Ajker Patrika

ইমরানের বার্তা মাওলানা ফজলের কাছে পৌঁছে দিলেন পিটিআই প্রতিনিধিরা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯: ৫৮
ইমরানের বার্তা মাওলানা ফজলের কাছে পৌঁছে দিলেন পিটিআই প্রতিনিধিরা

গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর থেকেই পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে একের পর এক দৃশ্যের অবতারণা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার দেশটির কারাবন্দী নেতা ইমরান খানের একটি বার্তা নিয়ে জমিয়াত উলেমা-ই-ইসলামির (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রেহমানের বাসভবনে গিয়েছিল পিটিআইয়ের একটি প্রতিনিধিদল। 

এ বিষয়ে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের একটি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, মাওলানার বাসভবনে যাওয়া পিটিআই প্রতিনিধিদের মধ্যে ছিলেন আসাদ কায়সার, আমির দোগার, ব্যারিস্টার সাইফ ও ফজল আহমেদ। এই প্রতিনিধিদলে পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী থাকবেন জানানো হলেও শেষ পর্যন্ত তিনি অনুপস্থিত ছিলেন। 

প্রতিনিধিদলটি সাম্প্রতিক নির্বাচন এবং দেশের চলমান রাজনৈতিক পটভূমি সম্পর্কে আলোচনা করার জন্য মাওলানা ফজলের সঙ্গে একটি বৈঠক করেছে। 

সূত্রের বরাত দিয়ে ট্রিবিউন জানিয়েছে, ওই বৈঠকেই পিটিআই প্রতিনিধিদল মাওলানা ফজলুর রেহমানের (ফজল) কাছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একটি বার্তা পৌঁছে দেন। 

পিটিআই প্রতিনিধিরা মাওলানাকে ভোটের সময় কথিত কারচুপির বিরুদ্ধে যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানান। 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইমরান খানের বিরুদ্ধে জেইউআই-এফ দলের প্রধান মাওলানা ফজলুর রেহমান একটি বড় ধরনের বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন। সেই সময় ইমরানকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধীদের যে জোট গঠিত হয়েছিল, তার মধ্যে মাওলানাও ছিলেন। তবে পাকিস্তানের সাম্প্রতিক নির্বাচনে এবার ভোট ডাকাতির অভিযোগ এনেছেন তিনি। 

ভোট ডাকাতির অভিযোগে আগামী শনিবার পাকিস্তানজুড়ে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে ইমরান খানের দল পিটিআই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত