আজকের পত্রিকা ডেস্ক
আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে তাদের ‘সার্বভৌম ভূখণ্ড লঙ্ঘন’ করার অভিযোগ এনেছে। আজ শুক্রবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনাকে ‘সহিংস ও উসকানিমূলক’ বলে আখ্যা দিয়েছে।
আজ বিবিসি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে কাবুলে দুটি বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা যায়। আফগান মন্ত্রণালয়ের দাবি, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাতিকা প্রদেশের এক বেসামরিক বাজারে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে বেশ কয়েকটি দোকান ধ্বংস হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে পাকিস্তান এখনো এ হামলার কথা স্বীকার বা অস্বীকার করেনি। আজ পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনি আরও বলেন, পাকিস্তানি নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষায় যা করা প্রয়োজন, তা করা হবে।
পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, পাকিস্তান-তালেবান বা টিটিপিকে নিজেদের ভূখণ্ডে কার্যক্রম চালাতে দিচ্ছে আফগান তালেবান। তবে এই অভিযোগ তালেবান সরকার বরাবরই অস্বীকার করেছে। কাবুলে শোনা বিস্ফোরণগুলো টিটিপি নেতা নুর ওয়ালি মেহসুদের ওপর হামলা ছিল বলে খবর ছড়ায়। পরে মেহসুদের একটি ভয়েস মেসেজ প্রকাশ করে জানানো হয়, তিনি জীবিত আছেন।
বিবিসি আফগানের প্রতিবেদক আজ ঘটনাস্থলে কোনো বিস্ফোরণের চিহ্ন না পেলেও তালেবান বাহিনীর উপস্থিতি ও চেকপোস্ট বাড়ানোর খবর দিয়েছেন।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করেছে, পরিস্থিতি আরও খারাপ হলে এর পূর্ণ দায় পাকিস্তান সেনাবাহিনীকে নিতে হবে। তবে ভারতের দিল্লিতে সফররত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, ‘পাকিস্তান যেন এ ভুলের পুনরাবৃত্তি না করে। আমাদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব, যুদ্ধের মাধ্যমে নয়।’
আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে তাদের ‘সার্বভৌম ভূখণ্ড লঙ্ঘন’ করার অভিযোগ এনেছে। আজ শুক্রবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনাকে ‘সহিংস ও উসকানিমূলক’ বলে আখ্যা দিয়েছে।
আজ বিবিসি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে কাবুলে দুটি বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা যায়। আফগান মন্ত্রণালয়ের দাবি, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাতিকা প্রদেশের এক বেসামরিক বাজারে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে বেশ কয়েকটি দোকান ধ্বংস হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে পাকিস্তান এখনো এ হামলার কথা স্বীকার বা অস্বীকার করেনি। আজ পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনি আরও বলেন, পাকিস্তানি নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষায় যা করা প্রয়োজন, তা করা হবে।
পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, পাকিস্তান-তালেবান বা টিটিপিকে নিজেদের ভূখণ্ডে কার্যক্রম চালাতে দিচ্ছে আফগান তালেবান। তবে এই অভিযোগ তালেবান সরকার বরাবরই অস্বীকার করেছে। কাবুলে শোনা বিস্ফোরণগুলো টিটিপি নেতা নুর ওয়ালি মেহসুদের ওপর হামলা ছিল বলে খবর ছড়ায়। পরে মেহসুদের একটি ভয়েস মেসেজ প্রকাশ করে জানানো হয়, তিনি জীবিত আছেন।
বিবিসি আফগানের প্রতিবেদক আজ ঘটনাস্থলে কোনো বিস্ফোরণের চিহ্ন না পেলেও তালেবান বাহিনীর উপস্থিতি ও চেকপোস্ট বাড়ানোর খবর দিয়েছেন।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করেছে, পরিস্থিতি আরও খারাপ হলে এর পূর্ণ দায় পাকিস্তান সেনাবাহিনীকে নিতে হবে। তবে ভারতের দিল্লিতে সফররত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, ‘পাকিস্তান যেন এ ভুলের পুনরাবৃত্তি না করে। আমাদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব, যুদ্ধের মাধ্যমে নয়।’
সর্বশেষ সংখ্যার প্রচ্ছদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। কিন্তু এই ছবি পছন্দ না হওয়ায় ম্যাগাজিনটির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। দাবি করেছেন—ছবিতে তাঁর চুল ‘গায়েব’ করে দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগেমাদাগাস্কারের সামরিক বাহিনী দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় রেডিওতে ঘোষণা দিয়েছেন কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা। জেন-জি আন্দোলনের জেরে প্রেসিডেন্ট অ্যান্দ্রি রাজোয়েলিনা দেশ ত্যাগ করার পর এ ঘোষণা এসেছে।
১০ ঘণ্টা আগেগাজা ও মিসরের মধ্যে অবস্থিত রাফাহ সীমান্ত ক্রসিং দিয়েই মূলত গাজায় মানবিক সহায়তা পাঠানো হয়। কিন্তু এই ক্রসিং এখনো খুলে দেওয়া হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। এর ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তার প্রবাহ কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
১১ ঘণ্টা আগেমিসরে অনুষ্ঠিত গাজা সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে দেখে ‘বিউটিফুল’ বা ‘সুন্দরী’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত ওই সম্মেলনের মঞ্চে একমাত্র নারী নেতা হিসেবে উপস্থিত ছিলেন মেলোনি।
১২ ঘণ্টা আগে