Ajker Patrika

যুক্তরাষ্ট্রে গির্জায় ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ৩

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১০: ৪৬
পুলিশকে গুলি করে গাড়ি ছিনতাই করে পালিয়ে যায় বন্দুকধারী। ছবি: সংগৃহীত
পুলিশকে গুলি করে গাড়ি ছিনতাই করে পালিয়ে যায় বন্দুকধারী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হলেন। গতকাল রোববার কেনটাকি অঙ্গরাজ্যের লেক্সিংটনে এক গির্জায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন, যাঁদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারী নিজেও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এ তথ্য জানিয়েছে।

লেক্সিংটন পুলিশপ্রধান লরেন্স ওয়েদারস সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময়বেলা ১১টা ৩৬ মিনিটে ফায়েট কাউন্টির ব্লু গ্রাস বিমানবন্দরের পাশে টার্মিনাল ড্রাইভে সন্দেহভাজন এক গাড়ি থামায় রাজ্য পুলিশ। এ সময় গাড়ি থেকে এক ব্যক্তি বেরিয়ে রাজ্য পুলিশের একজন সদস্যকে লক্ষ্য করে গুলি চালান। তবে, পুলিশ সদস্য তেমন আহত হননি। পরে, ওই ব্যক্তি অন্য একটি গাড়ি ছিনতাই করে প্রায় ২৫ কিলোমিটার দূরে লেক্সিংটনের রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে ঢুকে এলোপাতাড়ি গুলি করতে শুরু করেন। এতে চারজন গুলিবিদ্ধ হন।

ফায়েট কাউন্টি করোনার কার্যালয় থেকে জানানো হয়, নিহত দুই নারীর নাম বেভারলি গাম (৭২) ও ক্রিস্টিনা কম্বস (৩২)। তাঁরা ঘটনাস্থলেই মারা যান। আহত অপর দুই ব্যক্তির দুজনই পুরুষ। হামলাকারীর গির্জায় উপস্থিত ব্যক্তিদের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বন্দুকধারী ওই ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

লেক্সিংটনের ওই গির্জাটি একটি ছোট ধর্মীয় উপাসনালয়, যেখানে মূলত আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরাই প্রার্থনায় অংশ নেন।

ঘটনার তদন্ত শুরু করেছে কেনটাকি স্টেট পুলিশ ও পুলিশের পাবলিক ইন্টিগ্রিটি ইউনিট। কেনটাকি গভর্নর অ্যান্ডি বেসহিয়ার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমাদের দেশে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত