Ajker Patrika

যুক্তরাষ্ট্রে রাজনীতিকদের হত্যার ছক, এক এমপিকে হত্যার পর সন্দেহভাজন আটক

আজকের পত্রিকা ডেস্ক­
গ্রেপ্তারকৃত সন্দেহভাজন ভ্যান্স বোয়েলটার। ছবি: কাউন্টি শেরিফের অফিস
গ্রেপ্তারকৃত সন্দেহভাজন ভ্যান্স বোয়েলটার। ছবি: কাউন্টি শেরিফের অফিস

যুক্তরাষ্ট্রের এক আইনপ্রণেতাকে তাঁর স্বামীসহ হত্যা এবং আরেক আইনপ্রণেতাকে হত্যাচেষ্টার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (বাংলাদেশ সময় সোমবার) আটক ৫৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম ভ্যান্স বোয়েলটার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে রামসে কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, ‘পুলিশের নিরলস চেষ্টায় খুনি এখন আমাদের হেফাজতে। তাঁকে ধরতে সহায়তাকারী সব সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে ঐক্যবদ্ধ থাকলে ন্যায়বিচার আরও এগিয়ে যাবে।’

গত শনিবার স্থানীয় সময় সকালে, পুলিশের ছদ্মবেশে এক বন্দুকধারী বাড়িতে ঢুকে রাজ্যসভার ডেমোক্র্যাট এমপি মেলিসা হোর্টম্যান এবং তাঁর স্বামীকে গুলি করে হত্যা করে। মিনেসোটা গভর্নর টিম ওয়ালজ জানান, সন্দেহভাজন হামলাকারী প্রথমে সিনেটর জন এ হফম্যানের বাড়িতে গুলি চালায়, এরপর প্রায় পাঁচ মাইল দূরে আরেক আইনপ্রণেতা হোর্টম্যান দম্পতির বাসায় হামলা চালায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তির সঙ্গে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে অভিযুক্ত পালিয়ে যায়। পরে, তার গাড়ি তল্লাশি করে একটি ম্যানিফেস্টো পাওয়া গেছে। সেখানে আরও কয়েকজন রাজনীতিক এবং সরকারি কর্মকর্তার নাম রয়েছে।

হামলায় হোর্টম্যান দম্পতি নিহত হলেও প্রাণে বেঁচে যান হফম্যান দম্পতি। তবে, তাঁরা গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও অন্যান্য তদন্ত সংস্থার তথ্যমতে, আটক ভ্যান্স বোয়েলটারই এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে।

দুই আইনপ্রণেতার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘মিনেসোটায় যে ঘটনা ঘটেছে তা মর্মান্তিক। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি করেছে। এই ধরনের ভয়ংকর সহিংসতা যুক্তরাষ্ট্রে আমরা কখনো মেনে নেব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত