Ajker Patrika

যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়িচাপায় নিহত একাধিক, আহত অনেক

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১২: ০১
যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়িচাপায় নিহত একাধিক, আহত অনেক

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের উয়াওকেশা শহরে জনাকীর্ণ ক্রিসমাস প্যারেডে স্থানীয় সময় রোববার রাতে গাড়িচাপার ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। তবে ঠিক কতজন এ পর্যন্ত নিহত হয়েছেন সেটি এখনো নিশ্চিত নয়। আজ সোমবার স্থানীয় পুলিশ প্রধানের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সিএনএন বলছে, এই ঘটনার পর অন্তত ২৮ জন শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে ১২ জন শিশু রয়েছে। ক্রিসমাস প্যারেডে গাড়িচাপার ঘটনার পর একজনকে আটক করা হয়েছে এবং অভিযুক্ত গাড়িকে জব্দ করা হয়েছে। 

যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়িচাপার ঘটনা ঘটেছেসিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, উয়াওকেশার পুলিশের প্রধান ড্যান থম্পসন বলেছেন, নিহতদের সংখ্যা নিশ্চিতে মেডিকেল পরীক্ষকের অফিসের সঙ্গে কাজ করছে পুলিশ। উয়াওকেশা শহরে আপাতত হুমকিমুক্ত। 

স্থানীয় বাসিন্দা অ্যাঞ্জেলিটো তেনোরিও মিলওয়াকি জার্নাল সেন্টিনেল সংবাদপত্রকে বলেছেন, যখন ঘটনাটি ঘটেছিল তখন তিনি কুচকাওয়াজে মিছিল শেষ করেছিলেন। 

তেনোরিও বলেন, ‘আমরা একটি এসইউভি দেখেছি...প্যারেডের পথ ধরে দ্রুত আসছিল। তারপর আমরা একটি বিকট শব্দ শুনলাম। আর যারা গাড়ির আঘাতে আহত হয়েছে তাঁদের চিৎকার।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত