আজকের পত্রিকা ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা নীতিমালা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি ভারতমুখী করতে বাধ্য করছে। বিশেষ করে, এইচ-১বি ভিসায় বিধিনিষেধের ফলে ভারতীয় কর্মীদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া কঠিন হয়ে পড়লেও কোম্পানিগুলো ভারত থেকেই আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ আদায় করে নিতে চাইছে। এ জন্য এসব কোম্পানি ভারতে তাদের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (জিসিসি) বা কার্যক্রম কেন্দ্রকে শক্তিশালী করছে। এসব কেন্দ্র শুধু প্রযুক্তিগত সহায়তার জায়গায়ই সীমাবদ্ধ নেই; বরং এখন গবেষণা, ডিজাইন, ওষুধ আবিষ্কার থেকে শুরু করে ফাইন্যান্সসহ উচ্চমূল্যের নানা খাতে কার্যকর ভূমিকা রাখছে।
রয়টার্স জানিয়েছে, বর্তমানে বিশ্বের ১ হাজার ৭০০ জিসিসি ভারতের মধ্যে পরিচালিত হচ্ছে, যা মোট সংখ্যার অর্ধেকেরও বেশি। এই সংখ্যা ২০৩০ সালের মধ্যে ২ হাজার ২০০ ছাড়াতে পারে এবং বাজারমূল্য ১০০ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বেড়ে যাওয়া এবং ভিসা সীমাবদ্ধতা যুক্তরাষ্ট্রের শ্রমবাজার কৌশল পুনর্গঠনে ভূমিকা রাখছে। এর ফলে ভারতীয় জিসিসি গ্লোবাল দক্ষতা ও স্থানীয় নেতৃত্বের সমন্বয়ে এক শক্তিশালী বিকল্প হিসেবে উঠে আসছে।
ডেলয়েট ইন্ডিয়ার পার্টনার রোহান লোবো বলেন, ‘একটি ইন হাউস ইঞ্জিন হিসেবে কাজ করার জন্য জিসিসিগুলো এখনই প্রস্তুত। বেশ কিছু মার্কিন কোম্পানি ইতিমধ্যেই কর্মী চাহিদা পুনর্বিবেচনা করছে।’
আরএনএসআরের প্রতিষ্ঠাতা ললিত অহুজাও জানিয়েছেন, ফেডএক্স, ব্রিস্টল-মাইয়ার্স স্কুইব, টার্গেট ও লোসের মতো কোম্পানিগুলো ভারতে জিসিসি কেন্দ্র চালু করেছে এবং নতুন পরিকল্পনা আরও দ্রুত এগোচ্ছে।
অতীতে যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার আবেদন ফি দুই থেকে পাঁচ হাজার ডলারের মধ্যেই হয়ে যেত। কিন্তু ট্রাম্প সম্প্রতি এই ফি বাড়িয়ে এক লাখ ডলার করেছেন। এতে বিদেশি দক্ষ কর্মীদের ওপর নির্ভরশীল মার্কিন প্রতিষ্ঠানগুলো নতুন চাপে পড়েছে। একই সঙ্গে মার্কিন সিনেটও এইচ-১বি ও এল-১ ভিসা আরও কঠোর করার বিল পুনরায় উত্থাপন করেছে।
ফলে কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা, পণ্য উন্নয়ন, সাইবার নিরাপত্তা ও ডেটা অ্যানালিটিকসের মতো গুরুত্বপূর্ণ কাজ ভারতের জিসিসিতে স্থানান্তর করার পরিকল্পনা করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো আরও তাড়াহুড়ো করে বিকল্প খুঁজছে।
তবে সবাই এমন বিকল্পে আশাবাদী নন। কেউ কেউ আরেকটু অপেক্ষা ও পর্যবেক্ষণের কৌশল বেছে নিয়েছেন। কারণ, মার্কিন কংগ্রেসে প্রস্তাবিত ‘হায়ার অ্যাক্ট’ পাস হলে বিদেশ থেকে কাজ আদায় করে আনা কোম্পানিগুলোকে ২৫ শতাংশ কর দিতে হতে পারে। এমন হলে ভারতের সেবা রপ্তানিতে তা আরেকটি বড় ধাক্কা হিসেবে আবির্ভূত হবে।
তবে বিশ্লেষকদের মতে, ভারতের ২৮৩ বিলিয়ন ডলারের আইটি শিল্পের জন্য এই প্রবণতা একদিকে চাপ তৈরি করলেও অন্যদিকে সুযোগও এনে দিচ্ছে। ‘নামুরা’র সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘যেখানে এইচ-১বি নির্ভর আয়ের ক্ষতি হতে পারে, সেখানেই জিসিসির মাধ্যমে বাড়তি রপ্তানি দিয়ে তা পূরণ সম্ভব।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা নীতিমালা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি ভারতমুখী করতে বাধ্য করছে। বিশেষ করে, এইচ-১বি ভিসায় বিধিনিষেধের ফলে ভারতীয় কর্মীদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া কঠিন হয়ে পড়লেও কোম্পানিগুলো ভারত থেকেই আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ আদায় করে নিতে চাইছে। এ জন্য এসব কোম্পানি ভারতে তাদের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (জিসিসি) বা কার্যক্রম কেন্দ্রকে শক্তিশালী করছে। এসব কেন্দ্র শুধু প্রযুক্তিগত সহায়তার জায়গায়ই সীমাবদ্ধ নেই; বরং এখন গবেষণা, ডিজাইন, ওষুধ আবিষ্কার থেকে শুরু করে ফাইন্যান্সসহ উচ্চমূল্যের নানা খাতে কার্যকর ভূমিকা রাখছে।
রয়টার্স জানিয়েছে, বর্তমানে বিশ্বের ১ হাজার ৭০০ জিসিসি ভারতের মধ্যে পরিচালিত হচ্ছে, যা মোট সংখ্যার অর্ধেকেরও বেশি। এই সংখ্যা ২০৩০ সালের মধ্যে ২ হাজার ২০০ ছাড়াতে পারে এবং বাজারমূল্য ১০০ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বেড়ে যাওয়া এবং ভিসা সীমাবদ্ধতা যুক্তরাষ্ট্রের শ্রমবাজার কৌশল পুনর্গঠনে ভূমিকা রাখছে। এর ফলে ভারতীয় জিসিসি গ্লোবাল দক্ষতা ও স্থানীয় নেতৃত্বের সমন্বয়ে এক শক্তিশালী বিকল্প হিসেবে উঠে আসছে।
ডেলয়েট ইন্ডিয়ার পার্টনার রোহান লোবো বলেন, ‘একটি ইন হাউস ইঞ্জিন হিসেবে কাজ করার জন্য জিসিসিগুলো এখনই প্রস্তুত। বেশ কিছু মার্কিন কোম্পানি ইতিমধ্যেই কর্মী চাহিদা পুনর্বিবেচনা করছে।’
আরএনএসআরের প্রতিষ্ঠাতা ললিত অহুজাও জানিয়েছেন, ফেডএক্স, ব্রিস্টল-মাইয়ার্স স্কুইব, টার্গেট ও লোসের মতো কোম্পানিগুলো ভারতে জিসিসি কেন্দ্র চালু করেছে এবং নতুন পরিকল্পনা আরও দ্রুত এগোচ্ছে।
অতীতে যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার আবেদন ফি দুই থেকে পাঁচ হাজার ডলারের মধ্যেই হয়ে যেত। কিন্তু ট্রাম্প সম্প্রতি এই ফি বাড়িয়ে এক লাখ ডলার করেছেন। এতে বিদেশি দক্ষ কর্মীদের ওপর নির্ভরশীল মার্কিন প্রতিষ্ঠানগুলো নতুন চাপে পড়েছে। একই সঙ্গে মার্কিন সিনেটও এইচ-১বি ও এল-১ ভিসা আরও কঠোর করার বিল পুনরায় উত্থাপন করেছে।
ফলে কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা, পণ্য উন্নয়ন, সাইবার নিরাপত্তা ও ডেটা অ্যানালিটিকসের মতো গুরুত্বপূর্ণ কাজ ভারতের জিসিসিতে স্থানান্তর করার পরিকল্পনা করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো আরও তাড়াহুড়ো করে বিকল্প খুঁজছে।
তবে সবাই এমন বিকল্পে আশাবাদী নন। কেউ কেউ আরেকটু অপেক্ষা ও পর্যবেক্ষণের কৌশল বেছে নিয়েছেন। কারণ, মার্কিন কংগ্রেসে প্রস্তাবিত ‘হায়ার অ্যাক্ট’ পাস হলে বিদেশ থেকে কাজ আদায় করে আনা কোম্পানিগুলোকে ২৫ শতাংশ কর দিতে হতে পারে। এমন হলে ভারতের সেবা রপ্তানিতে তা আরেকটি বড় ধাক্কা হিসেবে আবির্ভূত হবে।
তবে বিশ্লেষকদের মতে, ভারতের ২৮৩ বিলিয়ন ডলারের আইটি শিল্পের জন্য এই প্রবণতা একদিকে চাপ তৈরি করলেও অন্যদিকে সুযোগও এনে দিচ্ছে। ‘নামুরা’র সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘যেখানে এইচ-১বি নির্ভর আয়ের ক্ষতি হতে পারে, সেখানেই জিসিসির মাধ্যমে বাড়তি রপ্তানি দিয়ে তা পূরণ সম্ভব।’
সর্বশেষ সংখ্যার প্রচ্ছদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। কিন্তু এই ছবি পছন্দ না হওয়ায় ম্যাগাজিনটির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। দাবি করেছেন—ছবিতে তাঁর চুল ‘গায়েব’ করে দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগেমাদাগাস্কারের সামরিক বাহিনী দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় রেডিওতে ঘোষণা দিয়েছেন কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা। জেন-জি আন্দোলনের জেরে প্রেসিডেন্ট অ্যান্দ্রি রাজোয়েলিনা দেশ ত্যাগ করার পর এ ঘোষণা এসেছে।
১০ ঘণ্টা আগেগাজা ও মিসরের মধ্যে অবস্থিত রাফাহ সীমান্ত ক্রসিং দিয়েই মূলত গাজায় মানবিক সহায়তা পাঠানো হয়। কিন্তু এই ক্রসিং এখনো খুলে দেওয়া হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। এর ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তার প্রবাহ কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
১১ ঘণ্টা আগেমিসরে অনুষ্ঠিত গাজা সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে দেখে ‘বিউটিফুল’ বা ‘সুন্দরী’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত ওই সম্মেলনের মঞ্চে একমাত্র নারী নেতা হিসেবে উপস্থিত ছিলেন মেলোনি।
১২ ঘণ্টা আগে