Ajker Patrika

ইসরায়েলি ‘হামলায় নিহত’ হিজবুল্লাহ কমান্ডার কে এই সুহেল হুসাইনি?

ইসরায়েলি ‘হামলায় নিহত’ হিজবুল্লাহ কমান্ডার কে এই সুহেল হুসাইনি?

লেবাননে বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার সুহেল হুসেইন হুসেইনি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি। 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আজ মঙ্গলবার সকালে ঘোষণা করেছে, গতকাল সোমবার রাজধানী বৈরুতে হিজবুল্লাহর সদর দফতরের একজন কমান্ডার নিহত হয়েছেন।

ইসরায়েল বলছে, ‘ইরান ও হিজবুল্লাহর মধ্যে অস্ত্র চালাচালিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন’ সুহেল হুসেইন হুসেইনি। হিজবুল্লাহর শাখাগুলোর মধ্যে অস্ত্র বিতরণের দায়িত্বেও ছিলেন তিনি।

বিবিসি বলছে, লেবানন ও সিরিয়া থেকে ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত আক্রমণের পেছনে হুসেইনির বড় ভূমিকা রয়েছে ধরা হয়। তিনি হিজবুল্লাহর জ্যেষ্ঠ সামরিক নেতৃত্বের পর্ষদ জিহাদ কাউন্সিলের সদস্য ছিলেন।

গত রাতে লেবাননের রাজধানীতে ব্যাপক বিস্ফোরণ হয়েছে। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত বৈরুতের দক্ষিণ শহরতলী দাহিয়েহ এলাকায় অন্তত ১০টি বিমান হামলার ঘটনা ঘটেছে। 

এদিকে উত্তর ইসরায়েলে রকেট হামলার সতর্কতা জানিয়ে রাতভর সাইরেন বাজানো হয়। নতুন করে বেশ কয়েকটি শহরকে ‘সংরক্ষিত সামরিক অঞ্চল’ ঘোষণা করা হয়। 

এর আগে হিজবুল্লাহ বলেছিল, তাঁরা তেল আবিবের উপকণ্ঠকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েল বলেছে, সোমবার শেষের দিকে ১৯০টি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত