Ajker Patrika

সিরিয়ার ইদলিবে বিদ্রোহীদের দমনে সেনাবাহিনীর হামলা, নিহত ১২

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৫: ০১
সিরিয়ার ইদলিবে বিদ্রোহীদের দমনে সেনাবাহিনীর হামলা, নিহত ১২

সিরিয়ার দামেস্কে সেনাসদস্যদের বহন করা একটি বাসে গতকাল বুধবার বোমা হামলায় কমপক্ষে ১৪ সেনা নিহত হন। এই হামলার জেরে বিদ্রোহী-নিয়ন্ত্রিত ইদলিবে পাল্টা হামলা চালিয়েছে সেনাবাহিনী। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এতে ১২ জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর হামলায় নিহতদের মধ্যে চার শিশু রয়েছে। এ ছাড়া স্কুলে যাওয়ার পথে নিহত হয়েছেন এক শিক্ষক।

ইউনিসেফ বলেছে, ইদলিবে ২০২০ সালের মার্চের পর থেকে এটিই সবচেয়ে বড় রক্তক্ষয়ী হামলা। উদ্ধারকর্মীরা বলছেন, হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

এর আগে আলজাজিরা জানায়, সেনাসদস্যদের বহন করা বাসটি দামেস্ক শহরের কেন্দ্রস্থলে হাফিজ আল আসাদ সেতুর কাছে পৌঁছানোর পর সড়কের দুই পাশে পর পর দুটি শক্তিশালী বিস্ফোরণ হয়। কর্মকর্তারা বলেন, এটি একটি সন্ত্রাসী হামলা। সেখানে মূলত তিনটি বোমা ছিল। দুটি বিস্ফোরিত হয়েছে, একটি হয়নি। অবিস্ফোরিত বোমাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিষ্ক্রিয় করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

চলন্ত বাসে ‘অজ্ঞান’ ঢাবি মেডিকেল সেন্টারের চিকিৎসক, সিসিইউতে ভর্তি

৩য় শ্রেণির কর্মচারীর অঢেল সম্পদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত