পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি হয়েছে দেশটির সুপ্রিম কোর্টে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওমর আতা বানদিয়ালের নেতৃত্বে তিন সদস্যর একটি বেঞ্চ এই শুনানি করেছেন।
শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি ইমরানের আইনজীবীকে জিজ্ঞেস করেন, ইমরানকে গ্রেপ্তারের সময় কতজন রেঞ্জার সেনা আদালত চত্বরে প্রবেশ করেছিলেন। এই প্রশ্নের জবাবে ইমরানের আইনজীবী বলেন, পিটিআইয়ের প্রধান ইমরানকে গ্রেপ্তার করতে ১০০ জন রেঞ্জার সদস্য আদালত প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন।
আইনজীবী আদালতের কাছে জানতে চান, আদালত প্রাঙ্গণে ৯০ জন একসঙ্গে প্রবেশ করলে আদালতের কি মর্যাদা থাকে? আদালত চত্বর থেকে কীভাবে একজনকে গ্রেপ্তার করা যায়?
ইমরানের আইনজীবী আরও বলেন, অতীতে আদালতের ভেতরে ভাঙচুরের অভিযোগে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করেন, তাহলে তাঁকে গ্রেপ্তার করার অর্থ কী?
এই আইনজীবী আরও বলেন, এনএবি ‘আদালত অবমাননা’ করেছে। গ্রেপ্তারের জন্য তাদের আদালতের কাছ থেকে অনুমতি নিতে হতো। আদালতের কর্মীরাও লাঞ্ছিত হয়েছেন।
ইমরানের আইনজীবী এ ঘটনায় পাকিস্তানের অ্যাটর্নি জেনারেলকে তলব করার সুপারিশ করেন।
প্রধান বিচারপতি বানদিয়াল জোর দিয়ে বলেন, ন্যায়বিচারের জন্য সবার আদালতে আসার সুযোগ থাকতে হবে এবং যে কেউ আদালতের দ্বারস্থ হতে যাতে নিরাপদ বোধ করেন।
ইমরানের আইনজীবী আদালতে আরও বলেন, ‘পিটিআইর প্রধানকে জঙ্গিদের মতো গ্রেপ্তার করা হয়েছে। কেননা, গ্রেপ্তারের পরেই আমরা জানতে পেরেছি ১ মে এই গ্রেপ্তারের আদেশ জারি করা হয়েছিল।’
ইমরানের আরেক আইনজীবী সালমান আকরাম রাজা আদালতকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব তাঁদের বলেছিলেন যে তিনি এখনো গ্রেপ্তারি পরোয়ানা পাননি। এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘যা-ই হোক না কেন, ইমরানের এই গ্রেপ্তারকে মুলতবি করাই শ্রেয় ছিল।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি হয়েছে দেশটির সুপ্রিম কোর্টে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওমর আতা বানদিয়ালের নেতৃত্বে তিন সদস্যর একটি বেঞ্চ এই শুনানি করেছেন।
শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি ইমরানের আইনজীবীকে জিজ্ঞেস করেন, ইমরানকে গ্রেপ্তারের সময় কতজন রেঞ্জার সেনা আদালত চত্বরে প্রবেশ করেছিলেন। এই প্রশ্নের জবাবে ইমরানের আইনজীবী বলেন, পিটিআইয়ের প্রধান ইমরানকে গ্রেপ্তার করতে ১০০ জন রেঞ্জার সদস্য আদালত প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন।
আইনজীবী আদালতের কাছে জানতে চান, আদালত প্রাঙ্গণে ৯০ জন একসঙ্গে প্রবেশ করলে আদালতের কি মর্যাদা থাকে? আদালত চত্বর থেকে কীভাবে একজনকে গ্রেপ্তার করা যায়?
ইমরানের আইনজীবী আরও বলেন, অতীতে আদালতের ভেতরে ভাঙচুরের অভিযোগে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করেন, তাহলে তাঁকে গ্রেপ্তার করার অর্থ কী?
এই আইনজীবী আরও বলেন, এনএবি ‘আদালত অবমাননা’ করেছে। গ্রেপ্তারের জন্য তাদের আদালতের কাছ থেকে অনুমতি নিতে হতো। আদালতের কর্মীরাও লাঞ্ছিত হয়েছেন।
ইমরানের আইনজীবী এ ঘটনায় পাকিস্তানের অ্যাটর্নি জেনারেলকে তলব করার সুপারিশ করেন।
প্রধান বিচারপতি বানদিয়াল জোর দিয়ে বলেন, ন্যায়বিচারের জন্য সবার আদালতে আসার সুযোগ থাকতে হবে এবং যে কেউ আদালতের দ্বারস্থ হতে যাতে নিরাপদ বোধ করেন।
ইমরানের আইনজীবী আদালতে আরও বলেন, ‘পিটিআইর প্রধানকে জঙ্গিদের মতো গ্রেপ্তার করা হয়েছে। কেননা, গ্রেপ্তারের পরেই আমরা জানতে পেরেছি ১ মে এই গ্রেপ্তারের আদেশ জারি করা হয়েছিল।’
ইমরানের আরেক আইনজীবী সালমান আকরাম রাজা আদালতকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব তাঁদের বলেছিলেন যে তিনি এখনো গ্রেপ্তারি পরোয়ানা পাননি। এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘যা-ই হোক না কেন, ইমরানের এই গ্রেপ্তারকে মুলতবি করাই শ্রেয় ছিল।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীর্ঘ ৬ বছর পর চীন সফরে যাচ্ছেন। তাঁর চীন সফরের ঘোষণাটি এমন এক সময়ে এল, যখন ভারতের একসময়ের কৌশলগত মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক একপ্রকার তলানিতে ঠেকেছে। যে সময়ে মোদি বেইজিংয়ে অবস্থান করবেন, ঠিক একই সময়ে চীন সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে নাভাহো জনজাতির অন্তর্গত এলাকায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের পাহাড়ঘেরা কোহিস্তান অঞ্চলের এক গলতে থাকা হিমবাহের নিচ থেকে উদ্ধার হয়েছে ২৮ বছর আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহ। দীর্ঘ সময় বরফের নিচে থাকার পরও অবিকৃত দেহ ও অক্ষত পোশাক দেখে হতবাক হয়ে পড়েছেন উদ্ধারকারী রাখাল ও স্থানীয়রা।
৩ ঘণ্টা আগেজাপানের হিরোশিমায় বিশ্বের প্রথম পারমাণবিক বোমা হামলার ৮০ তম বার্ষিকী আজ। এ উপলক্ষে শহরটিতে হাজারো মানুষ জড়ো হয়েছেন। স্মরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বোমা হামলা থেকে বেঁচে যাওয়া মানুষ, সরকারি কর্মকর্তারা ও ১২০টি দেশ ও অঞ্চলের প্রতিনিধি। অনুষ্ঠানে তাঁরা পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য নতুন করে আহ্বান
৩ ঘণ্টা আগে