Ajker Patrika

জেরুজালেমে বাসে বন্দুক হামলা, আহত ৮

আজকের পত্রিকা ডেস্ক
জেরুজালেমে বাসে বন্দুক হামলা, আহত ৮

ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে বন্দুক হামলায় আটজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্য়ে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এরা সবাই ইসরায়েলি নাগরিক। আজ রোববার সকালে ইহুদিদের তীর্থস্থান ওয়েস্টার্ন হলের কাছে একটি বাসে এই হামলার ঘটনা ঘটে। এ সময় বাসটি পার্কিং লটে দাঁড়িয়ে ছিল। 

আল জাজিরা জানিয়েছে, আহতদের মধ্য়ে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। এরই মধ্যে হামলাকারীকে আটক করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি। এ ঘটনার পর ফিলিস্তিনিদের এলাকা সিলওয়ানে অভিযান চালায় পুলিশ। তারা বাড়ি বাড়ি গিয়ে অনেক ফিলিস্তিনিকে আটক করেছে। 

গত সপ্তাহে গাজা ও পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষের পর এই হামলার ঘটনা ঘটল। ওই সময় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সদস্যদের বিরুদ্ধে বিমান হামলা চালায় ইসরায়েল। এ সময় বোমায় ১৭ শিশুসহ ৪৯ জন ফিলিস্তিনি নিহত হন। এদের মধ্যে ইসলামিক জিহাদের দুই নেতাও ছিলেন। আহত হন আরও কয়েকশ ফিলিস্তিনি। 

হামলার জবাবে ইসরায়েলে রকেট হামলা চালায় ইসলামিক জিহাদ। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে মিসরের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে আসে দুই পক্ষই। একই সঙ্গে ইসলামিক জিহাদের দুই নেতাকে ইসরায়েলের কাছ থেকে মুক্তির প্রক্রিয়াও চলছে। এসব ঘটনায় অংশ নেয়নি গাজার শাসক গোষ্ঠী হামাস। বিশ্লেষকেরা এই অস্ত্রবিরতিকে ভঙ্গুর হিসেবে অভিহিত করেছেন। 

পশ্চিম জেরুজালেম ভিত্তিক মধ্য়প্রাচ্য় বিশেষজ্ঞ জোনি বেন মেনাচেম বলেন, ‘এই পরিস্থিতি উদ্বেগ ও হতাশার। গাজায় যা ঘটেছে সেটি ফিলিস্তিনিরা খুবই নিরাশ। এটি তাদের জন্য় ইসরায়েলের কাছে ইসলামিক জিহাদের পরাজয়। এখন অস্ত্রবিরতির এই সময় ব্যাপক উদ্বেগের। কেননা ইসলামিক জিহাদ তাদের নেতাদের মুক্তির দাবি চালিয়ে যাচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত