অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের জেনিন শরণার্থী ক্যাম্পে ড্রোন হামলার পাশাপাশি বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। গতকাল সোমবার শুরু হওয়া এই অভিযান গত ২০ বছরের মধ্যে ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় হামলা। এই অভিযানে কমপক্ষে ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনীর ১ থেকে ২ হাজার সেনা এই অভিযানে অংশ নিয়েছেন। তাঁদের সঙ্গে লড়াইয়ে জড়িয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। গতকাল স্থানীয় সময় বিকেল নাগাদ বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনারা বলছে, এ অভিযান এখনই থামবে না। আগামী দুই-তিন দিন ধরে চলতে পারে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় আরও ১০০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। হামলা শুরুর কয়েক ঘণ্টা পর পর্যন্ত ড্রোন উড্ডয়নের শব্দের পাশাপাশি শহরজুড়ে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। শহরের ঘনবসতিপূর্ণ শরণার্থীশিবির ঘিরে গড়ে ওঠা ফিলিস্তিনি যোদ্ধাদের সংগঠন জেনিন ব্রিগেড বলেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াইয়ে জড়িয়েছে এবং একটি ড্রোন ভূপাতিত করেছে।
তবে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত সাতজন ফিলিস্তিনি নিহত হওয়ার কথা বলেছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, তাঁদের লক্ষ্যবস্তু সাধারণ ফিলিস্তিনিরা নয়, বরং জেনিনে এবং শরণার্থীশিবিরে অবস্থানরত জঙ্গি গ্রুপগুলো, যারা ইরানের পৃষ্ঠপোষকতা পাচ্ছে বলে দাবি তাঁর।
দুই দশক আগের দ্বিতীয় ইন্তিফাদার পর জেনিন শহরে এ ধরনের বড় অভিযানের ঘটনা বিরল। সকালে কমপক্ষে ছয়টি ড্রোন শহরের ওপর ও শরণার্থীশিবিরের আশপাশে উড়তে দেখা গেছে। আধা বর্গকিলোমিটারের কম এলাকার এই শিবিরে প্রায় ১৪ হাজার শরণার্থী গাদাগাদি করে থাকেন।
এই শরণার্থীশিবির ঘিরে পশ্চিম তীরে সহিংসতা বাড়ছে। এক বছরের বেশি সময় ধরে জেনিনের মতো শহরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনিদের হামলায় প্রাণহানির পাশাপাশি ফিলিস্তিনি গ্রামগুলোতে ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডব চালানোর ঘটনা ঘটেছে।
জেনিনের কিছু রাস্তায় ফিলিস্তিনিরা টায়ার পুড়িয়ে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ করছে। ইসরায়েলি সামরিক জিপের দিকে তরুণ ফিলিস্তিনিরা পাথর ছুড়লে সৈন্যরা পাল্টা গুলি করছে। এ অবস্থায় জরুরি বৈঠক ডেকেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
এদিকে ইসরায়েলের আগ্রাসনের কারণে জেনিন শিবিরটি বন্ধ করে দেওয়ায় অ্যাম্বুলেন্সগুলোও সেখানে ঢুকতে পারছে না। একজন অ্যাম্বুলেন্সচালক আল আহমদ রয়টার্স বার্তা সংস্থাকে বলেছেন, পরিস্থিতি এখন আসল যুদ্ধক্ষেত্রের মতো মনে হচ্ছে, অ্যাম্বুলেন্সগুলো আহত লোকে ভর্তি হয়ে হাসপাতালের দিকে যাচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা জেনিন এলাকায় ‘সন্ত্রাসী অবকাঠামোর’ ওপর আঘাত হানছে এবং ২০ জন ফিলিস্তিনিকে আটক করেছে। কিন্তু ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহামেদ শেতায়েহ বলেছেন, ইসরায়েল ক্যাম্পটি ধ্বংস করে এখানকার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার চেষ্টা করছে।
প্রচণ্ড বন্দুকযুদ্ধের মধ্যে জেনিন ব্রিগেড নামে একটি ফিলিস্তিনি গ্রুপ জানিয়েছে, তারা তাদের শেষ নিশ্বাস ও বুলেট থাকা পর্যন্ত লড়াই করে যাবে। কয়েকটি ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপ মিলে এই জেনিন ব্রিগেড গঠিত বলে জানা যায়। পশ্চিম তীরের রামাল্লায়ও একটি বিক্ষোভ চলাকালে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
জেনিন শহরের অবস্থান অধিকৃত পশ্চিম তীরের উত্তর দিকে এবং এই ক্যাম্প ১৯৫০-এর দশকের শুরুর দিকে স্থাপন করা হয়েছিল, ১৯৪৮-৪৯ সালের যুদ্ধের সময় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য।
গত এক বছরের মধ্যে জেনিনের শরণার্থীশিবিরের ওপর একাধিক ইসরায়েলি সামরিক অভিযান চালানো হয়েছে, এবং ইসরায়েলিদের লক্ষ্য করে বেশ কিছু গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। এসব হামলায় ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া গাজা উপত্যকায় আরও ৩৬ জন নিহত হয়েছে।
ফিলিস্তিনের জেনিন শরণার্থী ক্যাম্পে ড্রোন হামলার পাশাপাশি বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। গতকাল সোমবার শুরু হওয়া এই অভিযান গত ২০ বছরের মধ্যে ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় হামলা। এই অভিযানে কমপক্ষে ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনীর ১ থেকে ২ হাজার সেনা এই অভিযানে অংশ নিয়েছেন। তাঁদের সঙ্গে লড়াইয়ে জড়িয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। গতকাল স্থানীয় সময় বিকেল নাগাদ বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনারা বলছে, এ অভিযান এখনই থামবে না। আগামী দুই-তিন দিন ধরে চলতে পারে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় আরও ১০০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। হামলা শুরুর কয়েক ঘণ্টা পর পর্যন্ত ড্রোন উড্ডয়নের শব্দের পাশাপাশি শহরজুড়ে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। শহরের ঘনবসতিপূর্ণ শরণার্থীশিবির ঘিরে গড়ে ওঠা ফিলিস্তিনি যোদ্ধাদের সংগঠন জেনিন ব্রিগেড বলেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াইয়ে জড়িয়েছে এবং একটি ড্রোন ভূপাতিত করেছে।
তবে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত সাতজন ফিলিস্তিনি নিহত হওয়ার কথা বলেছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, তাঁদের লক্ষ্যবস্তু সাধারণ ফিলিস্তিনিরা নয়, বরং জেনিনে এবং শরণার্থীশিবিরে অবস্থানরত জঙ্গি গ্রুপগুলো, যারা ইরানের পৃষ্ঠপোষকতা পাচ্ছে বলে দাবি তাঁর।
দুই দশক আগের দ্বিতীয় ইন্তিফাদার পর জেনিন শহরে এ ধরনের বড় অভিযানের ঘটনা বিরল। সকালে কমপক্ষে ছয়টি ড্রোন শহরের ওপর ও শরণার্থীশিবিরের আশপাশে উড়তে দেখা গেছে। আধা বর্গকিলোমিটারের কম এলাকার এই শিবিরে প্রায় ১৪ হাজার শরণার্থী গাদাগাদি করে থাকেন।
এই শরণার্থীশিবির ঘিরে পশ্চিম তীরে সহিংসতা বাড়ছে। এক বছরের বেশি সময় ধরে জেনিনের মতো শহরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনিদের হামলায় প্রাণহানির পাশাপাশি ফিলিস্তিনি গ্রামগুলোতে ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডব চালানোর ঘটনা ঘটেছে।
জেনিনের কিছু রাস্তায় ফিলিস্তিনিরা টায়ার পুড়িয়ে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ করছে। ইসরায়েলি সামরিক জিপের দিকে তরুণ ফিলিস্তিনিরা পাথর ছুড়লে সৈন্যরা পাল্টা গুলি করছে। এ অবস্থায় জরুরি বৈঠক ডেকেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
এদিকে ইসরায়েলের আগ্রাসনের কারণে জেনিন শিবিরটি বন্ধ করে দেওয়ায় অ্যাম্বুলেন্সগুলোও সেখানে ঢুকতে পারছে না। একজন অ্যাম্বুলেন্সচালক আল আহমদ রয়টার্স বার্তা সংস্থাকে বলেছেন, পরিস্থিতি এখন আসল যুদ্ধক্ষেত্রের মতো মনে হচ্ছে, অ্যাম্বুলেন্সগুলো আহত লোকে ভর্তি হয়ে হাসপাতালের দিকে যাচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা জেনিন এলাকায় ‘সন্ত্রাসী অবকাঠামোর’ ওপর আঘাত হানছে এবং ২০ জন ফিলিস্তিনিকে আটক করেছে। কিন্তু ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহামেদ শেতায়েহ বলেছেন, ইসরায়েল ক্যাম্পটি ধ্বংস করে এখানকার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার চেষ্টা করছে।
প্রচণ্ড বন্দুকযুদ্ধের মধ্যে জেনিন ব্রিগেড নামে একটি ফিলিস্তিনি গ্রুপ জানিয়েছে, তারা তাদের শেষ নিশ্বাস ও বুলেট থাকা পর্যন্ত লড়াই করে যাবে। কয়েকটি ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপ মিলে এই জেনিন ব্রিগেড গঠিত বলে জানা যায়। পশ্চিম তীরের রামাল্লায়ও একটি বিক্ষোভ চলাকালে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
জেনিন শহরের অবস্থান অধিকৃত পশ্চিম তীরের উত্তর দিকে এবং এই ক্যাম্প ১৯৫০-এর দশকের শুরুর দিকে স্থাপন করা হয়েছিল, ১৯৪৮-৪৯ সালের যুদ্ধের সময় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য।
গত এক বছরের মধ্যে জেনিনের শরণার্থীশিবিরের ওপর একাধিক ইসরায়েলি সামরিক অভিযান চালানো হয়েছে, এবং ইসরায়েলিদের লক্ষ্য করে বেশ কিছু গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। এসব হামলায় ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া গাজা উপত্যকায় আরও ৩৬ জন নিহত হয়েছে।
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি শুধু ইউক্রেনের জন্যই নয়, দেশটির ইউরোপীয় মিত্রদের জন্যও বড় একটি ধাক্কা। ইউক্রেনকে সহায়তা চালিয়ে যাওয়ার জন্য ইউরোপের নেতারা মার্কিন প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে আসছিলেন।
২৭ মিনিট আগেধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই ট্যাটু পারলারের মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মালিক ৩৩ বছর বয়সী রকি রঞ্জন বিসোই। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর পারলারের ২৫ বছর বয়সী শিল্পী অশ্বিনী কুমার ইতালীয় ওই নারীর অনুরোধে ট্যাটুটি এঁকেছেন।
২ ঘণ্টা আগেসুদানের গৃহযুদ্ধে নারী ও শিশুদের ওপর ভয়াবহ যৌন সহিংসতার তথ্য প্রকাশ করেছে ইউনিসেফ। এক বছর বয়সী শিশুদেরও ধর্ষণ করা হচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। আধাসামরিক বাহিনী আরএসএফ যৌন সহিংসতাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগেট্রাম্প যে ৩৫০ বিলিয়ন ডলারের হিসাব দিয়েছেন, তার উৎস নিশ্চিত করা যায়নি। কিয়েল ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত সমস্ত দাতা দেশ মিলিয়ে ইউক্রেনের জন্য বরাদ্দ করা মোট ২৮০ বিলিয়ন ডলারের চেয়েও অনেক বেশি। জেলেনস্কির মতে, এখন পর্যন্ত যুদ্ধের মোট খরচ ৩২০ বিলিয়ন ডলার, যার মধ্যে ইউক্রেন নিজেই ১২০ বিলিয়ন
৪ ঘণ্টা আগে