Ajker Patrika

ইসরায়েলে হিজবুল্লাহর হামলায় ২ জন নিহত

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৫: ৫৪
ইসরায়েলে হিজবুল্লাহর হামলায় ২ জন নিহত

ইসরায়েলের সীমান্তবর্তী শহর কিরয়াত শামোনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার এই হামলা চালায় হিজবুল্লাহ। এদিকে, লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েল। 

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরুর পর এই প্রথম হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি প্রাণহানির ঘটনা ঘটল। এর আগে, ইসরায়েলি বন্দরনগরী হাইফাকে লক্ষ্য করে চালানো হিজবুল্লাহর হামলায় পাঁচজন গুরুতর আহত হয়েছিল। 

হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা গতকাল বুধবার বিকেলে ইসরায়েলের গ্যালিলি উপত্যকায় অবস্থিত কিরয়াত শামোনায় ‘শত্রুর অবস্থান’ লক্ষ্য করে হামলা চালিয়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, হিজবুল্লাহ আনুমানিক ২০টি রকেটের সাহায্যে এই হামলা চালিয়েছিল। 

এই হামলায় নিহত হওয়া দুই ইসরায়েলি হলেন রেভিতাল ইয়াহুদ (৪৫) ও দাভির শারভিত (৪৩)। হিজবুল্লাহ যখন হামলা চালায়, তখন এই যুগল তাঁদের কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। ঠিক এই সময়ই হামলা শুরু হয়। ঠিক সময়মতো আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে না পেরে তারা হিজবুল্লাহর হামলায় নিহত হন। 

এর আগে, চলতি বছরের জুলাইয়ে হিজবুল্লাহর হামলায় মাজদাল শামসের একটি পার্কে খেলতে থাকা ১২ শিশু এবং কিরয়াত শামোনার কাছে কিবুতজ হাগোশরিমে এক ব্যক্তি নিহত হন। গত বছরের ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহ হামাসের সমর্থনে ইসরায়েলে হামলা চালানো শুরু করার পর থেকে এখন পর্যন্ত ২৮ ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। 

চলতি বছরের সেপ্টেম্বরের ২৩ তারিখে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহবিরোধী অভিযান শুরু করে। এর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে ৩ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে গত বছরের অক্টোবর থেকে শুরু করা হামলার কারণে ইসরায়েলের অন্তত ৬০ হাজার মানুষ নিজ বাড়ি থেকে সরে গেছে। 

এদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছে। ইসরায়েলি পদাতিক ও গোলন্দাজ বাহিনী বিমানবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করছে। সর্বশেষ খবর অনুসারে, আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত