্ত হিসেবে জেনিফারকে কি সাজা ভোগ করতে হয়।
রাজধানী মিনস্কে বেলারুশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরল আলোচনার সময় এক দীর্ঘ মধ্যাহ্নভোজে ভদকা পান করার ঘটনা বিরোধী নেতাদের মুক্তিতে সহায়তা করেছে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা জন কোল।
৮ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক গ্রুপ এমিরেটস। এর অন্তর্ভুক্ত রয়েছে ‘এমিরেটস এয়ারলাইন’ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউনিট ‘ডিনাটা’। এই দুটি বিভাগে চলতি বছরের মধ্যেই ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে এমিরেটস গ্রুপ।
১০ ঘণ্টা আগেবিশ্বখ্যাত কোমল পানীয় নির্মাতা কোকা-কোলা নিশ্চিত করেছে, আসন্ন শরতে মার্কিন যুক্তরাষ্ট্রে আখের চিনি দিয়ে তৈরি একটি নতুন সংস্করণ বাজারে আনছে কোম্পানিটি। তবে কোকা-কোলার মূল রেসিপিতে কোনো পরিবর্তন আসছে না।
১১ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোহরান মামদানির কিছু নির্বাচনী প্রস্তাবকে ‘নিরর্থক ও মূর্খামি’ বলে মন্তব্য করেছেন। ‘দ্য ফুল সেন্ড পডকাস্ট’ অনুষ্ঠানে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন, এই ধরনের প্রস্তাব বাস্তবায়িত হলে মামদানি মেয়র নির্বাচিত হলেও মাত্র এক
১২ ঘণ্টা আগে