ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য ৯ হাজার ৫৩৪ কোটি ডলার সহায়তার বিল পাস করেছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষ ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেট। তবে নিম্নকক্ষ রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেনটেটিভে এটির ভাগ্য এখনো অনিশ্চিত।
যুক্তরাষ্ট্রের সিনেটে কোনো বিল পাস হতে হলে সর্বনিম্ন ৬০টি ভোট পেতে হয়। ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিলটি ৭০টি ভোট পেয়েছে। এ বিলের পক্ষে ২২ জন রিপাবলিকান সমর্থন জানিয়েছেন। বিলটি নিয়ে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
সিনেটে সংখ্যাগরিষ্ঠের নেতা চাক শুমার বলেন, ‘সিনেটে সম্ভবত কয়েক দশক পর এমন কোনো বিল পাস হয়েছে যা কেবল আমাদের জাতীয় নিরাপত্তাকেই প্রভাবিত করে না, আমাদের মিত্রদের নিরাপত্তা এবং পশ্চিমা গণতন্ত্রের নিরাপত্তাকেও প্রভাবিত করে।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এ তহবিলকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধে টিকে থাকতে দেশটি ক্ষয়িষ্ণু অর্থনীতিকে আবার সচল করার চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কয়েক মাস ধরেই এই প্যাকেজের জন্য কংগ্রেসকে চাপ দিয়ে আসছেন। তবে রিপাবলিকানদের বিরোধিতার মুখে বিশেষ করে হাউস অব রিপ্রেজেনটেটিভে এ বিল পাস হচ্ছিল না।
ইউক্রেন সহায়তার কঠোর বিরোধী আট রিপাবলিকান সিনেটর ছয় ঘণ্টারও বেশি সময় ধরে তর্কবিতর্ক চলে। সূর্যোদয়ের আগে সিনেটে ভোট গ্রহণ হয়।
এই প্যাকেজে ইসরায়েলের জন্য তহবিল, গাজায় অবস্থিত ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা ও তাইওয়ানের জন্য প্রতিরক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত।
এর মধ্যে ইউক্রেনের জন্য ৬ হাজার কোটি ডলার তহবিল অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে ইউক্রেন সেনাদের গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে। এই অর্থের বেশির ভাগই ইউক্রেনের সামরিক অভিযানকে সমর্থন করার জন্য এবং ফ্রন্টলাইনে পাঠানো অস্ত্র ও সরঞ্জামের মার্কিন সরবরাহ পুনরায় শুরু করতে ব্যয় করা হবে।
আরও ১ হাজার ৪০০ কোটি ডলার মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মার্কিন সামরিক অভিযান সহায়তা করতে ব্যয় হবে। আর চীনের আগ্রাসন প্রতিরোধ প্রচেষ্টার অংশ হিসেবে তাইওয়ানসহ ইন্দো–প্যাসিফিক অঞ্চলে মার্কিন অংশীদারদের সহায়তা করতে ব্যয় করা হবে ৮০০ কোটি ডলার।
এ ছাড়া ইউক্রেন, ইসরায়েল এবং গাজায় মানবিক সহায়তার জন্য প্রায় ১ হাজার কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। ফিলিস্তিনে যেখানে প্রায় এক চতুর্থাংশ জনসংখ্যা অনাহারে রয়েছে এবং ভূখণ্ডের একটি বড় অংশ ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে।
ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য ৯ হাজার ৫৩৪ কোটি ডলার সহায়তার বিল পাস করেছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষ ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেট। তবে নিম্নকক্ষ রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেনটেটিভে এটির ভাগ্য এখনো অনিশ্চিত।
যুক্তরাষ্ট্রের সিনেটে কোনো বিল পাস হতে হলে সর্বনিম্ন ৬০টি ভোট পেতে হয়। ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিলটি ৭০টি ভোট পেয়েছে। এ বিলের পক্ষে ২২ জন রিপাবলিকান সমর্থন জানিয়েছেন। বিলটি নিয়ে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
সিনেটে সংখ্যাগরিষ্ঠের নেতা চাক শুমার বলেন, ‘সিনেটে সম্ভবত কয়েক দশক পর এমন কোনো বিল পাস হয়েছে যা কেবল আমাদের জাতীয় নিরাপত্তাকেই প্রভাবিত করে না, আমাদের মিত্রদের নিরাপত্তা এবং পশ্চিমা গণতন্ত্রের নিরাপত্তাকেও প্রভাবিত করে।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এ তহবিলকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধে টিকে থাকতে দেশটি ক্ষয়িষ্ণু অর্থনীতিকে আবার সচল করার চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কয়েক মাস ধরেই এই প্যাকেজের জন্য কংগ্রেসকে চাপ দিয়ে আসছেন। তবে রিপাবলিকানদের বিরোধিতার মুখে বিশেষ করে হাউস অব রিপ্রেজেনটেটিভে এ বিল পাস হচ্ছিল না।
ইউক্রেন সহায়তার কঠোর বিরোধী আট রিপাবলিকান সিনেটর ছয় ঘণ্টারও বেশি সময় ধরে তর্কবিতর্ক চলে। সূর্যোদয়ের আগে সিনেটে ভোট গ্রহণ হয়।
এই প্যাকেজে ইসরায়েলের জন্য তহবিল, গাজায় অবস্থিত ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা ও তাইওয়ানের জন্য প্রতিরক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত।
এর মধ্যে ইউক্রেনের জন্য ৬ হাজার কোটি ডলার তহবিল অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে ইউক্রেন সেনাদের গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে। এই অর্থের বেশির ভাগই ইউক্রেনের সামরিক অভিযানকে সমর্থন করার জন্য এবং ফ্রন্টলাইনে পাঠানো অস্ত্র ও সরঞ্জামের মার্কিন সরবরাহ পুনরায় শুরু করতে ব্যয় করা হবে।
আরও ১ হাজার ৪০০ কোটি ডলার মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মার্কিন সামরিক অভিযান সহায়তা করতে ব্যয় হবে। আর চীনের আগ্রাসন প্রতিরোধ প্রচেষ্টার অংশ হিসেবে তাইওয়ানসহ ইন্দো–প্যাসিফিক অঞ্চলে মার্কিন অংশীদারদের সহায়তা করতে ব্যয় করা হবে ৮০০ কোটি ডলার।
এ ছাড়া ইউক্রেন, ইসরায়েল এবং গাজায় মানবিক সহায়তার জন্য প্রায় ১ হাজার কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। ফিলিস্তিনে যেখানে প্রায় এক চতুর্থাংশ জনসংখ্যা অনাহারে রয়েছে এবং ভূখণ্ডের একটি বড় অংশ ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে।
বোয়িং এয়ার ডমিন্যান্সের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার এবং সেন্ট লুইস শাখার জ্যেষ্ঠ নির্বাহী ড্যান গিলিয়ান বলেন, ‘আমাদের প্রস্তাবে গড়ে ৪০ শতাংশ বেতন বৃদ্ধির পাশাপাশি বিকল্প কাজের সময়সূচি নিয়ে শ্রমিকদের মূল সমস্যার সমাধান ছিল। তা সত্ত্বেও তারা প্রস্তাবটি প্রত্যাখ্যান করায় আমরা হতাশ।’
৩৬ মিনিট আগেচীনে মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নেওয়া হয়েছে কোভিড-১৯ মহামারির সময়ের মতো কঠোর ব্যবস্থা। চীনে এই ভাইরাস তুলনামূলকভাবে বিরল হলেও, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকার কিছু অঞ্চলে এর প্রাদুর্ভাব সাধারণ ঘটনা।
১ ঘণ্টা আগেগাজায় ইসরায়েলি হামলায় গতকাল সোমবার অন্তত ৭৪ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মৃত্যু হয় ৩৬ জনের। ভোররাতে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা।
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপের মুখে রাশিয়া ১৯৮৭ সালের মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র (আইনএফ) চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে। স্বল্প ও মধ্যম পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা থেকে সরে আসার জন্য মস্কো ‘পশ্চিমা দেশগুলোর...
২ ঘণ্টা আগে