আজকের পত্রিকা ডেস্ক
আগামীর স্থাপত্য থেকে শুরু করে পথপ্রদর্শক অবকাঠামোর যাত্রা শুরুর ক্ষেত্রে দুবাইয়ের পরিচিতি বিশ্বজোড়া। গত বুধবার এই শহরে আয়োজিত হয়েছিল বিশ্বের প্রথম জেট স্যুট রেস। বৈজ্ঞানিক কল্পকাহিনির মতোই আটজন প্রতিযোগীকে উড়তে দেখা গেছে এতে।
এই প্রতিযোগীদের দেখে মার্ভেলের আয়রনম্যানের কথা মনে পড়লেও দোষের কিছু নেই। তাঁরাও তো সুপারহিরো বটেই! তবে পার্থক্য শুধু এটাই, সুপার ভিলেন বা এলিয়েন যুদ্ধবাজদের সঙ্গে লড়তে হয়নি এসব প্রতিযোগীকে।
সিএনএন জানায়, জেট স্যুট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজ’ ও ‘দুবাই স্পোর্টস কাউন্সিল’ যৌথভাবে প্রতিযোগিতাটির আয়োজন করে।
গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজের প্রধান টেস্ট পাইলট রিচার্ড ব্রাউনিং বলেন, ‘আপনি যেদিকে তাকাবেন, ওপরে-নিচে কিংবা আশপাশে সব জায়গায় প্রতিযোগী পাইলট দেখতে পাবেন। সত্যিই এটি একটি চমৎকার অভিজ্ঞতা!’
পানির ওপর প্রায় এক কিলোমিটার এলাকায় স্থাপিত ১২টি বাধা উড়ে উড়ে অতিক্রম করেন আট পাইলট। এর জন্য তাঁরা সময় পান মাত্র ৯০ সেকেন্ড। তাঁদের শরীরজুড়ে স্থাপন করা হয় পাঁচটি জেট ইঞ্জিন, যা তাঁদের উড়তে সাহায্য করে।
আগামীর স্থাপত্য থেকে শুরু করে পথপ্রদর্শক অবকাঠামোর যাত্রা শুরুর ক্ষেত্রে দুবাইয়ের পরিচিতি বিশ্বজোড়া। গত বুধবার এই শহরে আয়োজিত হয়েছিল বিশ্বের প্রথম জেট স্যুট রেস। বৈজ্ঞানিক কল্পকাহিনির মতোই আটজন প্রতিযোগীকে উড়তে দেখা গেছে এতে।
এই প্রতিযোগীদের দেখে মার্ভেলের আয়রনম্যানের কথা মনে পড়লেও দোষের কিছু নেই। তাঁরাও তো সুপারহিরো বটেই! তবে পার্থক্য শুধু এটাই, সুপার ভিলেন বা এলিয়েন যুদ্ধবাজদের সঙ্গে লড়তে হয়নি এসব প্রতিযোগীকে।
সিএনএন জানায়, জেট স্যুট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজ’ ও ‘দুবাই স্পোর্টস কাউন্সিল’ যৌথভাবে প্রতিযোগিতাটির আয়োজন করে।
গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজের প্রধান টেস্ট পাইলট রিচার্ড ব্রাউনিং বলেন, ‘আপনি যেদিকে তাকাবেন, ওপরে-নিচে কিংবা আশপাশে সব জায়গায় প্রতিযোগী পাইলট দেখতে পাবেন। সত্যিই এটি একটি চমৎকার অভিজ্ঞতা!’
পানির ওপর প্রায় এক কিলোমিটার এলাকায় স্থাপিত ১২টি বাধা উড়ে উড়ে অতিক্রম করেন আট পাইলট। এর জন্য তাঁরা সময় পান মাত্র ৯০ সেকেন্ড। তাঁদের শরীরজুড়ে স্থাপন করা হয় পাঁচটি জেট ইঞ্জিন, যা তাঁদের উড়তে সাহায্য করে।
নয় বছর বয়সী মাহমুদ আজ্জুর। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখন্ড গাজার পুরোনো শহরের বাসিন্দা। একসময় বাজারে গিয়ে মায়ের জন্য সবজি কিনে আনত, খেলাধুলা করত, বন্ধুদের সঙ্গে হাসত। এখন সে হাত দুটো নেই। গত বছরের মার্চে ইসরায়েলি ড্রোন হামলায় ধ্বংস হয়ে যায় মাহমুদের বাড়ি। বিস্ফোরণে মাহমুদ তার দুই হাত হারায়...
১ ঘণ্টা আগেগাজার তরুণ ফটোসাংবাদিক ফাতেমা হাসসুনা জানতেন, মৃত্যু সব সময় তাঁর দরজায় ওঁত পেতে থাকে। গত ১৮ মাস ইসরায়েলের নির্বিচার বিমান হামলা, নিজের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়া, বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি এবং পরিবারের ১১ জন সদস্যের মৃত্যু নিজ হাতে নথিভুক্ত করেছেন তিনি। এই ঘটনাগুলো ক্যামেরাবন্দী করতে গিয়ে...
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মার্কিন ইমিগ্রেশন বিভাগ কয়েক শ বিদেশি শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের ভিসা বাতিল করেছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ভিসা বাতিল ও গ্রেপ্তারের শিকারদের বেশির ভাগই ফিলিস্তিনপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত...
২ ঘণ্টা আগেদীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
৪ ঘণ্টা আগে