Ajker Patrika

সৌদিকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা

সৌদিকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা

সৌদি আরবে সামরিক সহায়তার জন্য ৫০ কোটি ডলার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ। পুনর্বিবেচনার জন্য এটি কংগ্রেসে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে দেশটির প্রধান প্রতিরক্ষা কার্যালয় পেন্টাগন।

জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর সৌদি আরবের জন্য এটিই যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক সহায়তা অনুমোদন। যুক্তরাষ্ট্র সৌদির মানবাধিকার, ইয়ামেনের যুদ্ধে দেশটির সংশ্লিষ্টতার জন্য সমালোচনা করলেও সামরিক সহায়তা অব্যাহত রেখেছে। এ অর্থ অন্য কাজের মধ্যে প্রধানত দূরপাল্লার হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা হবে।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, সৌদিকে দেওয়া এ সহায়তা আমাদের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তার অংশ। এটি মধ্য প্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...