Ajker Patrika

মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হামাস

আপডেট : ২১ মে ২০২১, ১৪: ০৯
মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হামাস

ঢাকা: অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকার সীমান্ত এলাকায় উভয় পক্ষ আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ২টা থেকে যুদ্ধবিরতিতে যাচ্ছে বলে হামাসের এক নেতা জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মিসরের মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতির সময় উল্লেখ করা হলেও ইসরায়েল পক্ষ এ বিষয়ে কিছু জানায়নি।

ইসরায়েলের পক্স থেকে জানানো হয়েছে, দেশটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা বৈঠকে হওয়া ভোটে মধ্যস্থতাকারী মিসরের যুদ্ধবিরতি প্রস্তাব বিনা শর্তে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। তবে এই যুদ্ধবিরতি কখন থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

একটানা ১১ দিন ভয়াবহ সংঘাতের পর দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও এটি কার্যকরের সময় নিয়ে এখনো একটি অনিশ্চয়তা রয়ে গেছে। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতি উভয় পক্ষ সমঝোতার ভিত্তিতে একসঙ্গে করবে।

ফিলিস্তিন ইস্যু বহু বছর ধরেই গোটা বিশ্বে বড় সমস্যা হয়ে থাকলেও গত বেশ কয়েক বছরের মধ্যে অঞ্চলটিতে এমন সংঘাতের ঘটনা ঘটেনি। গত ১০ মে অধিকৃত পূর্ব জেরুসালেমে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের উদ্যোগকে কেন্দ্র করে মসজিদ আল আকসায় সংঘর্ষে জড়িয়ে পড়ে ফিলিস্তিনি নাগরিক ও ইসরায়েলের পুলিশ। আল আকসা থেকে পুলিশ প্রত্যাহারের আলটিমেটাম দেয় হামাস। তাতে সাড়া না দেওয়ায় হামাসের পক্ষ থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়া হলে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

গাজায় ইসরায়েলের করা হামলায় এখন পর্যন্ত ৬৫ শিশু ও ৩৯ নারীসহ ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। হামলায় ১ হাজার ৯০০-এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। অবশ্য ইসরায়েল বলছে, তারা ১৬০ জনকে হত্যা করেছে।

ইসরায়লের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের হামলায় গাজায় এ পর্যন্ত ১৬০ জন জঙ্গি নিহত হয়েছে। তবে হামাসের পক্ষ থেকে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। এদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলের এ পর্যন্ত ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। হামাসের ছোড়া রকেটে অঞ্চলটির ব্যাপক ক্ষতি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বহু লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানায় অঞ্চলটির কর্তৃপক্ষ।

গত ১০ মে এই সংঘাত শুরুর পর থেকেই বিশ্ব নেতৃবৃন্দ উদ্বিগ্ন হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নেতারা উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানান। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকও ডাকে জাতিসংঘ। শুরু থেকেই উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতায় এগিয়ে আসে মিসর, কাতার ও জাতিসংঘ। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। বিশেষ দূত পাঠানোর পরও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উত্তেজনা প্রশ্নের আহ্বান জানালে আশা দেখা দেয়। বৃহস্পতিবার গাজা পরিস্থিতি নিয়ে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে আলোচনা করেন বাইডেন। পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আশা প্রকাশ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত