বেশ কয়েক দিন আগে গাজা সমুদ্রতীরের শরণার্থীশিবির থেকে ফিলিস্তিনিদের দক্ষিণে পালিয়ে যেতে বলেছিল ইসরায়েলি বাহিনী; বলেছিল দক্ষিণই হবে নিরাপদ আশ্রয়।
ইসরায়েলি বাহিনীর আশ্বাসে একরকম হাঁপ ছেড়ে বেঁচেছিল ১৮ বছর বয়সী দিমা আল্লামদানির পরিবার; ভেবেছিল এবার বুঝি অবিরত বিমান হামলার থেকে রক্ষা পাবে।
কিন্তু সেই ভরসার কোনো জায়গা রাখেনি ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজার খান ইউনিস শহরে আশ্রয় নিলেও দিমার পরিবারকে কেড়ে নিয়েছে বিমান হামলা। মর্গে শত শত লাশের মধ্যে খুঁজছে সে প্রিয় স্বজনদের, যেন তার জীবন টিকে আছে শুধু স্বজনদের লাশ শনাক্ত করার জন্য।
আল্লামদানি বলছে, ইসরায়েলি বিমান হামলায় মা-বাবা, সাত ভাই-বোন এবং চাচার পরিবারের চার সদস্যকে হারিয়েছে। তার স্পষ্ট ভাষ্য, ‘তারা আমাদের বলেছে, এ জায়গা ছেড়ে খান ইউনিসে চলে যাও। কারণ, তা নিরাপদ। তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং আমাদের ওপর বোমা হামলা করেছে।’
লামদানি জানায়, তার স্বজনেরা দুটি গাড়ি নিয়ে গাজা ছেড়ে যাচ্ছিল। ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় অবিরত বোমা হামলা চালাতে থাকে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে লামদানি বলেছে, তার পরিবার খান ইউনিসের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ছিল। ‘তখন ভোর সাড়ে ৪টা। আমি জেগে ছিলাম আর আমার চাচির সঙ্গে কফি খাচ্ছিলাম। হঠাৎই আমার চারপাশে সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। আমার চারপাশে সবাই চিৎকার করছিল, তাই আমিও চিৎকার করছিলাম।’
লামদানির মুখের এক পাশ ক্ষত-বিক্ষত হয়েছিল। ১৭ অক্টোবর মর্গে পরিবারের সদস্যদের লাশ শনাক্ত করার পর সে জানতে পারে, শুধু তার ভাই ও দুই ছোট চাচাতো ভাই বেঁচে আছে।
‘এটা একটা দুঃস্বপ্ন। এটা কখনোই আমার স্মৃতি থেকে মুছবে না। আমার ১৬ বছরের একটি বোন ছিল। তার মৃতদেহ মুড়িয়ে নেওয়ার সময় তারা সাদা খাতায় আমার নাম লিখেছিল। তাঁরা ভেবেছিল এটা আমি।’
মিসর থেকে আসা ত্রাণের ট্রাক
ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, ‘গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণাঞ্চলে সরে যেতে এবং গাজায় হামাস বাহিনীর ঘাঁটিতে অবস্থান না করার হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।’
তিনি বলেন, ‘তবে শেষ পর্যন্ত হামাস বাহিনী গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের মধ্যে মিশে যায়। তাই যেখানেই হামাস বাহিনী দেখা যাবে জঙ্গি নির্মূল করার জন্য সেখানেই আইডিএফ হামলা করবে। এ ক্ষেত্রে বেসামরিক নাগরিকদের ক্ষতি হ্রাস করার সম্ভাব্য ব্যবস্থা নেওয়া হবে।’
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের দুই সপ্তাহব্যাপী বোমা হামলায় ৫ হাজারের বেশি নিহত ও ১৫ হাজারের বেশি আহত হয়েছে।
৭ অক্টোবরের পর গাজা উপত্যকা সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে ফেলে ইসরায়েল। ২৩ লাখ বাসিন্দার আবাসস্থল গাজায় এখন পানি, খাবার, ওষুধ ও জ্বালানি শেষ হয়ে আসছে।
গতকাল সোমবার ত্রাণকর্মী ও নিরাপত্তাকর্মীরা বলেন, গাজার উদ্দেশে মিসর থেকে তৃতীয় দফায় ত্রাণের ট্রাক রাফাহ সীমান্ত পার হয়েছে। রাফাহ হলো গাজার প্রধান ক্রসিং, যা ইসরায়েল সীমান্তে নেই।
জাতিসংঘের কর্মকর্তারা বলছে, গাজার চাহিদা পূরণ করার জন্য দৈনিক প্রায় ১০০ ট্রাক ত্রাণ প্রয়োজন। গত শনিবার ও রোববার ৩৪ ট্রাক ত্রাণ এসেছিল।
গাজার স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা বলেন, গতকাল সোমবার তুরস্ক গাজার উদ্দেশে দুই প্লেন চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় ত্রাণ পাঠিয়েছে এবং আরও দুই প্লেন পাঠানো হবে।
হামাসের দেওয়া এক বিবৃতি অনুসারে, গাজায় আরও সহায়তা প্রয়োজন। ‘গত দুদিনে গাজা উপত্যকায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশ করতে দেওয়া বর্বর আগ্রাসন এবং চলমান অবরোধের সময় আমাদের জনগণের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তার জবাব দেয় না।’
খান ইউনিসে জাতিসংঘের এক স্কুলে আশ্রয় নিয়েছেন স্ত্রী, আট সন্তানসহ নাসের আবু আমের। তাঁরা খাবার ও পানির জন্য উদ্গ্রীব হয়ে আছেন বলে জানান তিনি।
আমের বলেন, ‘কিসের সহায়তা? তাঁরা আমাদের ২টি করে কৌটাজাত খাবার দিচ্ছে, কিসের জন্য? বাচ্চাদের সকালের নাশতা, দুপুরের খাবার ও রাতের খাবারের জন্য?’
বেশ কয়েক দিন আগে গাজা সমুদ্রতীরের শরণার্থীশিবির থেকে ফিলিস্তিনিদের দক্ষিণে পালিয়ে যেতে বলেছিল ইসরায়েলি বাহিনী; বলেছিল দক্ষিণই হবে নিরাপদ আশ্রয়।
ইসরায়েলি বাহিনীর আশ্বাসে একরকম হাঁপ ছেড়ে বেঁচেছিল ১৮ বছর বয়সী দিমা আল্লামদানির পরিবার; ভেবেছিল এবার বুঝি অবিরত বিমান হামলার থেকে রক্ষা পাবে।
কিন্তু সেই ভরসার কোনো জায়গা রাখেনি ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজার খান ইউনিস শহরে আশ্রয় নিলেও দিমার পরিবারকে কেড়ে নিয়েছে বিমান হামলা। মর্গে শত শত লাশের মধ্যে খুঁজছে সে প্রিয় স্বজনদের, যেন তার জীবন টিকে আছে শুধু স্বজনদের লাশ শনাক্ত করার জন্য।
আল্লামদানি বলছে, ইসরায়েলি বিমান হামলায় মা-বাবা, সাত ভাই-বোন এবং চাচার পরিবারের চার সদস্যকে হারিয়েছে। তার স্পষ্ট ভাষ্য, ‘তারা আমাদের বলেছে, এ জায়গা ছেড়ে খান ইউনিসে চলে যাও। কারণ, তা নিরাপদ। তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং আমাদের ওপর বোমা হামলা করেছে।’
লামদানি জানায়, তার স্বজনেরা দুটি গাড়ি নিয়ে গাজা ছেড়ে যাচ্ছিল। ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় অবিরত বোমা হামলা চালাতে থাকে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে লামদানি বলেছে, তার পরিবার খান ইউনিসের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ছিল। ‘তখন ভোর সাড়ে ৪টা। আমি জেগে ছিলাম আর আমার চাচির সঙ্গে কফি খাচ্ছিলাম। হঠাৎই আমার চারপাশে সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। আমার চারপাশে সবাই চিৎকার করছিল, তাই আমিও চিৎকার করছিলাম।’
লামদানির মুখের এক পাশ ক্ষত-বিক্ষত হয়েছিল। ১৭ অক্টোবর মর্গে পরিবারের সদস্যদের লাশ শনাক্ত করার পর সে জানতে পারে, শুধু তার ভাই ও দুই ছোট চাচাতো ভাই বেঁচে আছে।
‘এটা একটা দুঃস্বপ্ন। এটা কখনোই আমার স্মৃতি থেকে মুছবে না। আমার ১৬ বছরের একটি বোন ছিল। তার মৃতদেহ মুড়িয়ে নেওয়ার সময় তারা সাদা খাতায় আমার নাম লিখেছিল। তাঁরা ভেবেছিল এটা আমি।’
মিসর থেকে আসা ত্রাণের ট্রাক
ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, ‘গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণাঞ্চলে সরে যেতে এবং গাজায় হামাস বাহিনীর ঘাঁটিতে অবস্থান না করার হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।’
তিনি বলেন, ‘তবে শেষ পর্যন্ত হামাস বাহিনী গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের মধ্যে মিশে যায়। তাই যেখানেই হামাস বাহিনী দেখা যাবে জঙ্গি নির্মূল করার জন্য সেখানেই আইডিএফ হামলা করবে। এ ক্ষেত্রে বেসামরিক নাগরিকদের ক্ষতি হ্রাস করার সম্ভাব্য ব্যবস্থা নেওয়া হবে।’
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের দুই সপ্তাহব্যাপী বোমা হামলায় ৫ হাজারের বেশি নিহত ও ১৫ হাজারের বেশি আহত হয়েছে।
৭ অক্টোবরের পর গাজা উপত্যকা সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে ফেলে ইসরায়েল। ২৩ লাখ বাসিন্দার আবাসস্থল গাজায় এখন পানি, খাবার, ওষুধ ও জ্বালানি শেষ হয়ে আসছে।
গতকাল সোমবার ত্রাণকর্মী ও নিরাপত্তাকর্মীরা বলেন, গাজার উদ্দেশে মিসর থেকে তৃতীয় দফায় ত্রাণের ট্রাক রাফাহ সীমান্ত পার হয়েছে। রাফাহ হলো গাজার প্রধান ক্রসিং, যা ইসরায়েল সীমান্তে নেই।
জাতিসংঘের কর্মকর্তারা বলছে, গাজার চাহিদা পূরণ করার জন্য দৈনিক প্রায় ১০০ ট্রাক ত্রাণ প্রয়োজন। গত শনিবার ও রোববার ৩৪ ট্রাক ত্রাণ এসেছিল।
গাজার স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা বলেন, গতকাল সোমবার তুরস্ক গাজার উদ্দেশে দুই প্লেন চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় ত্রাণ পাঠিয়েছে এবং আরও দুই প্লেন পাঠানো হবে।
হামাসের দেওয়া এক বিবৃতি অনুসারে, গাজায় আরও সহায়তা প্রয়োজন। ‘গত দুদিনে গাজা উপত্যকায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশ করতে দেওয়া বর্বর আগ্রাসন এবং চলমান অবরোধের সময় আমাদের জনগণের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তার জবাব দেয় না।’
খান ইউনিসে জাতিসংঘের এক স্কুলে আশ্রয় নিয়েছেন স্ত্রী, আট সন্তানসহ নাসের আবু আমের। তাঁরা খাবার ও পানির জন্য উদ্গ্রীব হয়ে আছেন বলে জানান তিনি।
আমের বলেন, ‘কিসের সহায়তা? তাঁরা আমাদের ২টি করে কৌটাজাত খাবার দিচ্ছে, কিসের জন্য? বাচ্চাদের সকালের নাশতা, দুপুরের খাবার ও রাতের খাবারের জন্য?’
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৪ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
৫ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৬ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৭ ঘণ্টা আগে