Ajker Patrika

ইরানে হামলার প্রস্তুতি নিয়েছে ইসরায়েল

ইরানে হামলার প্রস্তুতি নিয়েছে ইসরায়েল

গত ১ অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইরান। দেশটি দাবি করেছিল, লেবাননে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ নিতেই তারা এই হামলা চালিয়েছে। তবে ওই ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ইরানে কোনো পাল্টা হামলা চালায়নি ইসরায়েল। তবে বুধবার একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইতিমধ্যেই ইরানে একটি প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। 

সিএনএন জানিয়েছে, সূত্রটি ইরানে হামলা করতে ইসরায়েলের প্রস্তুতির কথা জানালেও এই বিষয়ে আর কোনো তথ্য প্রদান করেনি। ফলে ইসরায়েল কখন এবং কীভাবে হামলা চালাবে সেই বিষয়েও বিস্তারিত কিছু জানা যায়নি। 

এদিকে বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দ্বারস্থ হয়েছে সিএনএন। তবে সেখান থেকে কোনো মন্তব্য এসেছে কি-না সেই বিষয়ে সিএনএনের প্রতিবেদনে কিছু জানানো হয়নি। 

সূত্রটি সিএনএনকে জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন—ইরানের ওপর পাল্টা হামলা তেল এবং পারমাণবিক স্থাপনার পরিবর্তে বরং সামরিক স্থাপনাগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে। 

এর আগে ইরানের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা করেছিলেন, এই হামলার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত