Ajker Patrika

গাজায় প্রতি ঘণ্টায় ৩ শিশু আহত হচ্ছে

আপডেট : ১৭ মে ২০২১, ১৪: ৫৮
গাজায় প্রতি ঘণ্টায় ৩ শিশু আহত হচ্ছে

ঢাকা: গত ৯ মে থেকে শুরু গাজা ভূখণ্ডে শুরু হওয়া সংঘর্ষে প্রতি ঘণ্টায় প্রায় তিন জন আহত হচ্ছে। শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে আজ সোমবার এমনটি জানানো হয়েছে।

 সংস্থাটি বলছে, ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনির সংঘাতে এ পর্যন্ত ৬০ শিশু নিহত হয়েছে। এদের মধ্যে ৫৮ জন ফিলিস্তিনি শিশু এবং দুই জন ইসরায়েলি শিশু রয়েছে। এছাড়া এই সংঘাতে এখন পর্যন্ত আহত হয়েছে ৩৬৬ শিশু।

এ নিয়ে সেভ দ্য চিলড্রেনের ফিলিস্তিন কান্ট্রি ডিরেক্টর জেসন লি বলেছেন, ‌‌আন্তর্জাতিক সম্প্রদায় ব্যবস্থা নেওয়ার আগে আর কতগুলো পরিবার তাদের প্রিয়জনের মৃত্যু দেখবে। নিজের ঘরে যখন বিমান হামলা চলে তখন এসব শিশু আর কোথায় পালিয়ে তাদের জীবন বাঁচাবে।’

তিনি আরও বলেন, ‘গাজার অনেক পরিবার ও আমাদের কর্মীরা বলছেন যে, এমন পরিস্থিতি দেখে তাদের হৃদয় ভেঙে যাচ্ছে। তারা মনে হচ্ছে, তারা নরকে বাস করছেন। '

গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েল ও হামাসের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে।  এই সংঘাতে এখন পর্যন্ত ১৯২ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববারও ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামাসের হামলায় ইসরায়েলেরও ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত