আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদ শেষ করার পর তাঁর ছেলে এরিক ট্রাম্প বা পরিবারের অন্য কেউ পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন।
দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা ইঙ্গিত দিয়েছেন এরিক নিজেই, যাঁকে এত দিন রাজনীতি থেকে দূরেই দেখা গেছে।
সাক্ষাৎকারে ট্রাম্প অর্গানাইজেশনের এই নির্বাহী সহসভাপতি বলেছেন, তিনি যদি তাঁর বাবার পথ অনুসরণ করে হোয়াইট হাউসে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে সেই পথ তাঁর জন্য ‘সহজ’ হবে।
ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় সন্তান এরিকের সাক্ষাৎকার আজ শনিবার তুলে ধরেছে দ্য গার্ডিয়ান।
সেখানে তিনি বলেন, ‘মূল প্রশ্ন হচ্ছে, “আপনি কি আপনার পরিবারের অন্য সদস্যদের এ কাজে যুক্ত করতে চান? ...আমি কি চাই আমার সন্তানেরা গত দশকে আমি যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, তা তাদেরও হোক।
‘উত্তর যদি ‘‘হ্যাঁ’’ হয়, তাহলে রাজনীতি করার পথটা সহজ হয়। অর্থাৎ আমি মনে করি, আমি এটা করতে পারি। তা ছাড়া আমি মনে করি, আমাদের পরিবারের অন্য সদস্যরাও এটা করতে পারে।’
ডোনাল্ড ট্রাম্পের অন্য দুই সন্তান ডোনাল্ড জুনিয়র ও ইভাঙ্কা ট্রাম্প বাবার রাজনীতির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করলেও ৪১ বছর বয়সী এরিক বরাবরই রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছেন। পারিবারিক ব্যবসায় বরং ঝোঁক তাঁর।
তবে দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের সঙ্গে এরিকের কথোপকথনে মনে হয়েছে, ২০১৭ সালে তাঁর বাবা প্রেসিডেন্ট হওয়ার পর সরাসরি রাজনীতিতে অংশ না নিলেও এর খবরাখবর তিনি রাখতেন।
সাক্ষাৎকারে এরিক বলেন, ‘আমার দেশের অর্ধেক রাজনীতিকের কর্মকাণ্ডে আমি একেবারেই সন্তুষ্ট নই। আমি মনে করি, এই কাজ আমি খুব দক্ষতার সঙ্গে করতে সক্ষম।’
ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী দিনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে শীর্ষে থাকার সম্ভাব্য দুই নাম বলে ধারণা করা হচ্ছে।
সেই হিসেবে ২০২৪ সালেই কি ব্যালট পেপারে ট্রাম্প পরিবারের শেষ উপস্থিতি ছিল—এ প্রশ্নের জবাবে এরিক বলেন, ‘আমি জানি না। সময়ই তা বলে দেবে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদ শেষ করার পর তাঁর ছেলে এরিক ট্রাম্প বা পরিবারের অন্য কেউ পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন।
দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা ইঙ্গিত দিয়েছেন এরিক নিজেই, যাঁকে এত দিন রাজনীতি থেকে দূরেই দেখা গেছে।
সাক্ষাৎকারে ট্রাম্প অর্গানাইজেশনের এই নির্বাহী সহসভাপতি বলেছেন, তিনি যদি তাঁর বাবার পথ অনুসরণ করে হোয়াইট হাউসে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে সেই পথ তাঁর জন্য ‘সহজ’ হবে।
ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় সন্তান এরিকের সাক্ষাৎকার আজ শনিবার তুলে ধরেছে দ্য গার্ডিয়ান।
সেখানে তিনি বলেন, ‘মূল প্রশ্ন হচ্ছে, “আপনি কি আপনার পরিবারের অন্য সদস্যদের এ কাজে যুক্ত করতে চান? ...আমি কি চাই আমার সন্তানেরা গত দশকে আমি যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, তা তাদেরও হোক।
‘উত্তর যদি ‘‘হ্যাঁ’’ হয়, তাহলে রাজনীতি করার পথটা সহজ হয়। অর্থাৎ আমি মনে করি, আমি এটা করতে পারি। তা ছাড়া আমি মনে করি, আমাদের পরিবারের অন্য সদস্যরাও এটা করতে পারে।’
ডোনাল্ড ট্রাম্পের অন্য দুই সন্তান ডোনাল্ড জুনিয়র ও ইভাঙ্কা ট্রাম্প বাবার রাজনীতির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করলেও ৪১ বছর বয়সী এরিক বরাবরই রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছেন। পারিবারিক ব্যবসায় বরং ঝোঁক তাঁর।
তবে দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের সঙ্গে এরিকের কথোপকথনে মনে হয়েছে, ২০১৭ সালে তাঁর বাবা প্রেসিডেন্ট হওয়ার পর সরাসরি রাজনীতিতে অংশ না নিলেও এর খবরাখবর তিনি রাখতেন।
সাক্ষাৎকারে এরিক বলেন, ‘আমার দেশের অর্ধেক রাজনীতিকের কর্মকাণ্ডে আমি একেবারেই সন্তুষ্ট নই। আমি মনে করি, এই কাজ আমি খুব দক্ষতার সঙ্গে করতে সক্ষম।’
ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী দিনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে শীর্ষে থাকার সম্ভাব্য দুই নাম বলে ধারণা করা হচ্ছে।
সেই হিসেবে ২০২৪ সালেই কি ব্যালট পেপারে ট্রাম্প পরিবারের শেষ উপস্থিতি ছিল—এ প্রশ্নের জবাবে এরিক বলেন, ‘আমি জানি না। সময়ই তা বলে দেবে।’
পাকিস্তান-ভারত সম্পর্কের টানাপোড়েনের মাঝেই দিল্লিতে বৈঠক করে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ কোরিয়া। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে দ. কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন বলেছেন, ‘আমরা যেকোনো ধরনের সন্ত্রাসবাদের বিরোধী। ভারতের সঙ্গে আমাদের অবস্থান একই।’ গত এপ্রিলের পেহেলগাম
৩৫ মিনিট আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাধারণত রুশ ভাষায় কথা বলেন। সেটা দেশের বাইরে হোক বা দেশে। সেই চিরাচরিত প্রথা ভেঙে পুতিন স্থানীয় সময় গত শুক্রবার মার্কিন অঙ্গরাজ্য আলাস্কায় এক সামরিক ঘাঁটিতে ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কিছু শব্দ ইংরেজিতে বলেছেন।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে বৈঠক করতে চান। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এমনটাই জানিয়েছে হোয়াইট হাউসের দুটি সূত্র। তবে তারা এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
১ ঘণ্টা আগেমিয়ানমারে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গত সপ্তাহে দেশটির কাচিন রাজ্য সফরে গিয়েছিলেন। সেখানে তিনি ব্যবসায়ী নেতা ও স্থানীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যুদ্ধবিধ্বস্ত হলেও খনিজে সমৃদ্ধ এই অঙ্গরাজ্য দীর্ঘদিন ধরেই আলোচনায়। থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদ
২ ঘণ্টা আগে